PM Kisan : কিষান সম্মান নিধি ২০২২ - কিষান সম্মান নিধি লিস্ট দেখুন ।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি | কিষান সম্মান নিধি লিস্ট ওয়েস্ট বেঙ্গল |প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আবেদন | PM Kisan Nidhi Samman Yojana West Bengal | কিষান সম্মান নিধি লিস্ট ২০২২ ।

পিএম কিষান সন্মান নিধি ওয়েস্ট বেঙ্গল ২০২২ 

PM Kisan West Bengal 2022 : প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প হল PM Kisan Samman Nidhi Yojana (Yojna) একটি central government scheme, এই প্রকল্পটির মাধ্যমে ভারত সরকার Rs.6000 টাকা করে কৃষকদের (farmers) একাউন্ট এ সরাসরি দিয়ে থাকে কৃষকদের চাষের কাজের জন্য । এই 6000 হাজার টাকা ধাপে ধাপে কৃষকদের bank account এ দেওয়া হবে Rs. 2000 টাকা করে প্রত্যেক installment.

পশ্চিমবঙ্গ সরকার যেমন কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতিবছর ১০ হাজার টাকা দেয় , তেমনি কেন্দ্রীয় সরকার ওয়েস্টবেঙ্গল কৃষকদের কিষান সন্মান নিধি যোজনা মাধ্যমে কিছু আর্থিক সাহার্য্য দিয়ে থাকে ।

আজকে আমরা এই PM Kisan Yojona 2022 নিয়ে বিস্তারিত আলোচনা করবো ।

আলোচনার বিষয় : কিষান সম্মান নিধি যোজনা 

  1. কিষান সম্মান নিধি লিস্ট ওয়েস্ট বেঙ্গল ২০২২
  2. কিষান সম্মান নিধি যোজনা কি?
  3. আবেদন করার যোগ্যতা 
  4. সুবিধা 
  5. আবেদন পদ্ধতি 
  6. ফর্ম ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট 
  7. স্টেটাস চেক অনলাইন 
  8. কিষান সন্মান নিধি লিস্ট ২০২২ ডাউনলোড 
  9. পেমেন্ট তারিখ ।
কিষান সম্মান নিধি লিস্ট ওয়েস্ট বেঙ্গল ২০২২

কিষান সম্মান নিধি যোজনা ওয়েস্ট বেঙ্গল ২০২২ 

কিষান সম্মান নিধি যোজনা কি?

গোটা ভারতের অনেক কৃষক শুধু মাত্র টাকার সমস্যার জন্য তাদের চাষবাস ঠিকঠাক করতে পারে না, তারা কোনো ফসল চাষ করার জন্য বীজ, সার, বিভিন্ন কীটনাশক ও শ্রমিক এর অভাবে তাদের চাষ সম্পূর্ণ করতে পারে না। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতসরকার  সমস্ত কৃষকদের জন্য এই '

"প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা "বা 'PM Kisan' প্রকল্প শুরু করেছেন । এই প্রকল্পের ফলে কৃষকরা এই টাকা দ্বারা কৃষিকাজে ব্যবহার করতে পারে।

আপনি কি এই যোজনার সুবিধা পাচ্ছেন ? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না বা যদি আপনি এই সুবিধা না পেয়ে থাকেন তাহলেও আমাদের জানান কি সমস্যার কারণে আপনি এই সুবিধা পাচ্ছে না না ?


ভারতের বিভিন্ন রাজ্য এই প্রকল্পর মাধ্যমে অসংখ কৃষক উপকৃত হচ্ছেন । ২০২১ সাল থেকে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এই যোজনা ওয়েস্টবেঙ্গল রাজ্যে চালু করেছেন ভারত সরকার ।

Details of PM Kisan : পিএম কিষান সম্মান ২০২২ 

প্রকল্প

(Scheme Type)

Central Govt

প্রকল্পের নাম 

(Scheme Name)

পিএম কিষান সন্মান যোজনা/প্রকল্প

PM Kisan Samman Nidhi Yojna

প্রকল্পের লক্ষ

সর্বনির্ন্ম আয়ের সহায়তা 

Minimum income support

কারা পাবে এই সাহায্য 

(Beneficiary)


ভারতের কৃষকেরা 

Farmers of India 

Eligibility Criteria : যোগ্যতা 

এই প্রকল্পের টাকা পেতে কৃষকদের যে যোগ্যতা দরকার সেগুলি নিচে আলোচনা করে দেওয়া হল _

  • শুধুমাত্র ছোট ও মাঝারি সমস্ত কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য।
  • যে সব কৃষকদের কমবেশি 2 হেক্টর চাষের জমি আছে তারা এই যোজনার জন্য আবেদন করতে পারবে ।
  • এই প্রকল্পের সুবিধা পেতে কৃষকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
  • জমির মালিক কৃষকের নাম থাকতে হবে ও রেকর্ড থাকতে হবে।
  • জমির রেকর্ড ও খতিয়ান চেক করুন 

প্রয়োজনীয় ডকুমেন্ট

কৃষকদের এই যোজনার জন্য আবেদন করার জন্য যে সমস্ত নথি লাগবে সেগুলি নিচে বলো রয়েছে ।


