📅 আপডেট: আগস্ট ২০২৫
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) SLST (State Level Selection Test) ২০২৫-এ আবেদনকারীদের জন্য Edit option এনেছেন। যারা ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের জন্য Edit Option চালু করা হয়েছে। এই অপশনের মাধ্যমে প্রার্থীরা ক্যাটাগরি (Category - UR, SC, ST, OBC-A, OBC-B ইত্যাদি) সংশোধন এবং ছবি/স্বাক্ষর আপলোড করতে পারবেন।
আজকের এই প্রতিবেদনটির মধ্যে আপনাদেরকে জানানো হবে কিভাবে এই এডিট অপশনটি ব্যবহার করবেন?
ক্যাটাগরির খেতে কোথায় কি দিতে হবে সমস্ত কিছুই এই পদ্ধতিটির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা হলো।
✅ কারা Edit Option ব্যবহার করবেন?
WBSSC এর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, প্রত্যেক আবেদনকারীকে বাধ্যতামূলকভাবে Edit Option-এ লগইন করে ক্যাটাগরি এবং ছবি আপলোড যাচাই বা আপডেট করতে হবে। যদি কোনো ভুল থাকে, তাহলে সেখানেই সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে।
Edit Option ব্যবহার করে কী কী পরিবর্তন করা যাবে? WB SSC SLST Edit Option 2025 কী কী এডিট করা যাবে ?
- Name
- Date of Birth
- Gender
✍️ কেন এই Edit Option দরকার?
- অনেক প্রার্থীর ফর্মে ক্যাটাগরি ভুল ছিল
- অনেকে ছবি বা সিগনেচার ঠিকমতো আপলোড করতে পারেননি
- সার্ভার সমস্যার কারণে কিছু তথ্য সাবমিট হয়নি
এই কারণে WBSSC সকল প্রার্থীকে Edit Option ব্যবহার করে নিশ্চিত করতে বলছে যেন তথ্য সঠিক ও আপডেট থাকে।
🖥️ কীভাবে SLST Edit Option ব্যবহার করবেন? (Step-by-Step Guide)
Step 1:
WBSSC অফিসিয়াল ওয়েবসাইটে যান 👉 westbengalssc.com
Step 2:
Homepage-এ গিয়ে “log in ” লিংকে ক্লিক করে id পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবে।
Step 3:
আপনার Application ID লগইন হলে দুটি এডিট অপসন আসবে -
- Edit profile : এখানে আপনাদের ফটো সিগনেচার সহ নাম,জন্ম তারিখ, জেন্ডার ইত্যাদি এডিট করতে পারবে।
- Edit Category: দ্বিতীয় অপশন ক্যাটাগরি এডিট এখানে তোমাদের ক্যাটাগরি সম্পর্কিত তথ্য এবং এডিট করতে পারবে।
Step 4: Edit profile :-
“Edit profile” অপশনে ক্লিক করার পর তোমাদের প্রোফাইল ওপেন হবে। নিচে লেখা থাকবে click on the checkbox to edit information এখানে ক্লিক করলে তোমাদের এডিট অপসনটি খুলে যাবে যেখানে Name, Date of Birth ও Gender এই তিনটি অপশন এডিট করতে পারবে।
Step 5:
সঠিক তথ্য দিয়ে সাবমিট করলে একটি OTP আসবে ও কনফার্মেশন ডাউনলোড হয়ে যাবে।
Step 5: ফটো আপলোড পদ্ধতি।
নাম জন্মতারিখ জেন্ডার চেঞ্জ করার পর একটু নিচে দিকে লেখা রয়েছে Please re upload photo with signature লেখাটির পাশে click to re-upload অপশনটিতে ক্লিক করবে। নিজের ছবিটি দেখে নাও 👇
Step 5: Photo upload with Signature
ফটো আপলোডে করার জন্য আপনাদের সঠিক গাইডলাইন দেওয়া রয়েছে দেখতে পারবেন এখানে বলা রয়েছে -
- Paste Your Colour Photograph on a Blank White Paper অর্থাৎ একটি কালার ছবি সাদা পেপার এর উপরে বসাতে হবে।
- Add Your Full Signature Below The Photograph অর্থাৎ আপনার পুরো স্বাক্ষরটি ফটোর নিচে করতে হবে, ব্ল্যাক অথবা ব্লু বলপেন দিয়ে।
- যেকোনো স্ক্যানার দিয়ে স্ক্যান করে বা ফটো তুলে JPG ফরম্যাটে আপলোড করতে হবে।
SLST Edit Option Category Edit কিভাবে করবে?
