{Apply Online} Aadhaar card And Ration card Link West Bengal

Aadhaar card And Ration card Link West Bengal |রেশন কার্ড আধার লিংক | ডিজিটাল রেশন কার্ড আঁধার লিংক কিভাবে করবে | রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিভাবে করতে হয় জানুন | Aadhaar link with ration card West Bengal 2021|


In Short :Link Aadhaar & Ration Online :- রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবার পশ্চিমবঙ্গে (West Bengal Government ) রেশন কার্ড ও আধার সংযুক্তি করার জন্য সমস্ত রেশন গ্রাহকদের বলা হচ্ছে। Online মাধ্যমে এই সংযুক্তির কাজ করা যাবে। আপনি যদি আপনার পরিবারের সমস্ত সদস্যদের Ration Card Aadhaar card link করতে চান, তাহলে আপর এই লেখাটি কাজে লাগবে। কিভাবে অতিসহজে বাড়িতে বসেই এই লিংক আপনি নিজেই করতে পারবেন তা সুন্দর করে নিচে আলোচনা করা হলো।

Aadhaar card And Ration Card Link in West Bengal

{Apply Online} আধার ও রেশন কার্ড লিংক Aadhaar card And Ration card Link West Bengal


Aadhaar Card ও Ration Card Link কীভাবে করবেন:


আজকের পর্বে আমরা দেখাবো কী ভাবে আপনার সমস্ত রেশন কার্ড আধার কার্ড এর সঙ্গে লিংক করতে পারবেন অনলাইন মাধ্যমে।


Ration Card এর খাদ্য সামগ্রী সঠিক মাত্রায় বণ্ঠনের জন্য এখন সবাইকেই Aadhaar Link করতে হবে Ration Card এর সঙ্গে।


Ration Card and Aadhaar Card Link Online 2021


এই কাজটি করার জন্য আপনাকে 3 Step করতে হবে দেখে নিন কিভাবে করবেন Aadhaar,Ration link ---


Step#1: 

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের Official Website 👉 food.wb.gov.in খুলুন।


তারপর ‘Service’ এ গিয়ে ‘Ration Card’ Option টিতে Click করার পর "Online Apply" এ ক্লিক করুন ।


Step#2:

এর পর অনেকগুলি লিস্ট দেখতে পাবেন। একটু নিচে গিয়ে 👉"Apply For Updation Of Mobile Number And Aadhaar Card For Already Exiting Ration Card"  ‘Form-11’ এই লেখায় ক্লিক করবেন।


Step#3: Apply For Digital Ration Card


এখন আপনার একটি সঠিক Mobile Number দিন ও ‘Get OTP’ বেছে নিন। OTP আসবে আপনার ওই মোবাইল এ সেটি সঠিক ভাবে লিখে 'PROCEED' এ click করবেন। যদি না আসে OTP তাহলে "RESEND OTP" করুন।

Aadhaar card And Ration card Link West Bengal


**4.1( যদি আপনার মনে থাকে যে আপনার রেশন কার্ড এ কোন মোবাইল নম্বর টি দেওয়া ছিল তাহলে সেটাই দিবেন, নাহলে নিচে 👉 " I don't know which mobile number I have in my ration Card" এই লেখাটিতে ক্লিক করে আপনার মোবাইল নম্বর খুঁজে নিন বা চেঞ্জ করে নিন)


 Step#4: Apply For Updation Mobile number And Aadhaar

এবার আপনার রেশন কার্ড এর Type (Example : RKSY-1, RKSY-2, AAY, PHH,SPHH ) বেঁছে নিন এবং আপনার পরিবারের যে কোনো একটি Ration Card Number লিখে click করুন।


Aadhaar card And Ration card Link West Bengal

Step#5: Update Details 

এটাই হল শেষ Step, এখানে সমস্ত তথ্য সঠিক ভাবে লিখুন ও আপলোড করুন পরিবারের সকলের। Aadhaar Card Number ও তার ছবি upload এবং date of Birth।

নিচে Address, Pin, Post office এবং Police Station দিন।

** Communication Details :

এক্ষেত্রে চাইলে দিতে পারেন, না দিলেও হবে তবে দিয়ে দেওয়া ভালো। এছাড়া সমস্ত ▫️✔️টিক দিয়ে Submit এ ক্লিক করুন।


Aadhaar card And Ration card Link West Bengal আধার কার্ড ও রেশন কার্ড লিংক


** Conform Application করার জন্য এবার GET OTP করে এবং নতুন আসা OTP দিয়ে "Submit OTP" Option টি বেঁছে নিন তাহলেই আপনার Ration Card and Aadhaar Card Online Link হয়ে যাবে।

Aadhaar card And Ration card Link West Bengal


💬Sarkari Suvidha : যদি কোনো রকম প্রশ্ন থেকে তাহলে Comment করুন | ধন্যবাদ। ✍️

Comments Below

If You Any Questions or Any Suggestions


৩টি মন্তব্য

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...