![]() |
ভারতের জাতীয় খেলা কি? |
ভারতের জাতীয় খেলা কি ২০২২ : ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে খেলাধুলায় গোটা বিশ্বের মধ্যে একটি সুনাম রয়েছে। ভারত সরকার এই ভারতকে জাতীয় স্তরে খেলাকে উৎসাহিত করার জন্য যেমন হকি, কাবাডি, ক্রিকেট, ফুটবল, দাবা, টেনিস, গলফ ইত্যাদি খেলাগুলিকে কেন্দ্রীয় ক্রিয়ামন্ত্রক সমান গুরুত্ব দিয়ে থাকেন। যদিও ক্রিকেট বেশি জনপ্রিয় বর্তমানে ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে।
প্রত্যেক দেশের একটি জাতীয় খেলা থাকে। তাই প্রশ্ন ভারতের জাতীয় খেলা কী? Bharater Jatiyo Khela Ki.
ভারতের জাতীয় খেলা কী? এই নিয়ে গুগলে(google) এ অনেকেই সার্চ করেন কারণ বইগুলিতে ভারতের জাতীয় খেলা কী এই নিয়ে নানা মতামত রয়েছে।
আপনিও যদি জানতে চান - ভারতের জাতীয় খেলা কী? তাহলেই এই পোস্ট এ আজকে আপনি জানতে পারবেন সঠিক উত্তর।
কারণ, আজকে আমরা কেন্দ্রীয় ক্রিয়ামন্ত্রকের বলা "ভারতের জাতীয় খেলা কী?" তা আজকে আপনাদেরকে জানাবো।
ভারতের জাতীয় খেলা কি ( Bharater Jatiyo Khela Ki )
ভারতের জাতীয় খেলা কী? এর সঠিক উত্তর জানেন না অনেকেই কেউ হকি খেলাকে ভারতের জাতীয় খেলা বলেন কেউ আবার কবাডি খেলাকে ভারতের জাতীয় খেলা বলে থাকেন।
আপনিও যদি এর মধ্যে যে কোন একটি খেলাকে এতদিন ধরে ভারতের জাতীয় খেলা বলে থাকেন তাহলেই ভুল করছেন।
কারণ, ভারতের কোন জাতীয় খেলা নেই।
অবাক হচ্ছেন, হ্যা ঠিকই পড়েনছেন ভারতের জাতীয় কোন খেলা নেই। স্বয়ং ভারতের কেন্দ্রীয় ক্রিয়ামন্ত্রক এমন কথাই জানালেন।
চলুন, এখন জানা যাক কী বলছেন "ভারতের ক্রিয়ামন্ত্রক" ভারতের জাতীয় খেলা কী? এই সম্পর্কে।
ভারতের জাতীয় খেলা কি
এই প্রশ্নের উত্তর জানার জন্য মহারাষ্ট্রের এক স্কুল শিক্ষক একটি আরটিআই(RTI) করে জানতে চান - কবে থেকে ভারতের জাতীয় খেলা হিসেবে পরিচিতি পায় হকি?
সেই স্কুলের শিক্ষকের করা RTI এর উত্তর এ ভারতের জাতীয় ক্রিয়ামন্ত্রক জানায় যে, ভারতের কোনো জাতীয় খেলাই নেই!
কেন ভারতের জাতীয় কোন খেলা নেই। এর পরিপেক্ষিতে ক্রিয়া দপ্তর জানান যে - ভারত সমস্ত খেলাকেই সমান গুরুত্ব দিয়ে চান। ভারত চান ভারতের মধ্যে সমস্ত খেলাই উচ্চস্তরে পৌঁছাক, তাই ভারতের মধ্যে কোন নির্দিষ্ট খেলাকে জাতীয় খেলা হিসাবে বিবেচিত হবে না।
এই ছিল ভারতের জাতীয় খেলা কী এর সঠিক উত্তর। নিচে একটি প্রশ্নের মধ্যমে বোঝানো হল -
প্রশ্ন: ভারতের জাতীয় খেলা কী?
উত্তর :
ক ) হকি,
খ ) ক্রিকেট
গ ) কবাডি
ঘ ) ভারতের কোন জাতীয় খেলা নেই।
সঠিক উত্তর হল - ঘ ) ভারতের কোন জাতীয় খেলা নেই।
প্রশ্ন : হকি না কাবাডি, কোনটি ভারতের জাতীয় খেলা?
উত্তর : হকি বা কাবাডি এর মধ্যেই একটিও ভারতের জাতীয় খেলা নয়। ভারতের জাতীয় খেলা বলে কিছু নেই, সমস্ত খেলা সমান গুরুত্ব।
প্রশ্ন : Bharater Jatiyo Khela Ki?
উত্তর : Bharater Jatiyo Khela bole kichu nei.
কোন মন্তব্য নেই