কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে ইন্টার্ভিউয়ের মাধ্যমে চাকরি নিয়োগ, মাসিক বেতন ১৬০০০ টাকা?

Coochbehar Panchanan Barma University Recruitment : কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে গবেষণা জন্য ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ নিয়ে সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করলেন "কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়" । এই ইন্টারভিউ হবে আগামী ২৬মে ২০২৩ এ । তাই যে সমস্ত ছাত্রছাত্রী এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক তারা অতিশিগ্রী তাদের শিক্ষাগত যোগ্যতার নথিপত্র জমা করতে বলা হচ্ছে। প্রাথমিক বাছাই করে ইন্টারভিউ নেওয়া হবে ।

কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে ইন্টার্ভিউয়ের মাধ্যমে চাকরি নিয়োগ, ১৬০০০ টাকা মাসিক বেতন করে দেওয়া হবে । 

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়োগ ২০২৩ - CBPBU Research Assistant Job

গবেষণা ও রিসার্চ  অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২টি পোস্টে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য আবেদনের নোটিস অফিসিয়াল ওয়েবসাইট cbpbu.ac.in প্রকাশ করেছেন । করা আবেদন করতে পারবেন ও  কি কি যোগ্যতা লাগবে নিচে বলা হল।


গবেষণা পদের নাম :  "চার্চ সংস্কৃতঃ অ্যা থিওলজিকাল এক্সপ্লোরেশন অব অ্যান ইভাঞ্জেলিকাল অ্যান্ড ডিডাক্টিক লিটারেচার"

পোস্ট : রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (full time / part time)

শিক্ষাগত যোগ্যতা : সোশাল সায়েন্সের যে কোনও বিষয়ে মাস্টার্স/ এমফিল/পিএইচডি এবং ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে । এর পাশাপাশি ইংরেজি ও সংস্কৃত ভাষা সম্পর্ক দক্ষতা প্রয়োজন ।

মোট শূন্যপদ : ২টি ।

বেতন : ১৬০০০ হাজার টাকা ।

ফান্ডিং এজেন্সি : ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সাইন্স রিসার্চ (ICSSR) নিউ দিল্লী ।

স্থায়িত্ব : রিচার্চ অ্যাসিস্ট্যান্ট ১ এর চাকরির স্থায়িত্ব ১০ মাস ।
রিচার্চ অ্যাসিস্ট্যান্ট ২ এর চাকরির স্থায়িত্ব ৭ মাস ।

আবেদন পদ্ধতি : ২৬ মে ২০২৩ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে উপস্থিত থাকতে হবে ওই দিনেই বিশ্ববিদ্যালয়ে সরাসরি আবেদন ও তাদের মধ্যে ইন্টারভিউ মেম্বার প্রার্থী বাছাই করে ইন্টারভিউ নিবেন ।

নিয়োগ প্রক্রিয়া : আগামী ২৬মে দুপুর ১টায় নিয়োগ ইন্টারভিউ নেওয়া হবে তার আগে ৩০ মিনিটের একটি টেস্ট পরীক্ষা নেয়া হবে ।

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের এই চাকরির প্রজেক্ট ডিরেক্টর হলেন প্রফেসর সৌম্যজিত সেন সংস্কৃত বিভাগের প্রফেসর ।

Important link 


Official Website

cbpbu.ac.in

Notice Download

View

Interview Date

26-05-2023

Home

Sarkarisuvidha.in


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...