Free Covid Booster Doses: ১৮ বছরের ঊর্ধ্বে বিনামূল্যে বুস্টার ডোজ, কবে ও কোথায় মিলবে বুস্টার ডোজ ?

১৮ বছরের ঊর্ধ্বে বিনামূল্যে বুস্টার ডোজ |

Free Covid Booster Doses: ১৮ বছরের ঊর্ধ্বে ফ্রি COVID বুস্টার ডোজ স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে : 

এবারে ১৮ বছরের ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ (Covid-19 booster dose) এর ঘোষণা করলেন ইউনিয়ন মিনিস্টার অনুরাগ ঠাকুর (Union Minister Anurag Thakur)। 


অনুরাগ ঠাকুর বলেন, "১৫ জুলাই থেকে আগামী ৭৫ দিন পর্যন্ত ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়া হবে।"  স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার ।


করোনা সংক্রম সংখ্যা ক্রমশ বাড়ছে , এরই মধ্যে আজ মোদী সরকারের বড়ো সিদ্ধান্ত ‘এবারে ১৮ থেকে ৫৯ বছরের সকলকে আগামী ১৫ই জুলাই থেকে ৭৫ দিন ধরে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে ।


এতদিন বুস্টার ডোজ শুধুমাত্র ৬০ বছরের উর্দ্ধেদের এবং ফ্রন্টলাইন ওয়ার্করাদের এই বুস্টার ডোজ দেওয়া হয়েছিল । স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে ১৫ জুলাই আগামী ৭৫ দিন বিনামূল্যে বুস্টার ডোজ দেয়া হবে ১৮ বছরের ঊর্ধ্বদের ।



ফ্রি বুস্টার ডোজ 

১৮ থেকে ৫৯ বছর 

তারিখ 

১৫ জুলাই ২০২২

কতদিন 

৭৫ দিন 

উপলক্ষ 

স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে



১৮ জুলাই থেকে বিনামূল্যে বুস্টার ডোজ 


বুধবার ১৩ জুলাই ভারতের কেন্দ্রীয় মন্ত্রী  অনুরাগ ঠাকুর সাংবাদিক বৈঠকে জানান ‘আজাদি কা অমৃত মহোৎসব’ অর্থাৎ স্বাধীনতার ৭৫তম বর্ষপূরণ উপলক্ষে ৭৫ দিনের জন্য বিনামূল্যে বুস্টার ডোজ । 


তাই , সমস্ত ১৮ থেকে ৫৯ বছরের পুরুষ ও মহিলাদের এই বুস্টার ডোজ নেওয়ার কথা বলা হচ্ছে ।


কোথায় পাবেন ফ্রি বুস্টার ডোজ 


রাজ্য বা কেন্দ্রের যে সমস্ত হেলথ সেন্টার হয়েছে সেখানে এই বুস্টার ডোজ বিনাবমূল্যর নিতে পারবে ১৮ বছের উর্ধে ব্যক্তিরা ।


কেন্দ্র এই বুস্টার ডোজ সমস্ত রাজ্যগুলিকে পাঠাবে এবং বিনামূল্যে টা  নিতে পারবে ১৮ থেকে ৫৯ বছরের বয়েসীরা ।


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

PMAY ঘরের তালিকা 2024 : প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা ২০২৪ | Pradhan Mantri Awas Yojana List Check West Bengal

Pradhan Mantri Awas Yojana West Bengal আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এখনো না পেয়ে থাকেন, তাহলে একটু গুরুত্বপূর্ণ খবর হলো ২০২৩ সালের ...