দুয়ারে রেশন 42 হাজার কর্মী নিয়োগ - Duare Ration Recruitment 2021 West Bengal


Duare Ration recruitment 2021 apply, Duare Ration JobToday News, দুয়ারে রেশনে 42 হাজার কর্মী নিয়োগ করা হবে। How to apply for Duare ration job in West Bengal. দুয়ারে রেশন নিয়োগ 2021 ফর্ম পিডিএফ

Duare Ration recruitment 2021 Form PDF


দুয়ারে রেশন প্রকল্পে 42 হাজার কর্মী নিয়োগ - Duare Ration Recruitment Eligible 2021


দুয়ারে রেশন প্রকল্পে 42 হাজার কর্মী নিয়োগ ( Duare Ration Recruitment 4200 Vacancy )


দুয়ারে রেশন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী বহু আগেই ঘোষণা করেছেন, অনেক স্থানে দেওয়া হয়েছে দুয়ারে রেশন কিন্তু দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি ডিলারদের কিছু করে কর্মীর প্রয়োজন।


আজ, 16 নভেম্বর 2021 - মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন প্রকল্পের উদ্ভোদন করেছেন। এই উদ্ভোদনে মুখ্যমন্ত্রী বলেছেন - গোটা রাজ্যে (West Bengal) মোট রেশন ডিলার রয়েছে 21 হাজার, প্রতিটি রেশন ডিলারদের 2 জন করে 'দুয়ারে রেশন কর্মী ' দেওয়া হবে।


অর্থাৎ 42000 হাজার রেশন কর্মী নিয়োগ করা হবে।


10কোটি পরিবারকে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার জন্য এই রেশন কর্মী নিয়োগ করা হবে।

গাড়ি করে রেশনের সমষ্ট খাদ্য পৌঁছে যাবে বাড়ি বাড়ি। 

Details of Duare Ration Job West Bengal (2021-2022)



Job Name 

দুয়ারে রেশন কর্মী নিয়োগ 

(Duare Ration Recruitment )

State Name 

West Bengal

Vacancy 

42,000

Eligibility 

10 pass 

Date 

November to December 

Application Mode 

Online /offline 



✅️ Duare Ration Recruitment Application Form PDF 2021

দুয়ারে রেশনে 42 হাজার কর্মী নিয়োগ (Duare Ration Recruitment News 2021)


দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার জন্য 42 হাজার কর্মী নিয়োগের কথা ঘোষণা করা হল। সমস্ত রেশন ডিলার 2জন করে কর্মী নিয়োগ করতে পারবে। তাদেরকে 10,000 হাজার টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।


দুয়ারে রেশন কর্মীদের 10 হাজার টাকা করে প্রতিমাসে বেতন দেওয়া হবে, তার মধ্যে 5 হাজার টাকা দিবে রাজ্য সরকার ও বাকি 5 হাজার টাকা রেশন ডিলার দিবেন।


এই 42 হাজার রেশন কর্মীর নিয়োগ কিভাবে করা হবে, কারা রেশন কর্মীর জন্য আবেদন করতে পারবেন?


দুয়ারে রেশন কর্মী নিয়োগ পদ্ধতি (How to apply for Duare Ration Job in West Bengal )


মুখ্যমন্ত্রীর দুয়ারে রেশন প্রকল্পের কর্মী নিয়োগের কথা বলে দিলেন কিন্তু কিভাবে এই কর্মী নেওয়া হবে? কারা কারা আবেদন করতে পারবেন ও কিভাবে আবেদন করা যাবে, যোগ্যতা কি লাগবে?

এই নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে  না।


যদি কোনও গুরুত্বপূর্ণ খবর আসে দুয়ারে রেশন চাকরির তা Sarkarisuvidha ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত সঠিক আপডেট আপনারা পেয়ে যাবেন।


এছাড়াও 16নভেম্বর মুখ্যমন্ত্রী নতুন করে ডিলারশিপ নেওয়ার কোথাও বলেছেন। গাড়ি করে রেশনের সমষ্ট দ্রব্য দেওয়া হবে, যদি রেশন  ডিলার নিজের গাড়ির ব্যবস্থা করে তাহলে 1লক্ষ টাকা গাড়ি জন্য রাজ্য সরকার দিবে।


দুয়ারে রেশন প্রকল্পের কর্মী নিয়োগ নিয়ে আরও আপডেট আসবে, তা জানতে পারবেন এখানেই।


সমস্ত সরকারি প্রকল্পের খবরা খবর পাওয়ার জন্য নজর রাখুন Sarkarsuvidha.in 


Comments Below

If You Any Questions or Any Suggestions


1 টি মন্তব্য

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...