Central Government (Modi) Free Ration Scheme Update: কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে রেশন প্রকল্প (প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা) এবারে বন্ধের দিকেই ভাবছেন মোদি সরকার। এই রেশন সেপ্টেম্বর মাস থেকেই আর পাবেন না উপভোক্তারা এমনটাই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।
প্রায় ৮০ কোটি এই প্রধানমন্ত্রী ফ্রি রেশন পেয়ে থাকেন। যার ফলে রেশন উপভোক্তার উপর এই সুবিধা বন্ধ হলে নানান সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মোদি সরকারের কেন্দ্রের বিনামূল্যে রেশন বন্ধের ঘোষনা 2022
কেন প্রধানমন্ত্রী ফ্রি রেশন বন্ধ করা হবে?
এই নিয়ে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রলয় তরফে যা যা তথ্য বলা হচ্ছে সেগুলি হল -
ভারতীয় রেশন উপভোক্তাদের আয় ও ব্যায়ের উপর নানান পর্যবেক্ষণ করে সুপারিশ করা হয়, এই ফ্রি রেশন বন্ধ করলে তেমন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তাই এই প্রকল্প আর বর্ধিত করা যেন না হয়।
এই ফ্রি রেশনের ফলে কেন্দ্রীয় সরকারের উপর এক বিশাল ব্যায়ের বোঝা সৃষ্টি করছে, যার ফলে বিরাট পরিমানে জিডিপির (GDP) উপর ধাক্কা পড়ছে।
২০২২ সালে মার্চ এই যোজনার মেয়াদ ৬ মাস বৃদ্ধি করে ৩০ সেপ্টেম্বর ২০২২ অব্দি করা হয়েছে। খাদ্যমন্ত্রলয় তরফে বলা হচ্ছে ৩০ সেপ্টেম্বর ২০২২ এর পর যেন এই রেশন বন্ধ করা হয়।
এই ফ্রি রেশনের বাজেটে ২.০৭ লক্ষ কোটি টাকা, কিন্তু এই প্রকল্প যদি আরও বাড়ানো হয় তবে বিপুল পরিমানে আর্থিক চাপে পড়বে কেন্দ্রীয় সরকার।
তাই অবিলম্বে বিনামূল্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বন্ধের দিকে ভাবছে মোদি সরকার।
করোনা অতিমারী এখন আর নেই তাই এই বিনামূল্যে রেশন প্রকল্প বন্ধ করা হলে, কোনো সমস্যার হওয়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন অন্ত্রমন্ত্রক।
কবে থেকে কেন্দ্রের ফ্রি রেশন বন্ধ করা হবে ?
৩০ সেপ্টেম্বর ২০২২ এর পর থেকে মোদি সরকারের ফ্রি রেশন বন্ধ হবে খবর জানা যাচ্ছে।
ফলতো, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আগামী সেপ্টেম্বর থেকে বন্ধ হওয়ার সম্ভাবনা।
কোন মন্তব্য নেই