আধার কার্ড চেক 2024 - আধার কার্ড ডাউনলোড : Aadhaar Card Check & Download West Bengal

আধার কার্ড চেক 2024 | Aadhaar Card Check in West Bengal | আপনার আধার কার্ড চেক করুন ও ডাউনলোড করুন মোবাইল দিয়ে | আধার কার্ড স্ট্যাটাস চেক | নতুন আধার কার্ড চেক 2024 | Aadhaar Card status Check | Download Aadhaar Card online |


আধার কার্ড চেক, আধার কার্ড ডাউনলোড, Aadhaar card check
Aaadhar Card check & Download 



আধার কার্ড চেক 2024 - Check Your Aadhaar online


Aadhaar Card Check in UIDAI: নতুন আধার কার্ডের জন্য আবেদন করার পর কিংবা ভুল সংশোধন এর জন্য আবেদন করার পর আমরা সবাই আধার কার্ড চেক করতে যাই অনলাইনে।


আজকে আমরা দেখবো কী ভাবে আধার কার্ডের স্ট্যাটাস চেক করা যায় অনলাইনে (How To check Your Aadhaar card In Bengali )


আধার কার্ড চেক স্ট্যাটাস করার জন্য UIDAI আধার কার্ড ওয়েবসাইট uidai.gov.in ওপেন করুন তারপর My Aadhar মেনু থেকে Get Aadhaar থেকে Check Aadhaar status করে নিতে পারবেন।


আপনাদের সুবিধার্থে নিচে ডাইরেক্ট আধার কার্ড চেক করার লিংক দেওয়া রয়েছে যার মাধ্যমে এক ক্লিক করে স্টেটাস চেক করে নিতে পারবেন।


আধার কার্ড চেক করার পদ্ধতি - How to check Aadhar Card Bengali


  • আধার কার্ডের সরকারী ওয়েবসাইট uidai.gov.in টি মোবাইলে খুলুন।

  • তারপর manu তে গিয়ে My Aadhar এ ক্লিক করুন।

  • Check Aadhaar Status এ ক্লিক করুন।

  • তারপর 4 নং অপসন Check Enrolment & Update Status এ ক্লিক করুন।

  • এখন আপনার Enter Enrolment ID, SRN or URN টি লিখুন। * আধার কার্ডের আবেদন করার (acknowledgement slip) স্লিপ এ এনরোমেন্ট আইডি টি পাবেন 14 সংখ্যার এই আইডি হয়ে থাকে, যেমন 👉 (1234/12345/12345)

  • তারপর নিচের ক্যাপচা (Captcha) দিন এবং Submit করুন।

  • এভাবেই আপনার আধার কার্ডের স্ট্যাটাস দেখতে পারবেন।


আধার কার্ড স্ট্যাটাস চেক - Check Aadhaar status
ছবি : আধার কার্ড স্ট্যাটাস চেক 


আধার কার্ড ডাউনলোড : কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন?


এবারে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আধার কার্ড ডাউনলোড করতে হয়। আপনার কার্ড যদি হয়ে যায় তাহলে পোস্ট অফিসে এই কার্ড চলে আসবে। তবে পোস্ট অফিসে আসতে কিছুদিন সময় লাগবে।


তাই, প্রত্যেকেই আধার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে বের করে নেয়।


আপনিও যদি ডাউনলোড করতে চান তাহলে, নিচের দেওয়া তথ্যগুলি অনুসরণ করুন।


  • প্রথমে uidai.gov.in ওয়েবসাইটি খলুন মোবাইলে।

  • তারপর মেনু থেকে My Aadhaar অপসন থেকে Get Aadhaar ক্লিক করুন ।

  • Get Aadhaar ক্লিক করার পর অনেকগুলি অপসন আসবে একদম নিচের দিকের দেখবেন Download Aadhaar ওখানে ক্লিক করুন।

  • তারপর আরও কিছু অপসন আসবে আবার ডাইনলোড আধার এ ক্লিক করবেন।

  • এখন আপনার Aadhaar Number/ Enrollment ID/ Virtual ID - টি দিবেন।

  • নিচের Captcha টি লিখে Send OTP তে ক্লিক করবেন।

  • এখন আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার একটি OTP আসবে সেটি সঠিক ভাবে লিখুন ও Submit করুন।

  • আপনার আধার কার্ডটি এখন ডাউনলোড করে নিন।

আধার কার্ড ডাউনলোড - Download Aadhaar Card
ছবি : আধার কার্ড ডাউনলোড 


** আঁধার কার্ড ডাউনলোড করার পর সেটি ওপেন করতে পাসওয়ার্ড লাগবে।

পাসওয়ার্ডটি হল - আপনার নামের প্রথম 4টি লেটার এবং জম্মের সাল।


আধার কার্ড ডাউনলোড করার কী পাসওয়ার্ড দিবেন পিডিএফ এ?

যেমন -

Kishore Roy

01-05-1996

Password 

KISHO1996



আধার কার্ড স্ট্যাটাস চেক ও ডাউনলোড 2024




আপনার প্রশ্ন :


প্রশ্নঃ আধার কার্ড চেক অনলাইন?

উত্তর - আধার ওয়েবসাইট https://uidai.gov.in/ ওপেন করে My Aadhaar এ গিয়ে Get Aadhaar এ ক্লিক করুন স্ট্যাটাস চেক করার জন্য।


প্রশ্নঃ আধার কার্ড চেক করার অ্যাপস?

উত্তর - আধার কার্ড চেক করার জন্য অ্যাপস গুগল play Store এ গিয়ে লিখুন mAadhaar তাহলে officlal app পেয়ে যাবেন।

mAadhaar App


প্রশ্নঃ : আধার কার্ডের পাসওয়ার্ড কী?

উত্তর - আধার কার্ড পিডিএফ দেখতে পাসওয়ার্ড লাগে, সেটি হল নামের প্রথম 4টি বর্ণ ও জন্মের সাল।

For Example:


Example 1

Name: SURESH KUMAR

Year of Birth: 1990

Password: SURE1990


Example 2

Name: SAI KUMAR

Year of Birth: 1990

Password: SAIK1990


আঁধার-প্যান কার্ড লিংক ২০২৪ : আজকেই করুন আঁধার ও প্যান কার্ড লিংক নইলে বাতিল হবে প্যানকার্ড 

Comments Below

If You Any Questions or Any Suggestions


২টি মন্তব্য

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...