  • ভারতের নাগরিক সার্টিফিকেট ( ভোটার কার্ড / আঁধার কার্ড / রেশন কার্ড ) : Citizenship certificate
  • জমির রেকর্ড এর প্রমান : Landholding papers
  • আঁধার কার্ড নাম্বার : Aadhaar card
  • আবেদনকারীর নিজের ব্যাঙ্ক একাউন্ট : Bank account details
  • আবেদনকারীর মোবাইল নম্বর : Mobile Number

কিষান সম্মান নিধি যোজনা আবেদন ২০২২ : Online Application @ pmkisan.gov.in

কিভাবে এই প্রধানমন্ত্রী কিষান যোজনার জন্য আবেদন করবেন ? এই নিয়ে চলুন বিস্তারিত জানা যাক ।
আপনার যদি সমস্ত যোগ্যতা থাকে এই প্রকল্পের জন্য আবেদন করার জন্য তাহলে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অনলাইন ।

আমরা আপনাদের এই যোজনার অনলাইন আবেদন কিভাবে করতে হয় তাই নিয়ে সঠিক তথ্য দিয়ে সাহার্য করবো ।

কিষান সন্মান নিধি আবেদন করার জন্য আপনাকে আগে অনলাইনে রেজিস্টেশন ও তার পর আবেদন করতে পারবেন । পিএম কিষান রেজিস্টাশন ও এপ্লিকেশন পদ্ধতি নিচে স্টেপগুলি বলা রয়েছে ।

স্টেপ ১# PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটি আগে ওপেন করুন ।
লিংক : pmkisan.gov.in

স্টেপ ২# pmkisan.gov.in ওয়েবসাইটে open করার পর "New Farmer Registration" এ click করতে হবে।
স্টেপ ৩# তারপর একটি Form fill up করতে হবে যেখানে সমস্ত document এর প্রযোজন হবে। কৃষকের নাম , ঠিকানা , আঁধার কার্ড নম্বর , ভোটার আইডি , জমির পরিমান ও খতিয়ান নম্বর , দাগ নম্বর , আবেদনকারীর ব্যাঙ্ক একাউন্ট নম্বর , মোবাইল নম্বর ইত্যাদি ।
স্টেপ ৪# কিষান সন্মান ফর্মটি সঠিক ভাবে ফিলাপ করার পর submit করবেন ।
স্টেপ ৫# আবেদনটি সম্পূর্ণ করা হলে একটি PM Kisan Id পাবেন যার মাধ্যমেই স্টেটাস চেক করতে পারবেন ।


কিষান সম্মান নিধি স্টেটাস চেক ২০২২ - প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্টেটাস চেক

যে সমস্ত কৃষকরা apply করেছে তারা তাদেরকে application status কি ভাবে করবে?

যারা apply করেছে তারা অবশ্যই একবার check করে নিবেন কারণ অনেক সময় application বাতিল করা হয়। তাই application chek করুন online এ_


স্টেপ ১# পিএম কিষান সন্মান নিধির লিস্ট দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in আপনার মোবাইল বা কম্পিউটারে ওপেন করুন ।
স্টেপ ২# তারপর ওয়েবসাইটি ওপেন হওয়ার পর "Farmer Corner" এই অপসন এ ক্লিক করুন ।
স্টেপ ৩# তারপর Beneficiary Status এ ক্লিক করতে হবে।
স্টেপ ৪# তারপর একটি নতুন page খুলবে যেখানে Aadhar number, account number, or the registered mobile number দিতে হবে।
স্টেপ ৫# এরপর submit এ ক্লিক করে PM Kisan status দেখা যাবে।

কিষান সম্মান নিধি লিস্ট ২০২২ - প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি লিস্ট চেক

আপনি কি কিষান সন্মান নিধি যোজনার লিস্ট দেখতে চান , যেখানে আপনার নাম চেক করতে চান ? তাহলে চুলুন প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট ২০২২ দেখার পদ্ধতি জানা যাক ।


Step 1: এই লিস্ট দেখার জন্য অবশই আপনাকে পিএম কিষান যোজনার অফিসিয়াল ওয়েবসাইট

pmkisan.gov.in টি ওপেন করুন ।

Step 2: তারপর দেখবেন Beneficiary List বলে একটি অপসন আছে সেখানে click করুন এবং Farmer Corner এ যান ।

Step 3: এরপর আপনাদের district, block, village, এবং বিভিন্ন তথ্য দিন।

Step 4: শেষে Get Report এ ক্লিক করুন ।

 

এবারে আপনার জেলা , ব্লক ও গ্রাম অনুযায়ী লিস্ট দেখতে পারবেন ।


Note : প্রিয় কৃষক বন্ধুরা এই প্রতিবেদনটি পড়ার পর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের Comments করুন।


কৃষক বন্ধু প্রকল্প ২০২২ ( টাকা চেক  করুন )

Comments Below

If You Any Questions or Any Suggestions


৪টি মন্তব্য

  1. আমি পি এম কিষান নিধি প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারিনি। অনলাইন রেজিস্ট্রেশন করতেও সমস্যা হচ্ছে। এ ব্যাপারে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন।

    উত্তরমুছুন
  2. কৃষি জমি স্বামিওস্ত্রী 2জনের থাকলে 2 জনে কি আবেদন করতে পারবে

    উত্তরমুছুন

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...