পিএফ এর সুদের হার কমল 2022 সালে | পিএফ এর সুদ এখন ৮.১ শতাংশ। 2022 সালের পিএফ/ইপিএফ সুদের হার কত? epf interest 2022 | ইপিএফ এর ইন্টারেস্ট রেট কত হল?
PF নিউস 2022 : পিএফ এর সুদের হার কত 2022 সালে
সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টস এর বৈঠক এ EPFO এর সুদের হার 2022 সালে এক ধাক্কায় কমল সুদের হার অনেক, এই নিয়ে চিন্তায় আছেন পিএফ গ্রাহকেরা।
গতবছর ইপিএফ-এর সুদ ছিল ৮.৫ শতাংশ এবারে 2022 সালে কমে দাঁড়ালো ৮.১ শতাংশ।
বরাবরই ইপিএফ-এর সুদ কমেই যাচ্ছে, তাতে মধ্যবিত্তের চিন্তা বাড়ছে।
ইপিএফ এর সুদের হার কত 2022?
12 ই মার্চ 2022 নতুন করে বড়ো সিদ্ধান্ত নিলো central board of trustees যেখানে ইপিএফ-এর সুদ হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করা হল।
ইপিএফও এর সুদের হার 2022
ইপিএফ এর ইন্টারেস্ট রেট কমানোর কারণ কী?
ইপিএফ নিয়ে শনিবারে মিটিং করে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টস ও মিটিং এ সিদ্ধান্ত করা হয় 2022 সালে ইপিএফ এর ইন্টারেস্ট 8.1% ( আট. এক শতাংশ ) করা হয়েছে।
কারণ কী যার জন্য প্রতিবছর এভাবেই সুদের হার কমাচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টস (EPFO).
দেশের অর্থনীতি সংকটে পড়ছে, covid এর জন্য তা আরও বেড়েছে এই পরিস্তিতে EPF এর ইন্টারেস্ট রেট এতো বেশি দেওয়া সম্ভব না। সাধারণ ইন্টারেস্ট রেট এ নিয়ে আসর কোথাও বলা হয় কখনো কখনো।
এবারের ইপিএফ এর রেট গতবারের তুলনায় 0.4% কমানো হয়েছে।
কোন মন্তব্য নেই