PM Kisan in West Bengal
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প হল PM Kisan Samman Nidhi Yojana (Yojna) একটি central government scheme, এই প্রকল্পটির মাধ্যমে ভারত সরকার Rs.6000 টাকা করে কৃষকদের (farmers) দিবে। এই 6000 হাজার টাকা ধাপে ধাপে কৃষকদের bank account এ দেওয়া হবে Rs. 2000 টাকা করে প্রত্যেক installment.পিএম কিষান সম্মান যোজনা,পিএম কিষান সম্মান নিধি প্রকল্প 2021 পচিমবঙ্গের কৃষকদের জন্য।কিষান সম্মান নিধি লিস্ট 2021. কিষান সম্মান নিধি আবেদন কি ভাবে করবেন, পিএম কিষান যোজনা ফরম, PM-Kisan প্রকল্পের লিস্ট কিভাবে দেখবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আসুন আজকে PM Kisan Samman Nidhi Yojna নিয়ে বিস্তারিত সব কিছু জানি।
PM Kisan Samman Nidhi Yojana কি?
গোটা ভারতের অনেক কৃষক শুধু মাত্র টাকার সমস্যার জন্য তাদের চাষবাস ঠিকঠাক করতে পারে না, তারা কোনো ফসল চাষ করার জন্য বীজ, সার, বিভিন্ন কীটনাশক ও শ্রমিক এর অভাবে তাদের চাষ সম্পূর্ণ করতে পারে না। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতসরকার সমস্ত কৃষকদের জন্য এই ' Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana' বা 'PM Kisan' প্রকল্প দেওয়া হবে। যাতে কৃষকরা এই টাকা দ্বারা কৃষিকাজে ব্যবহার করতে পারে। West Bengal এর কৃষকরাও এই প্রকল্প পাবে।
ভারতের বিভিন্ন রাজ্য এই প্রকল্প পাচ্ছে , 2021 এ পশ্চিমবঙ্গ- এর কৃষকরা এই প্রকল্প
পেতে চলছে।
PM Kisan Nidhi Samman Yojana in West Bengal
PM Kisan পাওয়ার যোগ্যতা (Eligibility Criteria):
এই প্রকল্পের টাকা পেতে কৃষকদের যে যোগ্যতা দরকার সেগুলি নিচে আলোচনা করে দেওয়া হল _
শুধুমাত্র ছোট ও মাঝারি সমস্ত কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য।
যে সব কৃষকদের কমবেশি 2 হেক্টর চাষের জমি আছে।
এই প্রকল্পের সুবিধা পেতে কৃষকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
জমির মালিক কৃষকের নাম থাকতে হবে ও রেকর্ড থাকতে হবে।
প্রধানমন্ত্রী কিষান সন্মান প্রকল্পের জন্য কি কি Document লাগবে?
1.Citizenship certificate অর্থাৎ ভারতের নাকরিক
2.Landholding papers অর্থাৎ জমির কাগজ
3.Aadhaar card অর্থাৎ আধার কার্ড
4.Bank account details অর্থাৎ ব্যাঙ্ক এর একাউন্ট
5.Mobile Number অর্থাৎ মোবাইল নম্বর উপভোক্তার
PM Kisan Samman Nidhi Yojna Apply Online and Registration
এই প্রকল্পের সুবিধা পেতে কৃষকদের Online Apply করতে হবে। কেমন করে প্রধানমন্ত্রী কিষান সন্মান প্রকল্পের Apply ও Registration করতে হয়? এই নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হল _
How to apply for PM Kisan Samman Nidhi Yojna online :-
Step 1: PM Kisan official website এ যেতে হবে।
Step: ওয়েবসাইটে যাওয়ার পর কিছুটা নিচে যাওয়ার পর New Farmer Registration Option এ click করতে হবে।
Step 3: এর পর একটি Form fill up করতে হবে যেখানে সমস্ত document এর প্রযোজন হবে।
এভাবেই এই প্রকল্প এর জন্য apply করতে হবে।
কেমন করে PM Kisan Samman Nidhi Yojana Status check?
যে সমস্ত কৃষকরা apply করেছে তারা তাদেরকে application status কি ভাবে করবে?
যারা apply করেছে তারা অবশ্যই একবার chek করে নিবেন কারণ অনেক সময় application বাতিল করা হয়। তাই application chek করুন online এ_
How to Chek PM Kisan Samman Nidhi Yojana?
Step 1: প্রথমে খুলুন official website
Step 2: তারপর নিচে দেখুন option আছে Farmer Corner
Step 3: তারপর Beneficiary Status এ w click করতে হবে।
Step 4: তারপর একটি নতুন page খুলবে যেখানে aadhar number, account number, or the registered mobile number দিতে হবে।
Step 5: এরপর submit এ click করে PM Kisan status দেখা যাবে।
PM Kisan Samman Nidhi Yojna List : প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের List
যদি তোমাদের apply করা হয়ে থাকে, তাহলে PM Kisan Nidhi Yojana list কি ভাবে দেখবে? প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের List দেখার জন্য নিচের দেওয়া প্রদ্ধতিগুলি অনুসরণ করুন _
Step 1: প্রথমে visit the official website
Step 2: তারপর Beneficiary List এ গিয়ে click করুন Farmer Corner.
Step 3: এরপর আপনাদের district, block, village, এবং বিভিন্ন তথ্য দিন।
Step 4: শেষে Get Report এ টিপুন।
তাহলে দেখতে পারবেন আপনাদের নাম ও বিভিন্ন তথ্য।
PM Kisan Samman Nidhi New Installment Date 2021 কবে দেওয়া হবে?
Last Uprating News :
Prime Minister Narendra ঘোষণা করেছেন 8th instalment Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) scheme দেওয়ার জন্য 14 May at 11 AM এ একটি video conference এ বলেছে Rs 19,000 কোটি টাকা দিছেন যা কৃষকদের একাউন্ট এ আসবে। প্রায় 9.5 কোটি কৃষকরা এই টাকার সুবিধা পাচ্ছেন.
PM kisan beneficiary status
Note : প্রিয় কৃষক বন্ধুরা এই প্রতিবেদনটি পড়ার পর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের Comments করুন।
------------------------------------
Lakshmir Bhandar scheme (লক্ষ্মীর ভান্ডার) monthly Rs.1000 & 500 for Women
আমি পি এম কিষান নিধি প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারিনি। অনলাইন রেজিস্ট্রেশন করতেও সমস্যা হচ্ছে। এ ব্যাপারে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন।
উত্তরমুছুনআমিও তো পাইনি।।
উত্তরমুছুনকৃষি জমি স্বামিওস্ত্রী 2জনের থাকলে 2 জনে কি আবেদন করতে পারবে
উত্তরমুছুনWhich date on apply available?
উত্তরমুছুন