West Bengal New 7 Districts: রাজ্যে ৭টি নতুন জেলার নাম ঘোষণা মুখ্যমন্ত্রীর। দেখে নিন নতুন জেলাগুলির নাম।

West Bengal New 7 District name, রাজ্যে নতুন 7টি জেলার নাম


West Bengal New 7 District Name: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা সোমবার নবান্ন থেকে রাজ্যের নতুন ৭ জেলার নাম ঘোষণা করলেন। Mamata Banerjee Announces 7 New District Names in West Bengal


পশ্চিমবঙ্গের নতুন ৭ জেলার নামগুলি জেনে নিন।


পশ্চিমবঙ্গের মোট জেলা ছিল ২৩ টি। কিন্তু আজকের পর থেকে রাজ্যের মোট জেলার সংখ্যা দাঁড়ালো ৩০ টি। নতুন করে  ৭টি জেলা একসঙ্গে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Mamata Banerjee)


চালুন এক নজরে দেখে নেওয়া রাজ্যের নতুন ৭ জেলার নামগুলি।

রাজ্যের নতুন ৭টি জেলার নাম (West Bengal New 7 District Name )

মুখ্যমন্ত্রীর নিজেই এই নতুন জেলাগুলির নাম ঘোষণা করেন। এখন থেকে রাজ্যের মোট জেলার সংখ্যা হল ৩০ টি। যার মধ্যে ৭টি নতুন জেলা, নতুন জেলা গুলি হল -


  1. সুন্দরবন জেলা - (অবস্থান : দক্ষিণ ২৪ পরগনা)

  2. ইচ্ছেমতী জেলা - (অবস্থান : উত্তর ২৪ পরগনা, বনগাঁ )

  3. বসিরহাট জেলা - (অবস্থান : উত্তর ২৪ পরগনা)

  4. রানাঘাট জেলা

  5. বিষ্ণুপুর জেলা - (অবস্থান : বাঁকুড়া )

  6. বহরমপুর জেলা - ( অবস্থান : মুর্শিNam:eদ)

  7. কান্দি জেলা - (অবস্থান : মুর্শিদাবাদ)



এই হল মোট ৭টি নতুন জেলা। যার মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় পড়েছে দুইটি জেলা সুন্দরবন জেলা ও ইচ্ছেমতী জেলা।


উত্তর ২৪ পরগনায় একটি নতুন জেলা বসিরহাট জেলা (যার নাম এখন সঠিক সিদ্ধান্ত হয় নাই, তবে এখনেও নতুন জেলা হবে একটি )।


রানাঘাট একটি নতুন জেলা, বাঁকুড়ায় অবস্থিত নতুন জেলা হল বিষ্ণুপুর।


মুর্শিদাবাদ জেলা ভেঙে দুইটি জেলা তৈরী হল বহরমপুর ও কান্দি।


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...