কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে ইন্টার্ভিউয়ের মাধ্যমে চাকরি নিয়োগ, মাসিক বেতন ১৬০০০ টাকা?

Coochbehar Panchanan Barma University Recruitment : কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে গবেষণা জন্য ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ নিয়ে সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করলেন "কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়" । এই ইন্টারভিউ হবে আগামী ২৬মে ২০২৩ এ । তাই যে সমস্ত ছাত্রছাত্রী এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক তারা অতিশিগ্রী তাদের শিক্ষাগত যোগ্যতার নথিপত্র জমা করতে বলা হচ্ছে। প্রাথমিক বাছাই করে ইন্টারভিউ নেওয়া হবে ।

কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে ইন্টার্ভিউয়ের মাধ্যমে চাকরি নিয়োগ, ১৬০০০ টাকা মাসিক বেতন করে দেওয়া হবে । 

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়োগ ২০২৩ - CBPBU Research Assistant Job

গবেষণা ও রিসার্চ  অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২টি পোস্টে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য আবেদনের নোটিস অফিসিয়াল ওয়েবসাইট cbpbu.ac.in প্রকাশ করেছেন । করা আবেদন করতে পারবেন ও  কি কি যোগ্যতা লাগবে নিচে বলা হল।


গবেষণা পদের নাম :  "চার্চ সংস্কৃতঃ অ্যা থিওলজিকাল এক্সপ্লোরেশন অব অ্যান ইভাঞ্জেলিকাল অ্যান্ড ডিডাক্টিক লিটারেচার"

পোস্ট : রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (full time / part time)

শিক্ষাগত যোগ্যতা : সোশাল সায়েন্সের যে কোনও বিষয়ে মাস্টার্স/ এমফিল/পিএইচডি এবং ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে । এর পাশাপাশি ইংরেজি ও সংস্কৃত ভাষা সম্পর্ক দক্ষতা প্রয়োজন ।

মোট শূন্যপদ : ২টি ।

বেতন : ১৬০০০ হাজার টাকা ।

ফান্ডিং এজেন্সি : ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সাইন্স রিসার্চ (ICSSR) নিউ দিল্লী ।

স্থায়িত্ব : রিচার্চ অ্যাসিস্ট্যান্ট ১ এর চাকরির স্থায়িত্ব ১০ মাস ।
রিচার্চ অ্যাসিস্ট্যান্ট ২ এর চাকরির স্থায়িত্ব ৭ মাস ।

আবেদন পদ্ধতি : ২৬ মে ২০২৩ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে উপস্থিত থাকতে হবে ওই দিনেই বিশ্ববিদ্যালয়ে সরাসরি আবেদন ও তাদের মধ্যে ইন্টারভিউ মেম্বার প্রার্থী বাছাই করে ইন্টারভিউ নিবেন ।

নিয়োগ প্রক্রিয়া : আগামী ২৬মে দুপুর ১টায় নিয়োগ ইন্টারভিউ নেওয়া হবে তার আগে ৩০ মিনিটের একটি টেস্ট পরীক্ষা নেয়া হবে ।

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের এই চাকরির প্রজেক্ট ডিরেক্টর হলেন প্রফেসর সৌম্যজিত সেন সংস্কৃত বিভাগের প্রফেসর ।

Important link 


Official Website

cbpbu.ac.in

Notice Download

View

Interview Date

26-05-2023

Home

Sarkarisuvidha.in


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

PMAY ঘরের তালিকা 2024 : প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা ২০২৪ | Pradhan Mantri Awas Yojana List Check West Bengal

Pradhan Mantri Awas Yojana West Bengal আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এখনো না পেয়ে থাকেন, তাহলে একটু গুরুত্বপূর্ণ খবর হলো ২০২৩ সালের ...