ডিএম অফিসে গ্রূপ-সি পদে কর্মী নিয়োগ ও আবেদন পদ্ধতি 2022

ডিএম অফিসে গ্রূপ-সি পদে কর্মী নিয়োগ 2022, আবেদন পদ্ধতি। ডিএম অফিসে গ্রূপ-সি পদে কর্মী নিয়োগ হচ্ছে, আবেদন করুন আজকেই। DM office এ group C পদে চুক্তি ভিত্তিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের নোটিফিকেশন 3মার্চ 2022 প্রকাশিত করল জেলা পরিষদ, আবেদনের লাস্ট ডেট 22ই মার্চ 2022


  • ডিএম অফিসে গ্রূপ-সি পদের চাকরির জন্য আবেদন পদ্ধতি 2022?

  •  যোগ্যতা কি রয়েছে?

  • আবেদনের লাস্ট ডেট অর্থাৎ সময়সীমা কতদিন?

  • বেতন কত?

  • অফিসিয়াল নোটিফিকেশন?


ইত্যাদি সমস্ত তথ্য নিয়েই আজকের এই আলোচনা।


ডিএম অফিসে গ্রূপ-সি কর্মী নিয়োগ ও আবেদন পদ্ধতি 2022


ডিএম অফিসে গ্রূপ-সি কর্মী নিয়োগ ও আবেদন পদ্ধতি 2022


জেলা পারিষদ 3মার্চ 2022 এ অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করেছেন যেখানে বলা রয়েছে " ডিএম অফিসে গ্রূপ-সি কর্মীর জন্য চাকরির জন্য আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা"।


সেই নোটিফিকেশনে কি কি বলা হয়েছে আবেদনের যোগ্যতা কিছু রয়েছে আসুন বিস্তারিত জানা যাক।


ডিএম অফিসে গ্রূপ-সি কর্মী নিয়োগ গুরুত্বপূর্ণ তথ্য 


রাজ্য 

পূর্ব মেদিনীপুর 

কোন পদের চাকরি 

সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান

থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স বা Auto CAD, Microsoft Excel, Microsoft word certificate নিয়ে 5 বছরের অভিজ্ঞতা।

বয়স

18 থেকে 40 বছর (01/01/2022)

বেতন 

17,000/- টাকা 

আবেদনের তারিখ 

14ই মার্চ থেকে 22ই মার্চ 2022

নোটিফিকেশন পিডিএফ 

Notification PDF 

Website 

Click Here 

Latest News

Click Here 


ডিএম অফিসে গ্রূপ-সি পদের আবেদন পদ্ধতি

পূর্বমেদিনীপুর জেলা পরিষদের ডিএম অফিসে গ্রূপ-সি পদের জন্য আবেদন করা যাবে অফলাইনে। তার জন্য official Notification এর ফর্মটি পূর্ণ করে জেলা দপ্তরে জমা করতে হবে।

তার পর ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি দেওয়া হবে।

ডিএম অফিসে গ্রূপ-সি কর্মী আবেদন ফর্ম 



Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

WB Primary TET 2023 Admit Card Download : প্রকাশিত হল প্রাইমারি টেট এডমিট কার্ড ২০২৩ ডাউনলোড লিংক ।

Primary TET Admit Card 2023 : পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার এডমিট কার্ড প্রকাশিত হলো আজ ২ ডিসেম্বর ২০২৩। আগামী ১০ ডিসেম্বর রবিবার প্রাই...