PM Vishwakarma Yojana 2024 : প্রধানমন্ত্রী নরেন্দ্রা মোদী সমস্ত রকম শিল্পকর্মীদের জন্য নতুন যোজনার ঘোষণা করেছেন যার নাম হলো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana)। এই যোজনায় ১৫ হাজার টাকার সুবিধা ও ১লক্ষ থেকে ২ লক্ষ টাকার স্বল্পমূল্যের লোন এবং কাজের ট্রেনিং সহ বিভিন্ন সুবিধা । প্রধানমন্ত্রী বিশ্বকর্মা পুজোর দিন এই যোজনার কথা ঘোষণা করেছেন ।
হ্যালো, প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের জানাবো - প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আবেদন পদ্ধতি (PM Vishwakarma Yojana Apply), বিশ্বকর্মা যোজনা সুবিধা (PM Vishwakarma Yojana benefits) ও পিএম বিশ্বকর্মা যোজনা আবেদন করা করা করতে পারবেন।
PM Vishwakarma Yojana 2024 highlight: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ২০২৪
PM Vishwakarma Yojana 2024 : প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আবেদন পদ্ধতি, যোগ্যতা ও সুবিধা ২০২৪
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বা পিএম বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana) এর আবেদন অফিসিয়াল ওয়েবসাইট pmvishwakarma.gov.in মাধ্যমে আবেদন করা যাবে । ইতিমধ্যে এই যোজনার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ।
এই যোজনার উদেশ্য হলো ছোট ও মাঝারি শিল্পী বা কারিগর তাদের উন্নত ট্রেনিং দেওয়া এবং তাদের ব্যবসাকে উন্নত করে তোলা এই উর্দেশেই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা এনেছেন । এই প্রকল্পের জন্য সরকার ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকর্মা পুজোর দিন এই যোজনার প্রকাশ করেন । চলুন জানা যাক এই যোজনার বিস্তারিত তথ্যগুলি ।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ২০২৪ : Pradhanmantri Vishwakarma Yojana 2024
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা হলো ভারতের সমস্ত ছোট ও মাঝারি কর্মচারী যারা শিল্প বা কারিগরী বা ইঞ্জিনিয়ারিং বা যে কোনো করেন তাদের সরকারি সাহার্য্য ও তার পাশাপাশি প্রপার ট্রেনিং দেওয়া, যন্ত্রাংশ কেনার জন্য ১৫ হাজার টাকার আর্থিক সাহার্য্য এবং ব্যবসাকে বাড়ানোর জন্য ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকার লোন যার সুদ মাত্র ৫% শতাংশ ।
পিএম বিশ্বকর্মা যোজনা আবেদনের যোগ্যতা : PM Vishwakarma Yojana eligibility 2024
এই যোজনার আবেদন করার জন্য বিশেষ কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে যাদের এই যোগতাগুলি রয়েছে তারা এই PM Biswakarma Yojana যোজনা আবেদন করতে পারবেন । নিচে যোগতাগুলি দেওয়া হলো -
আবেদনকারীকে অবশই ভারতের নাগরিক হতে হবে ।
আবেদনকারী কোনোরকম সরকারি কর্মী হলে আবেদন করতে পারবেন না ।
যে কোনো কর্মী এই যোজনার জন্য আবেদন করতে পারবেন ।
আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বৎসর হতে হবে ।
আবেদনকারীর যে কোনো হাতের কাজ জানতে হবে ।
পিএম বিশ্বকর্মা যোজনা করা আবেদন করতে পারবে : PM Vishwakarma Yojana beneficiary list
এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় মোট 18টি ব্যবসায় নিযুক্ত কারিগরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পিএম বিশ্বকর্মা যোজনা কারা কারা আবেদন করতে পারবে তার লিস্ট নিচে দেওয়া হল :-
(i) ছুতার (সুথার/বাধাই);
(ii) নৌকা প্রস্তুতকারক;
(iii) আর্মারার;
(iv) কামার (লোহার);
(v) হাতুড়ি এবং টুল কিট মেকার;
(vi) লকস্মিথ;
(vii) স্বর্ণকার (সোনার);
(viii) কুমার (কুমহার);
(ix) ভাস্কর (মূর্তিকার, পাথর খোদাইকারী), পাথর ভাঙা;
