বাংলা শস্য বীমা প্রকল্প 2024 |
Bangla Shasya Bima Prakalpa 2024: পশ্চিমবঙ্গের কৃষকদের শস্যকে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের ফলে নষ্ট হয় ফসল। এই ক্ষতিপূরণ স্বরূপ রাজ্য সরকার তরফে "বাংলা শস্য বীমা প্রকল্প (BSB)" আওতায় কৃষকদের দেওয়া হবে আর্থিক সাহার্য্য।
আজকে আমরা জানবো একজন কৃষক কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন। বাংলা শস্য বীমা প্রকল্প আবেদন পদ্ধতি, বাংলা শস্য বীমা প্রকল্প ফর্ম ডাউনলোড ও এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথিপত্র কী কী লাগবে।
বাংলা শস্য বীমা প্রকল্প 2024 ( Bangla Shasya Bima West Bengal )
বাংলা শস্য বীমা প্রকল্প কী? কৃষকদের ফসল প্রাকৃতিক ভাবে খরা, বন্যা, আবহাওয়ার বিভিন্ন সমস্যার কারণে ফসল নষ্ট হয়ে যায়। কৃষকদের এই ক্ষতির সাহার্য্য দেওয়ার জন্যই পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন প্রকল্প এনেছেন যার নাম "বাংলা শস্য বীমা প্রকল্প"।
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য জন্য আবেদন করতে হবে।
কিভাবে আবেদন করবেন এই প্রকল্পের জন্য? বিস্তারিত নিচের আলোচনা করা হল।
Overview of WB Bangla Shasya Bima Prakalpa 2024
প্রকল্পের উদ্দেশ্য :
কৃষকরা কষ্ট করে তাদের চাষবাস করে, কিন্তু যখন আবহাওয়া কারণে ওই ফসল নষ্ট হয় তখন সবথেকে খারাপ পরিস্তিরির মধ্যে থাকেন কৃষকরা।
খরা, বন্যা ইত্যাদি আবহাওয়া কারণে প্রতিবছরই কোনো না কোনো স্থানে ফসল নষ্ট হয়। পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal government ) এর প্রচেষ্টায় এবারে এই ক্ষতির সঠিক মূল্য পাবেন কৃষকরা "Shasya Bima Prakalpa" দ্বারা।।
এই প্রকল্পের উদ্দেশ্য হল কৃষকের ফসল নস্ট বা ক্ষতিগ্রস্ত হলে তার সঠিক মূল্য প্রদান করা। তাই এই প্রকল্পের মাধ্যমে ক্ষতির পরিমান যাচাই করে টাকা দেওয়া হয়।
বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধা :
এই শস্য বীমার সুবিধা গুলো হল-
বর্ষাকালীন বা শীতকালীন ফসল নষ্টের ক্ষতিপূরণ।
যদি খরা বা বন্যায় যদি ফসল নষ্ট হয়, তাহলে মোট ফসলের ক্ষতিপূরণ হিসাবে টাকা পাওয়া যাবে।
পোকা মাকড়ে যদি ফসল বা সবজি নষ্ট করলে বাংলা শস্য বীমা দ্বারা ক্ষতিপূরণ পাবেন কৃষক।
কোন কোন ফসলের উপর বাংলা শস্য বীমা দেওয়া হয় (List of Crops Covered under the Bangla Shasya Bima Prakalpa)
কোন ফসলের উপর এই প্রকল্পের সুবিধা মিলবে :-
আমান পেইডি
পাট ও ভুট্টা
মলদ্বার ধান
বার্ষিক বাণিজ্যিক/বার্ষিক উদ্যানপালন ফসল
গম
অন্যান্য ফসল (শস্য, অন্যান্য বাজরা এবং ডাল)
ইত্যাদি ফসলের উপর পাওয়া যাবে আর্থিক সাহার্য্য।
বাংলা শস্য বীমার বিবরণ
খারিফ শস্য (Kharif Season) অর্থাৎ বর্ষাকালীন সফল এবং রবি শস্য (Rabi Season) অর্থাৎ শীতকালীন ফসল - এই দুই মরসুমের চাষের কাজ করেন কৃষক।
এই দুই মরসুমে যে সমস্ত ফসলের চাষ করা হয় এর উপর বাংলা শস্য বীমা সুবিধা দেওয়া হয় রাজ্য সরকার দ্বারা।
