OBC Category পরিবর্তন পদ্ধতি 2025: OBC-B থেকে OBC-A ও OBC-A থেকে OBC-B ক্যাটাগরি পরিবর্তন কীভাবে করবেন অনলাইনে?

Wb OBC Category change OBC-A to OBC-B OBC-B to OBC-A। OBC-B থেকে OBC-A ও OBC-A থেকে OBC-B ক্যাটাগরি পরিবর্তন কীভাবে করবেন অনলাইনে?

OBC Category Change 2025 West Bengal : পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি প্রকাশ করেছে নতুন OBC ক্যাটাগরির তালিকা যেখানে অনেক কাস্টের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে – কেউ OBC-B থেকে OBC-A, আবার কেউ OBC-A থেকে OBC-B তে গিয়েছেন।

যদি আপনি বা আপনার পরিবার এই পরিবর্তিত তালিকায় পড়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে অনলাইনে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে।

কিভাবে করবেন অনলাইনে এই পরিবর্তন? কোন কোন ডকুমেন্টস লাগবে? — সবকিছু বিস্তারিত আজকের আর্টিকেলে তুলে ধরা হল। 

পশ্চিমবঙ্গ সরকার OBC ক্যাটাগরি নিয়ে নতুন লিস্ট প্রকাশ করেছেন যেখানে মোট ১৪০টি কাস্ট বা গোষ্ঠীর উল্লেখ্য রয়েছে। এই লিস্টে OBC-B থেকে OBC-A ও OBC-A থেকে OBC-B ক্যাটাগরিতে পরিবর্তন হয়েছে অনেকেরই। কিন্তু আপনাদের কার্ডটি এখনো আগেরটি রয়েছে, তাই এবারে OBC ক্যাটাগরি পরিবর্তন করতে হবে যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। OBC Category Change OBC-B to A and OBC-A to B West Bengal 2025

OBC-B থেকে OBC-A ও OBC-A থেকে OBC-B ক্যাটাগরি পরিবর্তন কীভাবে করবেন অনলাইনে এই নিয়ে বিস্তারিত তথ্য নিচে দেওয়া রইলো। 

OBC ক্যাটাগরি পরিবর্তন করার আগে আপনাদেরকে নতুন OBC ক্যাটাগরি লিস্ট দেখে নিন - ১৪০টি নতুন কাস্ট বা গোষ্ঠীতে আপনার কাস্ট কোনো ক্যাটাগরিতে পড়েছে। (OBC-A নাকি OBC-B) 

👉 New OBC List 2025: নতুন ১৪০টি OBC কাস্ট লিস্ট দেখুন - New OBC Category Wise PDF 


OBC ক্যাটাগরি পরিবর্তন কি আপনার জন্য জরুরি? জেনে নিন কারা করবেন B থেকে A বা A থেকে B পরিবর্তন? 

এবারে জানা যাক OBC ক্যাটাগরি কারা পরিবর্তন করবেন।

  • যাদের নতুন OBC ক্যাটাগরি লিস্টে নাম রয়েছে এবং যাদের ক্যাটাগরি পরিবর্তিত হয়েছে তাদের আবেদন করে ক্যাটাগরি পরিবর্তন করতে হবে। 
  • যদি কোন কাস্ট বা গোষ্ঠীর ক্যাটাগরি আগেও OBC-B ছিল কিন্তু এই লিস্টে তা OBC-A হয়েছে তাদের পরিবর্তন করতে হবে। যেমন : Kumbhakar আগে OBC-B category তে ছিল কিন্তু নতুন লিস্ট এ Kumbhakar OBC-A হয়েছে। এখন সমস্ত Kumbhakar দের OBC-A করতে হবে। 
  • একইভাবে যদি কোন কাস্ট বা গোষ্ঠীর ক্যাটাগরি OBC-A ছিল কিন্তু বর্তমানে নতুন লিস্টে পরিবর্তিত হয়ে OBC-B হয়েছে তাদেরকেও ক্যাটাগরি পরিবর্তন করতে হবে।

📄 প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents Required):

  1. পুরাতন OBC কার্ডের ডিজিটাল নম্বর। 
  2. ইনকাম সার্টিফিকেট। 
  3. আবেদনকারীর ফটো।
  4. মোবাইল নম্বর। 

বাড়িতে বসে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট কিভাবে অনলাইনে আবেদন করবেন 👉 WB Income Certificate Online Apply 2025

OBC Category Change 2025 West Bengal: OBC ক্যাটাগরি পরিবর্তন পদ্ধতি ২০২৫ (OBC-B থেকে OBC-A ও OBC-A থেকে OBC-B ক্যাটাগরি পরিবর্তন কীভাবে করবেন)?

