প্রাইমারি ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের । ৩৬ হাজার চাকরি বাতিল ঘোষণা অভিজিৎ গঙ্গেপাধ্যায় ।

প্রাথমিকে ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের: প্রাথমিকের দুনীতি নিয়ে মামলা চলছে বহুদিন ধরে কলকাতা হাইকোর্টে । ২০২৪ ও  ২০১৬ সালে টেটের নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন দুর্নীতির বিচার নিয়ে কলকাতা হাইকোটে বিচার চলছে । ইতিমধ্যে আজ বিচারপতি অভিজিৎ গঙ্গেপাধ্যায় ৩৬ হাজার প্রাথমিক চাকরি বাতিলের ঘোষণা করলেন । অপ্রশিক্ষিতার ভিক্তিতে এই ৩৬ হাজার চাকরি বাতিল করলো বিচারপতি ।


এই ৩৬ হাজার চাকুরীজীবীরা আগামী ৪ মাস চাকরি করবেন এবং আগামী ৩ মাসের নতুন চাকরি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি । ৪২ হাজার ৫০০ চাকরি দেওয়া হয়েছিল সেই চাকরির মধ্যে ৩৫ হাজার চাকরি বাতিল করল আজ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ।


৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিল করা হলো । এই ৩৬ হাজার চাকরি শিক্ষকের নামের লিস্ট প্রকাশিত করা হবে বলে জানা যাচ্ছে । যাদের এই লিস্টে নাম থাকবে তাদের চাকরি বাতিল কিন্তু তারা আগামী ৪ মাস টেম্পোরারি ভাবে চাকরি করবেন এবং ৩ মাসের মধ্যে সরকারকে নির্দেশ নিয়েছেন বিচারপতি ।


যতদিন পর্যন্ত চাকরি এই শূন্যপদ পূরণ হচ্ছে ততদিন এই ৩৬ হাজার শিক্ষক চাকরি করবেন ।



Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

PMAY ঘরের তালিকা 2024 : প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা ২০২৪ | Pradhan Mantri Awas Yojana List Check West Bengal

Pradhan Mantri Awas Yojana West Bengal আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এখনো না পেয়ে থাকেন, তাহলে একটু গুরুত্বপূর্ণ খবর হলো ২০২৩ সালের ...