Wb Hs Result 2021 | উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2021 | Wb 12th Result 2021| West Bengal HS Result 2021 | www wb hs result com | WB HS Result Website 2021 | West Bengal Council of Higher Secondary Education Exam Result 2021
West Bengal Higher Secondary Exam Result 2021
West Bengal Higher Secondary Exam result 2021 released today. Entar your roll, date of birth, registration, WB 12th results 2021 official website.
তোমার উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2021 দেখে নাও - wbchse.nic.in, WB HS Result 2021 Check. The right way to show Wb hs result 2021.
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা বলা হয়েছে আগামী 20th July থেকে 30th Jul আর মধ্যেই উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত করা হবে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ 2021 নিয়ে সকল ছাত্রছাত্রী ও অভিভাবকদের মনে হাজারও প্রশ্ন রয়েছে, যেহুতু এবার করোনার কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয় নাই।
WB Hs Result 2021 কবে প্রকাশিত হবে?
WB HS Board Results Number System 2021?
পরীক্ষার নম্বর এ কোনো কারসাজি হয় কী না?
Wb hs result official Website.
এভাবে আসল মেধা নির্বাচন কী সম্ভব?
এবার উচ্চ মাধ্যমিক মেধাতালিকা কী দেওয়া হবে?
ইত্যাদি অনেক প্রশ্ন উঠছে।
Details of Higher Secondary (H.S) Result 2021
West Bengal 12th Result 2021:
উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে এবার ছাত্রছাত্রীরা নিচের দেওয়া সমস্ত কিছুই দেখতে পাবে online Website এ। তার পর সেই রেজাল্টে স্কুল থেকে সংগ্রহ করতে পারবে।- Candidate’s name
- Class
- School name
- Exam type
- Board’s name
- Roll number
- Registration number
- Total marks
- Enrollment number
ইত্যাদি সমস্ত তথ্য Online এ দেখা যাবে।
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২১: কিভাবে দেখবেন
"How to check WB HS Result 2021" step by step নিচে দেওয়া হল ----
Step#1: আপনার মোবাইল বা কম্পিউটার এ West Bengal Council of Higher Secondary Education Official Website টি খুলুন বা এই link কে ক্লিক করুন www.wbchse.nic.in
Step#2: এবার “Higher Secondary Examination Result 2021” অপসন টি খুলুন।
Step#3: এর পর Roll No, Date of Birth, Registration No দিয়ে ক্যাপচা কোর্ড টি লিখুন।
Step#4: সমস্ত কিছু শেষ হলে একবার ভালো করে দেখে নিন কোথাও ভুল হয়েছে কী না, যদি সব ঠিক থাকে তাহলে "Sumbit" বোতামটিতে ক্লিক করুন।
WB HS Result 2021 Official Website List
WB HS Board Results Number System 2021 : উচ্চ মাধ্যমিকের নম্বর প্রদ্ধতি
এবারের উচ্চ মাধ্যমিক রেজাল্টের নম্বর দেওয়া হবে -
HS Students তাদের পাওয়া 2019 সালে মাধ্যমিক পরীক্ষার চারটি বিষয়ের সর্বোচ্চ নম্বরের উপর ভিত্তি করে 40% ( মাধ্যমিকের সবচেয়ে বেশি পাওয়া 4টি বিষয়ের উপর ভিক্তি করে 40%) উচ্চ মাধ্যমিকের রেজাল্টে যোগ হবে।
বাকি রইলো 60% যা ২০২০ সালে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার থিয়োরিতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে এবং তার সঙ্গে দ্বাদশ শ্রেণির প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের নম্বরের উপর নির্ভর করে থাকবে 60%। এভাবেই 40% + 60% = 100 শতাংশ করা হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বর দেওয়ার ক্ষেত্রে ।
এমনটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন।
Latest News Of West Bengal Higher Secondary Result 2021
June 2021 মাসের মধ্যেই সমস্ত উচ্চবিদ্যালয়ের Head Master সমস্ত ছাত্রছাত্রীদের নম্বর সঠিক নিয়ম অনুযায়ী Online মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরে পৌঁছে দিবেন।
তার পর তা ক্ষতিয়ে দেখে আগামী July মাসের 25 তারিখের মধ্যেই উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2021 প্রকাশিত হবে।
যদি কোনো শিক্ষক ছাত্রছাত্রীদের নম্বরের উপর কোনো নিয়ম লঙ্ঘন করে তার জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হবে। মাধ্যমিক শিক্ষা দপ্তরের পক্ষথেকে তা সরাসরি জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই