হোলি পূর্ণিমা 2022 : দোল যাত্রা, বসন্ত উৎসব তারিখ ও সময়

হোলি পূর্ণিমা কবে 2022 | দোল যাত্রার দিনক্ষণ কবে? বসন্ত উৎসব কবে 2022। Holi Purnima Date and time, Dol Yatra 2022 in West Bengal কবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের আমাদের আলোচনার বিষয় ;যেখানে আমরা জানবো - "হোলি পূর্ণিমা বা দোল পূর্ণিমা বা দোল যাত্রার তারিখ ও সময়"।

Holi 2022 Date & Time হোলি পূর্ণিমা , দোল যাত্রা, বসন্ত উৎসব তারিখ ও সময়
Holi 2022 Date & Time হোলি পূর্ণিমা , দোল যাত্রা, বসন্ত উৎসব তারিখ ও সময় 


Holi 2022 Date & Time : বসন্ত উৎসব, হোলি, দোল পূর্ণিমা তারিখ ও সময় 

বসন্ত উৎসব কবে? হোলি, দোল যাত্রা 2022 Time & Date


"বসন্ত এসে গেছে" মানে রং খেলার উৎসব।  বসন্তের সেরা উৎসব হল দোল যাত্রা (Dol Yatra)। দোল যাত্রা 2022 বা হোলি পূর্ণিমা 2022 এসে গেছে।


2022 সালের বসন্ত উৎসব কবে? হোলি পূর্ণিমা কবে 2022?

পূর্ণিমা তিথিতে হোলি বা দোল যাত্রা বা বসন্ত উৎসব (Festival Of Colours) পালিত হয়। 2022 সালের বসন্ত উৎসব পড়েছে 17ই মার্চ ও রঙ উৎসব পালিত হবে 18ই মার্চ। ফাল্গুন মাসের পূর্ণিমার দিন হোলি যাত্রা ও চৈত্র মাসে বসন্ত উৎসব পালিত হবে 2022 সালে।


বসন্ত উৎসব 2022 দিন ও তারিখ

17ই মার্চ বৃহস্পতিবার হোলি পূর্ণিমা লাগবে 18ই মার্চ শুক্রবার পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষ ও বাংলাদেশ জুড়ে বসন্ত উৎসব (Holi 2022) Festival Of Colours পালিত হবে।


Holi Festival 2022, বসন্ত উৎসবে সকলের সকলকে রঙ দিয়ে আনন্দের উৎসব যাকে হ্যাপি হোলি 2022।


দোল পূর্ণিমা বা হোলি পূর্ণিমা সময় ও তারিখ ও তিথি 2022

দোল পূর্ণিমা লাগবে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৩ চৈত্র দোল পূর্ণিমা বা হোলি উৎসব। পূর্ণিমা লাগবে 2চৈত্র দুপুর 1.29 মিনিটের পর থাকবে 3ই চৈত্র 12.47 পর্যন্ত। নিচে এবারের দোল পূর্ণিমা বিষয়ে ও হোলি যাত্রা বিষয়ে তিথি ও সময় বিস্তারিত দেওয়া হল।

কখন দোল যাত্রা (Dol Jatra) লাগবে ও হোলি পূর্ণিমার তিথি কখন পড়েছে তা জানা যাক।


দোল পূর্ণিমার তিথি ও সময় :


দোল পূর্ণিমা তারিখ :  বাংলায় ক্যালেন্ডার অনুযায়ী ৩ চৈত্র  (17March 2022)


তিথি: 17ই মার্চ, চতুর্দশী 1.29pm, পূর্ণিমা


পূর্ণিমার সময় : 18ই মার্চ পূর্ণিমা 12.47pm, প্রতিবদ


বার /দিন : বৃহস্পতিবার ও শুক্রবার


পূর্ণিমার স্থায়িত্ব : 23ঘন্টা 18মিনিট


রঙ খেলার সময় :18ই মার্চ 2022


Holi 2022 Date & Time: হ্যাপি হোলি 2022 রঙের খেলার দিন


দোল পূর্ণির্মায় হোলি খেলা হয়, নানান রঙ নিয়ে বেরিয়ে পরে সবাই সবার গায়ে রঙ মাখাতে। এই দিনে কলেজ গুলিতে বসন্ত উৎসব পালন করা হয় সঙ্গে থাকে রবীন্দ্রনাথের গান। সমস্ত ছেলে মেয়েরা ও শিক্ষকদের সঙ্গে নিয়ে রঙ খেলে খুবই আনন্দের উসব এই হোলি


Holi 2022 date & time 17 march 2022 এ Dol Hatra এবং 18 March 2022 হোলি উৎসব বা বসন্ত উৎসব পালিত হবে।





বসন্ত উৎসব কবে পালিত হবে কলেজ ইউনিভার্সিটিতে

বসন্ত উৎসব মানে সকলে মিলে রঙ খেলা। পশ্চিমবঙের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বসন্ত উৎসব খুব সুন্দর ভাবে পালিত হয়।

2022 সালে বসন্ত উৎসব (Basanto Utsov) কবে হবে? এই নিয়ে অনেককেরই প্রশ্ন থাকছে?


17ই মার্চ বসন্ত উৎসব পালিত হবে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে। মেয়েরা শাড়ি ও ছেলেরা পাঞ্জাবী পরে হবেন ওই উৎসব।

আপনানাদের জন্য সেরা বসন্ত উৎসবের ড্রেস।

বসন্ত উৎসবের সেরা সাজ 2022 :

 

বসন্ত উৎসব আর দোল পূর্ণিমা ও হোলি যাত্রা কী?


ফাল্গুন-চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে দোল যাত্রা বাংলা জোতিষশাস্র অনুযায়ী। আর যেহুতু এই সময়টা পড়েছে বসন্ত ঋতুতে তাই একে বসন্ত উৎসব বলা হয়, এই পূর্ণিমার দিনে হোলি অর্থাৎ রঙ খেলা হয় হোলি যাত্রাও বলে একে। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয়া রাধাকে রঙ দিয়েছিলো এই দিনে। হিন্দুদের খুবই একটি জনপ্রিয় উৎসব এই হোলি।


এই উৎসবকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরও জনপ্রিয় করে পালন করা হয় বসন্ত উৎসব বলে পরিচিত তা।




QNA.

Q. 2022 এ দোল পূর্ণিমা কবে?

Ans : 18ই মার্চ 2022.


Q.2022 এর হোলি কবে?

Ans: 18 March 2022 ও বাংলায় 3ই চৈত্র দোল পূর্ণিমা ২০২২ তারিখ।




Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...