30 নভেম্বর থেকে কেন্দ্রীয় ফ্রি রেশন বন্ধ - বিনামূল্যে রেশন বন্ধের ঘোষণা কেন্দ্রের।


30 নভেম্বর থেকে কেন্দ্রীয় ফ্রি রেশন বন্ধ - এবারে বিনামূল্যে রেশন বন্ধের ঘোষণা কেন্দ্রের।


5 November 2021: গরিবদের জন্য যে ফ্রি রেশন দেওয়া হচ্ছিলো, তা এবার থেকে এর দেওয়া হবে না। 30 November থেকে এর পাবে না কেন্দ্রীয় ফ্রি রেশন।

কেন্দ্রীয় ফ্রি রেশন বন্ধ করা হয়েছে - November 30 থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বন্ধ।

30 নভেম্বর থেকে কেন্দ্রীয় ফ্রি রেশন বন্ধ - এবারে বিনামূল্যে রেশন বন্ধের ঘোষণা কেন্দ্রের।



30 নভেম্বর থেকে বন্ধ হতে যাচ্ছে কেদ্রীয় ফ্রি রেশন - প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বন্ধের ঘোষণা


করোনা কালে যে ফ্রি রেশন দেওয়া হছিলো তা আর দেওয়া হবে না। বলা হচ্ছে এখন অনেকটাই স্বচ্ছল হচ্ছে পরিস্তিতি তাই ফ্রি রেশন আর বর্ধিত করা হবে না।


আগেই বলা হচ্ছিলো November অব্দি free Ration দেওয়া হবে, এর পর এর ফ্রিতে কেন্দ্রের রেশন দেওয়া হবে না।


প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা কবে থেকে বন্ধ হবে - 30 নভেম্বর থেকে আর ফ্রি রেশন দেওয়া হবে না।


একদিকের পচিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় "দুয়ারে রেশন" দিচ্ছে অন্য দিকের কেন্দ্রীয় ফ্রি রেশন বন্ধ হওয়ার কথা শুনে অনেক গরিবেরা অসন্তোষ প্রকাশ করছেন।


তবে কি কারবে ফ্রি রেশন বন্ধ করার সিদ্ধান্ত নিলো কেন্দ্র তা পরিষ্কার করে এখনও কোন মুখ খুলেনি।



প্রধানমন্ত্রী ফ্রি রেশন কবে থেকে বন্ধ করা হবে?


30 নভেম্বর থেকে গোটা দেশে কেন্দ্রীয় ফ্রি রেশন পুরোপুরি বন্ধের ঘোষণা করা হচ্ছে। করোনা কালে যে ফ্রি রেশনের বন্ধবস্ত করেছিল প্রধানমন্ত্রী তা এবারে বন্ধ করা হবে।



80 কোটি লোকেদের ফ্রিতে রেশন দিছিলো কেন্দ্র যার মধ্যে 30-40% পরিবার যারা এই রেশন এর উপরেরই ভরসায় জীবনের কাটাছেন।

এখন প্রশ্ন সাধারণ মানুষের তারা কি করবেন।

যদিও ধারণা করা হচ্ছে এই মুহূর্তে অনেকটাই স্বচ্ছল হয়েছে সকলেই তাই হয়তো এই free Ration off করতে যাচ্ছে ভারতসরকার।


তাই 2021 সালের নভেম্বর'ই শেষ মাস ফ্রি রেশন পাওয়ার, এর পর থেকে অর্থাৎ ডিসেম্বর থেকে আর ফ্রি রেশন পাবে না।


কেন্দ্রের ফ্রি রেশন বন্ধ হতে যাচ্ছে, এই নিয়ে আপনার কি অভিমত তা ( Sarkarisuvidha)

জানান নিচে কমেন্ট করে।

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...