Aadhar Card Update 2024 : আধার কার্ড ডকুমেন্ট আপডেট করার পদ্ধতি ২০২৪, সম্পুর্ন্ন বিনামূল্যে করুন আধার কার্ডের আপডেট ।

আধার কার্ড ডকুমেন্ট আপডেট | Aadhar Card document update

Aadhar Card document update 2024 : আধার কার্ড আপডেট করার জন্য UIDAI তরফে জানানো হচ্ছে । প্রত্যেককের আধার কার্ড ডকুমেন্ট আপডেট সম্পুর্ন্ন বিনামূল্যে করতে পারবেন আগামী ৩১ ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত । আধার কার্ডের আপডেট করার শেষ তারিখ হলো Jauarry 2024.


আধার কার্ড কে সুরক্ষিত রাখার জন্য পুরাতন সমস্ত আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করা বাধ্যতামূলক। তাই আজকের এই লেখাটির মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে Aadhar Card document update নিজেরাই করতে পারবেন মোবাইল দিয়ে।


Aadhar Card Docoment Update

আঁধার কার্ড ডকুমেন্ট আপডেট 

Last Date

2024

Update Process

Online 

Official Website 

https://myaadhaar.uidai.gov.in/


চলুন তাহলে দেখে নেয়া যাক আধার কার্ড ডকুমেন্ট আপডেট কিভাবে করতে হয়।


আধার কার্ড ডকুমেন্ট আপডেট করার পদ্ধতি, লাস্ট ডেট 14.12.2023 | Aadhar Card document update process 2023


আধার কার্ড ডকুমেন্ট আপডেট করা লাস্ট ডেট চলে এসেছে, ফ্রিতে Aadhar Card document update কিভাবে করবেন নিচে বলে দেওয়া রয়েছে ।


 চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে হয়।


  • আধার কার্ড ডকুমেন্ট আপডেট করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ ওপেন করুন আপনার মোবাইলে।
  •  অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করার পর Login অপসন এ ক্লিক করুন।

  • এবারে Aadhar Number Enter করুন ও নিচে দেওয়া Captcha টি লিখে Send OTP তে ক্লিক করুন।


aadhar card docoment update 2023

  • এবারে আপনার রেজিস্টার মোবাইল নম্বর OTP আসবে সেটি লিখে Login এ ক্লিক করুন।

  • Login করার পর ওয়েবসাইটে অনেকগুলি অপসন আসবে প্রথমেই দেখুন "Document Update" রয়েছে click করুন ।

  • একটি নতুন পেজ ওপেন হবে নিচে Next অপসন এ click করে এগিয়ে যান।

  • এখন আপনার আঁধার কার্ডের সমস্ত details দেখতে পারবেন সমস্ত সঠিক কিনা দেখে নিচে ঠিক বক্স এ ঠিক করে Next ক্লিক করুন।

  • এবারে আঁধার কার্ড ডকোমেন্টস আপডেট করার জন্য ডকুমেন্ট আপলোড করতে হবে যা 2mb এর মধ্যে হতে হবে JPEG, PNG, PDF ফাইল এ।

  •  Aadhar Card document update এর জন্য কি ডকুমেন্ট আপডেট করবেন সেটি সিলেক্ট করুন প্যান কার্ড ভোটের কার্ড রেশন কার্ড যে কোন একটি বা ড্রাইভিং লাইসেন্স এবং মোবাইল থেকে ছবি তোলা বা পিডিএফ ফাইলে ওই ডকুমেন্টে আপলোড করুন।

  •  এবারে আরেকটি ডকুমেন্ট আপডেট করতে হবে যা এড্রেস এর জন্য। একইভাবে কোন ডকুমেন্টে আপডেট করবেন সেটি সিলেক্ট করুন এবং সেই ডকুমেন্টটি আপলোড করুন।

  •  এবারে নিচে টার্মস এন্ড কন্ডিশন অপশনটিতে টিক দিয়ে next করুন এবং conform এর জন্য okay ক্লিক করুন।

  • এবারে পেমেন্ট করার অপশন আসবে কিন্তু যেহেতু ১৪ তারিখ অবধি ফ্রি তাই কোন টাকা লাগবে না, Next এ ক্লিক করুন।

  •  আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার কাজ কমপ্লিট হয়েছে। acknowledgement download করে নিন।


আধার কার্ড আপডেট করতে কি কি ডকুমেন্ট লাগবে?

 Aadhar Card document update করার জন্য যেকোনো দুটি ডকুমেন্ট প্রয়োজন রয়েছে। একটি আধার কার্ড ডকুমেন্ট আপডেট জন্য আরেকটি অ্যাড্রেসের জন্য।


 আধার কার্ড ডকুমেন্ট আপডেট করার জন্য নিম্নলিখিত যেকোনো দুটি ডকুমেন্ট থাকলেই হবে।


  •  Voter ID card

  •  Ration card

  •  PAN card

  •  Driving license

  •  Marksheet/ admit Marksheet

  •  Car certificate

  •  Bank passbook

  •  Any government ID card



তাই সকলেই এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট লাস্ট ডেট এর আগে করে নিন পরবর্তীতে এর জন্য প্রেমেন্ট এর প্রয়োজন হবে।


প্রশ্নঃ আধার কার্ড ডকুমেন্ট আপডেট করার লাস্ট ডেট কবে?

উত্তর : আদার কার্ড ডকুমেন্ট আপডেট করা লাস্ট ডেট হলো ১৪ সেপ্টেম্বর ২০২৩।


প্রশ্নঃ আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে কত টাকা প্রয়োজন?

উত্তর : আগামী ১৪ ই সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে কোন টাকার প্রয়োজন নেই এর পরবর্তীতে টাকা লাগতে পারে।


প্রশ্নঃ আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন রয়েছে?


 উত্তর: আধার কার্ড ডকুমেন্ট আপডেট করার জন্য যেকোনো আইডি প্রুফ থাকলেই হবে। যেমন ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক, কাস্ট সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স এডমিট কার্ড, মার্কসিট ইত্যাদি যেকোনো দুটি ডকুমেন্ট থাকলেই করা যাবে আপডেট।


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...