Lakshmir Bhandar Payment 2023 : লক্ষ্মীর ভান্ডার টাকা দেওয়া শুরু, নতুন বা পুরোনো সকলের ঢুকছে টাকা ।

লক্ষ্মীর ভান্ডার টাকা দেওয়া শুরু, নতুন বা পুরোনো সকলের ঢুকছে টাকা


Lakshmir Bhandar Payment release 2023 : পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প । কিছুদিন আগেই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে জমা নেওয়া হয়েছে এই প্রকল্পের ফর্ম । 


ইতিমধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে ২০ এপ্রিল দুয়ারে সরকার শেষ ক্যাম্প । এরই মধ্যে ২০ এপ্রিল থেকে টাকা ডুকবে সমস্ত লক্ষ্মীর ভান্ডার গ্রাহকদের । Lakshmir Bhandar Portal এবারে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ২৫ থেকে ৬০ বছরের সমস্ত মহিলাদের কাজ করা হয়েছে । স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও যারা জমা করেছেন তাদেরও এই প্রকল্পের টাকা পাবেন ।


সাধারণ জেনারেল উপভোক্তারা প্রতিমাসে ৫০০ টাকা এবং SC বা ST উপভোক্তারা প্রতিমাসে ১০০০ টাকা করে পাবেন ।


লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোনোরকম SMS না আসলেও কোনো সমস্যা নেই , টাকা ডুকবে । তাই অবশই যারা নতুন করে এই প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা ২০এপ্রিল এর পর থেকে ব্যাঙ্ক একাউন্ট চেক করে দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকলো কি না । 



Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

PMAY ঘরের তালিকা 2024 : প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা ২০২৪ | Pradhan Mantri Awas Yojana List Check West Bengal

Pradhan Mantri Awas Yojana West Bengal আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এখনো না পেয়ে থাকেন, তাহলে একটু গুরুত্বপূর্ণ খবর হলো ২০২৩ সালের ...