রাজ্যের গরমের ছুটির নির্দেশে মুখ্যমন্ত্রীর |
পশ্চিমবঙ্গের সমস্ত সরকারী ও বেসরকারি স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি গুলিকে 2 May 2022 থেকে Summer Vacation অর্থাৎ গরমের ছুটির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক বৈঠক এ এমনটাই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রীর -
‘‘স্কুল থেকে ছোটদের ফিরতে খুবই কষ্ট হচ্ছে। তাই আপনারা দেখুন গরমের ছুটি যাতে ২ মে থেকে চালু করে দেওয়া যায়।’’
মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন শিক্ষাদপ্তরকে যেন 2মে থেকে গরমনের ছুটির ঘোষণা করা হয় এবং 15-20 দিনের যা ভালো হয়, সেটা যেন করেন।
এদিকে করোনা দেখা যাচ্ছে রাজ্যে আবারও এই ছুটিতে সেই দিকেও ভালো হবে বলে, এবারে একটু আগেই দেবে গরমের ছুটি।
Summer Vacation 2022 West Bengal (গ্রীষ্মের ছুটি পশ্চিমবঙ্গ 2022 )
পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি গুলির গরমের ছুটির ঘোষণার কথা মুখ্যমন্ত্রীর জানালেন। 2 মে থেকে এই ছুটির ঘোষণা।
রাজ্যে বেশ কিছুদিন ধরে ভালোই গরম পড়েছে। এতে ক্লাস করতে অসুবিধায় পড়ছে বিশেষ করে ছোট্ট বাচ্ছারা।
এই কারণেই এবারে কিছুদিন আগেই গরমনের ছুটি অর্থাৎ Summer Vacation 2022 এর ঘোষণা।
গরমের ছুটি কতদিনের? ( School, College & University )
2 মে থেকে গরমের ছুটির কথা ঘোষণার কথা বলেন মুখ্যমন্ত্রী। এই শিক্ষা দপ্তকে বিস্তারিত জানাতে বলা হল। শিক্ষাদপ্তর এই গরমের ছুটি নিয়ে অফিসিয়াল নোটিফিকেশন বের করবে।
তবে মোটামুটি 2মে 2022 থেকে 20মে 2022 অর্থাৎ প্রায় 15 থেকে 20 দিন এবারে গ্রীষ্মের ছুটির সম্ভাবনা( অফিসিয়াল খবর আসলে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো )
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সুযোগ- সুবিধার আপডেট রাখতে, আমাদের অফিসিয়াল টেলিগ্রাম এ যুক্ত হয়ে থাকুন। এখানে অসংখ্য মানুষ যুক্ত আছেন। আমরা সব সময় সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরি সবসময়।
Sarkari Suvidha Official Telegram Click Here
কোন মন্তব্য নেই