Step 1: Login : একইভাবে আগের মত আইডি পাসওয়ার্ড লগইন করে নেবে এবারে দ্বিতীয় অপশনটি - Edit Category অপশনটিতে ক্লিক করবে।
Step 1: Update Caste Category
এখন I agree to update my cast category অপশনটিতে ক্লিক করবে।
Step 1: category এডিট করার অপশন চলে আসবে। যেখানে প্রথম অপশনটি Current category এই অপশনে not provided লেখাটি দেখতে পারবেন। এই অপশনটি তাদের তারাই দেখতে পারবে যারা ওবিসি ক্যাটাগরি উঠে যাওয়ার পর আবেদন করেছেন তারা আর যারা একদম শুরুর দিকে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ক্যাটাগরি অপশনটি এখানে দেখতে পাবেন। এখানে আপনাদের কিছু করতে হবে না।
Step 1: new category : এখানে সমস্ত কিছু করতে হবে। নিউ ক্যাটাগরি অর্থাৎ নতুন যে লিস্ট এসেছে ক্যাটাগরি সেই লিস্ট থেকে আপনি কোন ক্যাটাগরিতে পড়েছেন সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনাকে সাপ ক্যাটাগরি অর্থাৎ cast সিলেট করে কারো কারো ক্ষেত্রে নাম্বার দিতে হবে কারো কারো ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট নম্বর দিতে হবে না। যারা ওই ক্যাটাগরিতে রয়েছে আগে যা ছেড়ে তাহলে তাদের ক্ষেত্রে নম্বরটা দিয়ে দিবে এবং যারা ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তাদের নাম্বার দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র নতুন ক্যাটাগরিটি সিলেট করে সাবমিট করতে হবে একটি ওটিপি আসবে।
- অনেকেই রয়েছে যারা ওবিসি বি থেকে এ এসেছ আবার অনেকেই রয়েছে যারা এ থেকে বি হয়েছে তাদের ক্ষেত্রে নিউ ক্যাটাগরি আপনাদের যেটা এখন হয়েছে সেটা সিলেক্ট করতে হবে এবং তার সঙ্গে কাস্ট সিলেক্ট করে সাবমিট করে দিলেই হবে।
- যারা আগে জেনারেল ছেলে এখন ওবিসিতে এসেছ বা অন্য কোন ক্যাটাগরিতে গিয়েছো তাদের ক্ষেত্রে তারা নিউ ক্যাটাগরি ক্ষেত্রে এখন আপনাদের যে ক্যাটাগরি রয়েছে সেটা সিলেট করতে হবে আপনাদের যেহেতু ক্যাটাগরি বা সার্টিফিকেট নম্বর নেই সেহেতু আপনাদের কোন রকম সার্টিফিকেট নম্বর দিতে হবে না।
অর্থাৎ ভালো করে বুঝে নাও যারা ফর্ম ফিলাপ শুরুর দিকে করেছন তাদের ক্ষেত্রে অনেকেই ক্যাটাগরি সিলেট করেছিলেন এখন হয়তো ক্যাটাগরি আপনাদের চেঞ্জ হয়েছে যদি চেঞ্জ হয় তাহলে নিউ ক্যাটাগরিতে সেই চেঞ্জ হওয়া ক্যাটাগরিটি সিলেট করবেন এবং তার সঙ্গে সাফ ক্যাটাগরি অর্থাৎ কাজটি সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে বলে রাখি যদি আপনি আগে যে ক্যাটাগরিতে ছিলেন এখন সেই ক্যাটাগরিতে থেকে থাকেন তাহলে শুধুমাত্র কার সার্টিফিকেট নম্বর দিবেন আর যদি আপনাদের ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায় সে ক্ষেত্রে কার সার্টিফিকেট নম্বর দিতে হবে না।
যেমন: উদাহরণস্বরূপ একটি আমি আপনাদেরকে তুলে ধরছি ধরুন আপনি ওবিসি বি ক্যাটাগরিতে ছিলেন কিন্তু এখন নতুন লিস্ট অনুযায়ী আপনার ক্যাটাগরি হয়েছে ওবিসি এ অথবা আপনি ওবিসি এই ক্যাটাগরিতে ছিলেন এখন নতুন লিস্ট অনুযায়ী আপনার ক্যাটাগরী হয়েছে। সে ক্ষেত্রে নিউ ক্যাটাগরির ক্ষেত্রে আপনি সিলেট করবেন বর্তমানে আপনি যে ক্যাটাগরিতে এসেছেন সেই ক্যাটাগরিটি এক্ষেত্রে আপনার কাজ সার্টিফিকেটের নম্বর দিতে হবে না।
দ্বিতীয়ত যারা জেনারেল ক্যাটাগরি থেকে ওবিসি এ বাপিতে এসেছেন তাদের ক্ষেত্রেও নিউ ক্যাটাগরিতে আপনাদের বর্তমান ক্যাটাগরি সিলেট করে কাস্ট সিলেট করে আপনার কোন রকম নাম্বার দিতে হবে না যেহেতু আপনার কাছে কোন রকম কাজ সার্টিফিকেট নম্বর নেই।
এবারে আসা যাক কাদের কার সার্টিফিকেট নম্বর উল্লেখ করতে হবে
কার সার্টিফিকেটের নম্বর তাদের দিতে হবে যারা পূর্বে OBC-A এ ছিল এখনো OBC-A এই রয়েছে অথবা পূর্বে OBCB ছিল এখনো OBC-B রয়েছে তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট নম্বর উল্লেখ কর সাবমিট করতে হবে।
📅WB SSC SLST Edit Option Date : এডিট ব্যবহার করার তারিখ
👉 পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC), নির্দেশিকা অনুযায়ী ৫ ই আগস্ট থেকে ১২ ই আগস্ট পর্যন্ত এডিট করতে পারবেন। এডিট করার লাস্ট ডেট হল ১২ ই আগস্ট ২০২৫।
- WBSSC SLST Edit Option 2025
- WBSSC ক্যাটাগরি পরিবর্তন
- WB SLST ফটো আপলোড
- SLST 2025 form correction
- পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এডিট অপশন
- WBSSC SLST form edit process
- SLST category change online
আপনি যদি WBSSC SLST 2025 পরীক্ষার জন্য আবেদন করে থাকেন, তাহলে দেরি না করে এখনই Edit Option ব্যবহার করুন। এতে আপনার আবেদন ফর্ম আরও নির্ভুল ও সঠিক হবে, যা ভবিষ্যতে সমস্যা এড়াতে সাহায্য করবে। ডিলিট করার আগে অবশ্যই অবশ্যই নোটিফিকেশনে নোটিশ দেখে নেবেন।
কোন মন্তব্য নেই