অনলাইনে OBC ক্যাটাগরি পরিবর্তনের ধাপ (Step-by-Step Online Process):

Step 1. কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল ওয়েবসাইট - castcertificatewb.gov.in ওপেন করুন।

Step 2. এখন মেনু বারে শুধু OBC অপশনটি ক্লিক করে Apply For OBC অপশনে ক্লিক করুন। চিত্র :১ 

OBC Category change online west bengal
চিত্র :১ 

Step 3. এবারে নতুন একটি পেজ ওপেন হবে। Digital caste certificate যদি থাকে তাহলে তাহলে Yes করবেন।

👉 পুরোনো OBC সার্টিফিকেট ডিজিটাল সার্টিফিকেট কিভাবে করবেন? 

Step 3. তারপর ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নম্বার দিয়ে পাশে issu Date টি বসিয়ে verify করবেন। চিত্র: ২

Wb obc category change
চিত্র: ২

Step 4. ভেরিফাই করার পর আপনার OBC সমস্ত তথ্য দেখতে পারবেন। যদি আগে OBC-B থেকে তাহলে দেখবে অটোমেটিক OBC-A এ সিলেক্ট করা থাকবে। 

Step 5. এর পাশাপাশি বেশ কিছু তথ্য এডিট করতে পারবেন কিছু কিছু তথ্য এডিট করতে পারবেন না। যেখানে যেখানে তথ্য এডিট প্রয়োজন করে নিবেন।

Step 6. গ্রাম পঞ্চায়েত, মোবাইল নাম্বার, ইমেইল বসিয়ে দিবেন। Email না দিলেও হবে।

Step 7. আবেদনকারীর আঁধার নম্বর বা ভোটের নম্বর দিন, রেশন কার্ড ক্যাটাগরি সিলেক্ট করুন।

Step 8. ঠিকানা পুরো ঠিক করে লিখুন। 

Step 9. Gender ও Religion ঠিক করে নিন।

Step 10. এখন আবেদনকারীর income certificatePhotograph/ ছবি আপলোড করুন।

Step 11. আবেদনকারীর পিতা কোথায় কাজ করে সিলেক্ট করুন, কত টাকা ইনকাম দিবেন। 

Step 12. শেষে submit অপশন ক্লিক করলেই আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। চিত্র:৩

OBC certificate category change process
চিত্র:৩


Application ID ও ৩টি ফর্ম বের করবেন submit করার পর এগুলি বেরোবে। এবারে এই ফর্মসহ জমা করতে হবে BDO অফিসে। তার আগে একবার খোঁজ করে নিবেন কথা ও কী কী ডকোমেন্টস সহ জমা করবেন। 

OBC ক্যাটাগরি চেঞ্জ স্ট্যাটাস চেক করার পদ্ধতি 2025

আবেদন তো করলেন এবারে একনলেজমেন্ট এর নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন আপনার ক্যাটাগরি চেঞ্জ হল কী না। কিভাবে দেখবেন স্ট্যাটাস - 

একই ভাবে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে OBC অপশনে যাবেন ও Application Check এ ক্লিক করবেন।

এবারে স্ট্যাটাস চেক করার পেজ ওপেন হবে সেখানে এপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করে দেখতে পারবেন স্ট্যাটাস।


এভাবেই আপনার OBC সার্টিফিকেট ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ হয়েছে গেলে SC/ST/OBC অপশনে গিয়ে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করে নিয়ে পারবেন আপনার নতুন OBC certificate. 



Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

WB 2002 Voter List PDF Download – পশ্চিমবঙ্গের ২০০২ ভোটের লিস্ট, Electoral Roll 2002 SIR, ceowestbengal.nic.in

পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট প্রকাশ – কীভাবে ডাউনলোড করবেন? : Voter List 2002 West Bengal SIR, ভোটার যাচাই সমীক্ষা কবে শুরু হবে? @ceo...