ভারতের জাতীয় সংগীত | জন গণ মন অধিনায়ক জয় হে National anthem of India In Bengali

ভারতের জাতীয় সংগীত | জন গণ মন অধিনায়ক জয় হে National anthem of India In Bengali


National anthem of India In Bengali : ভারতের জাতীয় সংগীত হল "জন গণ মন অধিনায়ক জয় হে" লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯১১ সালে ২৭ ডিসেম্বর এ এই গানটি প্রথম গাওয়া হয়। ১৯৪৭ ভারত স্বাধীনতা লাভ করে এর আরও ৩ বৎসর পর সালে ১৯৫০ "জন গণ মন অধিনায়ক জয় হে" সংগীতটি স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত রূপে স্বীকৃতি পায়, প্রথম স্তবকটি।


ভারতের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে এই গানটি গাওয়া হয়, প্রতিদিন।


আজকে আমরা তোমাদের জন্য ভারতের জাতীয় সংগীত হল "জন গণ মন অধিনায়ক জয় হে" টি তুলে ধরবো এবং ভারতের জাতীয় সংগীত pdf ডাউনলোড করে দেওয়ার লিংক দিয়ে দিব।


কিভাবে ভারতের জাতীয় সংগীত উচ্চারণ করবেন সে বিষয়ে সাহার্য্য রয়েছে এই লেখায়।


"জনগণমন অধিনায়ক জয় হে" = "জন-গণ-মন অধি-নায়ক জয় হে"


এভাবে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করেই এই জাতীয় সংগীত বলতে হয়।


National anthem of India অর্থাৎ ভারতের জাতীয় সংগীত বাংলা ভাষাতে লেখার হয়েছে এবং গোটা ভারতবাসী এই বাংলাতেই জাতীয় সংগীত গেয়ে থাকেন।


ভারতের জাতীয় সংগীত সম্পর্কিত তথ্য 


ভারতের জাতীয় সংগীত

"জন গণ মন অধিনায়ক জয় হে"

রচয়িতা 

রবীন্দ্রনাথ ঠাকুর 

রচনা সাল 

১৯১১

ভারতের জাতীয় সংগীত প্রতিষ্ঠিত সাল 

১৯৫০



ভারতের জাতীয় সংগীত (জন গণ মন অধিনায়ক জয় হে) - National anthem of India In Bengali


জন-গণ-মন-অধি-নায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!

পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ

বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল-জলধি-তরঙ্গ

তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে,

গা-হে তব জয়গাথা।


জন-গণ-মঙ্গল-দায়ক জয় হে ভারত-ভাগ্যবিধাতা!

জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।



ভারতের জাতীয় সংগীত PDF

এই সংগীতটি আরও বড়ো আছে কিন্তু প্রথম স্তবকটি জাতীয় সংগীত হিসাবে গাওয়া হয়। তাই তোমাদের ভারতের জাতীয় সংগীত PDF "জন গণ মন অধিনায়ক জয় হে"  সংগীত এর প্রথম স্তবকটির pdf নিচে দেওয়া হল


ডাইনলোড ভারতের জাতীয় সংগীত PDF


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

Parijayee Shramik Form PDF Download 2025 | পরিযায়ী শ্রমিক ফর্ম PDF – Parijayee Shramik Form Bangla West Bengal

Parijayee Shramik Form PDF Bengla: পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প – পরিযায়ী শ্রমিক আবেদন ফর্ম ডাউনলোড। আজকে আপনাদের জন্য এই এই প্...