প্রয়োজনীয় নথিপত্র, বাংলা শস্য বীমা আবেদন
এই প্রকল্পের সুবিধার জন্য যে সমস্ত ডকোমেন্টস লাগবে, তা দেখে নিন -
ভোটের আইডি কার্ড (বাধ্যতামূলক )
আধার কার্ড
জব কার্ড
ব্যাঙ্ক পাস বই বা কেসিসি পাস বই (ছবি সমেত)
একাউন্ট নম্বর সহ ব্যাঙ্কের বই ক্সেরক্স।
জমির খতিয়ান বা পরচা অথবা পাট্টা বা দলিলের নকল (নিজের জমির ক্ষেত্রে )
যদি অন্যের জমি চাষ করে থাকে এমন চাষীদের জন্য স্থানীয় পঞ্চায়েত দ্বারা লিখত প্রমান অন্যের কতটুকু জমি চাষ করেন ও আসল জমির মালিকের স্বাক্ষর।
বাংলা শস্য বীমা আবেদন পদ্ধতি
এই Bangla Shasya Bima Prakalpa এর এপ্লিকেশন কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক।
বাংলা শস্য বীমা আবেদন ফর্ম : প্রথমে আপনাকে এই প্রকল্পের ফর্মটি ডাউনলোড করে বের করুন।
তারপর, ফর্ম এ কৃষকের নাম ও ঠিকানা লিখুন।
ভোটের কার্ড এর নম্বর লিখুন।
জেলা ও গ্রামের বা মৌজার ঠিকানা দিন।
ফসল ও জমির বিবরণ : এই বক্স এ প্রথমে কী কী ফসল নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের নাম লিখুন।
তারপর ব্লক ও পঞ্চায়েত লিখুন।
এই পর মৌজার নাম ও জে এল নং।
এবারে জমির দাগ নং গুলি লিখতে হবে।
এবারে কতটুকু জমি (শতক ) উলেখ্য করুন।
নিজের জমি নাকি অন্যের ভাগি চাষ সেটি লিখুন।
ফসল সম্ভাব্য রোপনের তারিখ লিখুন।
কত টাকার ফসল নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়েছে তা উল্লেখ করুন।
সর্বশেষে আপনার একটি মতামত দিন।
এভাবেই করবেন বাংলা শস্য বীমা আবেদন এবং নিচে আপনার ব্যাঙ্ক একাউন্ট ও ইফসি কোড সঠিক ভাবে লিখুন ও জমা করুন স্থানীয় কৃষিবিভাগে গিয়ে (অঞ্চল বা ব্লক অফিসে)।
বাংলা শস্য বীমা আবেদন ফর্ম PDF
Check Application Status of Bangla Shasya Bima Prakalpa : বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক 2024
বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক : কিভাবে স্ট্যাটাস চেক করবেন আপনার বাংলা শস্য বীমা প্রকল্পের :-
বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক |
প্রথমে, বাংলা শস্য বীমা অফিসিয়াল ওয়েবসাইটি খুলুন আপনার মোবাইলে।
লিংক : https://banglashasyabima.net/
ওয়েবসাইটি ওপেন করার পর নিচে দেখতে পারবেন " Application Status" ওই অপসন এ ক্লিক করুন ও এগিয়ে যান।
এবারে একটি নতুন পেজ খুলবে যেখানে "Application Id" দিতে বলা হবে।
সেখানে আপনার আবেদনের সময় একটি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে, সেটি দিন ও search এ ক্লিক করুন।
এবারে দেখতে পারবেন আপনার বাংলা শস্য বীমা প্রকল্প status
বাংলা শস্য বীমা প্রকল্প হেল্পলাইন নম্বর 2024
Direct helpline numbers – 8336900632, 8373094077, 8336957181
For insurance claims, and related queries contact: 18005720258 (10 am to 6 pm), ro.kolkata@aicofindia.com
e-mail: banglashasyabima@ingreens.in
কোন মন্তব্য নেই