(x) মুচি (চর্মকার)/ জুতা/ জুতা কারিগর;
(xi) মেসন (রাজমিস্ত্রী);
(xii) ঝুড়ি/মাদুর/ঝাড়ু মেকার/কয়ার ওয়েভার;
(xiii) পুতুল ও খেলনা প্রস্তুতকারক (ঐতিহ্যগত);
(xiv) নাপিত (নাই);
(xv) মালা প্রস্তুতকারক (মালাকার);
(xvi) ধোপা (ধোবি);
(xvii) দর্জি (দর্জি);
(xviii) ফিশিং নেট মেকার।
PM Viswakarma Yojana : যে কোনো কর্মী বলতে যেমন - রাজমিস্ত্রি, হস্তশিল্পী, কারিগর , ইটভাটার কর্মী, নাপিত, পাথর ভাঙা কর্মী, কামার, মৎস চাষী, সোনা/রুপা কারিগর, নৌকা মিস্ত্রি, কাঠমিস্ত্রি, মেকার ইত্যাদি সমস্ত কর্মীরা এই যোজনার জন্য আবেদন করতে পারবেন ।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সুবিধা ২০২৪ : PM Vishwakarma Yojana benefits
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার কি কি সুবিধা পাবেন এই নিয়ে এবারে জানা যাক । পিএম বিশ্বকর্মা যোজনা সুবিধা ২০২৪ হলো -
আবেদনকারীদের ৫-৭ দিন ব্যাসিক ট্রেনিং দেওয়া হবে এবং প্রতিদিন ৫০০ টাকা করে দেওয়া হবে । এই ট্রেনিং আপনাদের কাজের উপর দেওয়া হবে ।
অ্যাডভান্স ট্রেনিং যাদের প্রয়োজন তাদের ১৫ দিনের ট্রেনিং সঙ্গে প্রতিদিন ৫০০ টাকা করে দেওয়া হবে ।
এছাড়াও যন্ত্রাংশ কেনার জন্য অর্থাৎ Toolkit incentive ১৫ হাজার টাকা দেওয়া হবে ।
ট্রেনিং শেষে পাবেন Vishwakarma certificate এবং id card.
Credit support অর্থাৎ কোনোরকম ঝামেলা ছাড়াই লোন এর সুবিধা পাবেন । ১ লক্ষ টাকার লোন নিয়ে মাত্র ৫% সুদে ১৮ মাসের শোধ করা এবং ২ লক্ষ টাকা লোন নিলে ৩০ মাসে বাৎসরিক ৫% সুদে পরিশোধ করার সুবিধা রয়েছে এই যোজনায় ।
এছাড়াও ব্যবসাকে বড়া করার জন্য বিভিন্ন সহযোগিতা পাবেন ।
পিএম বিশ্বকর্মা যোজনা আবেদনের জন্য কি কি লাগবে : PM Vishwakarma Yojana apply docoments
PM Vishwakarma Yojana apply করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে জানুন । পিএম বিশ্বকর্মা যোজনা আবেদনের জন্য কি কি লাগবে নিচে বলা হলো _
Aadhar card : আঁধার কার্ড
Voter id card : ভোটার কার্ড
Bank account passbook : ব্যাঙ্ক এর বই
Ration card number : রেশন কার্ড
Applicant photography : আবেদনকারীর ছবি
Applicant skill details : আবরদনকারীর কাজের তথ্য
পিএম বিশ্বকর্মা যোজনা আবেদন পদ্ধতি ২০২৪ : PM Vishwakarma Yojana apply online
পিএম বিশ্বকর্মা যোজনা আবেদন অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট pmvishwakarma.gov.in মাধ্যমে করা যাবে । এই যোজনার আবেদন ১৭ সেপ্টেম্বর ২০২৩ থেকে শুরু হয়েছে । এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আবেদন যে কোনো csc সেন্টার এ গিয়ে করতে হবে ।
পিএম বিশ্বকর্মা যোজনা আবেদন এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট https://pmvishwakarma.gov.in/ ওপেন করুন ।
তারপর menu বার এ গিয়ে রেজিস্ট্রেশন এ ক্লিক করুন ।
পিএম বিশ্বকর্মা যোজনা রেজিস্ট্রেশন করার জন্য আবেদনকারীর আঁধার কার্ড ও মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে ।
এরপর Apply Now এ ক্লিক করতে হবে ।
পিএম বিশ্বকর্মা যোজনা আবেদন CSC Center এ গিয়ে সম্পূর্ণ আবেদন করতে পারবেন ।
বিয়োমেট্রিক্ট মাধ্যমে আবেদন করতে হবে এই যোজনার ।
পিএম বিশ্বকর্মা যোজনা গুরুত্বপূর্ণ লিংক : Important link of PM Vishwakarma Yojana 2024
উত্তর: রাজমিস্ত্রি, হস্তশিল্পী, কারিগর , ইটভাটার কর্মী, নাপিত, পাথর ভাঙা কর্মী, কামার, মৎস চাষী, সোনা/রুপা কারিগর, নৌকা মিস্ত্রি, কাঠমিস্ত্রি, মেকার ইত্যাদি সমস্ত কর্মীরা এই পিএম বিশ্বকর্মা যোজনার জন্য আবেদন করতে পারবেন ।
কোন মন্তব্য নেই