Upper Primary Interview Merit List 2021 published | WBSSC Upper primary Interview List 2021 | আপার প্রাইমারি ইন্টারভিউ লিস্ট | 2016 Upper Primary exam Interview Merit List
Upper Primary Interview Merit List in 2021
West Bengal school Services Commission তাদের নতুন Upper Primary Interview List 2021 প্রকাশিত করলো। আজকের এই পর্ব আমার দেখবো কী ভাবে সেই লিস্ট দেখা যাবে।
21 june 2021 মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে 14,339 জন Upper Primary teachers নেওয়া হবে, যার জন্য 21,000 হাজার চাকরীপ্রার্থীদের interview এর জন্য ডাকা হবে। যারা 2016 সালে এই পরীক্ষা দিয়েছিলো তাদেরকে interview দেওয়ার জন্য ডাকা হচ্ছে 2021 সালে। যদিও এই নিয়ে ছাত্রছাত্রীদের একটা বড়ো সময় অতিক্রান্ত হয়েছে, আজ তার লিস্ট বেরোনো কিছুটা স্বস্তি দিলো চাকরিপ্রার্থীদের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন যে এবার পুজোর আগে নতুন করে এবার West Bengal SSC Exam 2021 নেওয়া হবে।
How to Chak Upper Primary Interview Merit List in 2021
আপনারা সকলেই এই লিস্ট দেখতে পারবেন, যারা পরীক্ষা দিয়েছেন তারাও বাকি রাও।
এই Uppar Primary interview list কিভাবে দেখা যাবে তা সঠিক ভাবে নিচে বলা হল ---
Step #1: WBSSC official Website 👉
www.westbengalssc.com টি খুলুন।
Step #2: এবার “View Interview List in c/w 1st SLST, 2016 (Upper-Primary Level Except Physical Education and Work Education) “option টি খুলুন।
Step #3: এখন 4টি ফাঁকা পূর্ণ করুন।
Subject Applied (এই জায়গায় আপনার কোন Subject বেঁছে নিন)
Vacancy Medium অর্থাৎ ভাষা (Bengali, Hindi, English ) কোন ভাষা আপনার সাবজেক্ট লিখুন।
Vacancy Category লিখুন (GEN, OBC- A, OBC- B, SC, ST, PH, ইত্যাদি )
Vacancy Gender : আবেদনকারী পুরুষ না মহিলা FEMALES, MALE লিখুন।
Step #4: সমস্ত options পূর্ণ করার পর "Submit" করুন।
Step #5: এবার দেখা যাবে interview List.
WBSSC Upper Primary Interview Process 2021
যাই সমস্ত চাকরিপ্রার্থীরা WBSSC Exam 2016 দিয়েছিলো তাদের Final Merit List Official Website প্রকাশিত হয়েছে।
21,000 হাজার চাকরীপ্রার্থীদের নাম রয়েছে সেই list এ। তাদের সবাইকেই Interview নেওয়া হবে। WBSSC Upper Primary Interview Process হবে Online মাধ্যমে, কবে কিভাবে Upper Primary Interview নেওয়া হবে সমস্ত কিছু government দ্বারা বলা হবে।
কোন মন্তব্য নেই