রাজ্য সরকার প্রচেষ্টা নামে একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে আপনারা অনেকেই ইতিমধ্যে প্রকল্প সম্পর্কে শুনেছেন । রাজ্যের অসংগঠিত শ্রমিকদের দিনমজুর শ্রমিকদের এককালীন প্রচেষ্টা প্রকল্পের আওতায় এক হাজার টাকা দেওয়া হবে। অনলাইনে আবেদন করার জন্য মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ডাউনলোড।
Click Download প্রচেষ্টা App.
ডাউনলোড করার পর প্রচেষ্টা অ্যাপটি ইনস্টল করবেন । ইনস্টল করার পর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন বাংলা অথবা ইংরেজি সিলেট করার পর মোবাইল নাম্বার দিতে হবে । একটি মোবাইল নাম্বার দিলে ওই মোবাইল নাম্বারে OTP আসবে এবং সেই OTP বসিয়ে Submit করতে হবে । OTP ভেরিফিকেশন হওয়ার পর মেনু ওপেন হবে ।
এরপর কিভাবে আবেদন করবেন নিচে একদম পরিষ্কার ভাবে প্রত্যেকটি স্তরের আলোচনা করা দেওয়া হলো----
__________ সমাপ্ত ___________
ডাউনলোড করার পর প্রচেষ্টা অ্যাপটি ইনস্টল করবেন । ইনস্টল করার পর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন বাংলা অথবা ইংরেজি সিলেট করার পর মোবাইল নাম্বার দিতে হবে । একটি মোবাইল নাম্বার দিলে ওই মোবাইল নাম্বারে OTP আসবে এবং সেই OTP বসিয়ে Submit করতে হবে । OTP ভেরিফিকেশন হওয়ার পর মেনু ওপেন হবে ।
এরপর কিভাবে আবেদন করবেন নিচে একদম পরিষ্কার ভাবে প্রত্যেকটি স্তরের আলোচনা করা দেওয়া হলো----
✒ 1st Step, “এখনেই আবেদন করুন”
এখানে click করতে হবে। তার পর কিছু প্রশ্ন থাকবে-
যেমন ,
১. আপনি কি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য?
• হ্যাঁ • না
**এক্ষেত্রে হ্যাঁ হবে, যদি আপনি আবেদন করতে চান।
২.আপনি সরকারি না বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী?
• সরকারি • বেসরকারি • দুটোর মধ্যে কোনটাই নয়
**যদি সরকারি বা বেসরকারির কর্মী হয়ে থাকেন তাহলে আপনি এই প্রকল্পতে আবেদন করতে পারবেন না।
আর যদি সরকারি বা বেসরকারির কর্মী না হয়ে থাকেন তাহলে আপনি পাবেন আবেদন করতে।
এক্ষেত্রে • দুটোর মধ্যে কোনটাই নয় Select করবেন।
৩.আপনি কি কোন সরকারি যোজনার সঙ্গে যুক্ত আছেন?
• হ্যাঁ • না
** আবেদন করতে হলে “না” বেছে নিয়ে click করবেন। আর যদি আপনি সরকারি কোন যোজনা সঙ্গে
যুক্ত থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না।
**যদি সরকারি বা বেসরকারির কর্মী হয়ে থাকেন তাহলে আপনি এই প্রকল্পতে আবেদন করতে পারবেন না।
আর যদি সরকারি বা বেসরকারির কর্মী না হয়ে থাকেন তাহলে আপনি পাবেন আবেদন করতে।
এক্ষেত্রে • দুটোর মধ্যে কোনটাই নয় Select করবেন।
৩.আপনি কি কোন সরকারি যোজনার সঙ্গে যুক্ত আছেন?
• হ্যাঁ • না
** আবেদন করতে হলে “না” বেছে নিয়ে click করবেন। আর যদি আপনি সরকারি কোন যোজনা সঙ্গে
যুক্ত থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না।
✒ 2nd Step,আপনার পেশা কি?
নিচের বক্সে আপনার পেশা কি সেটা লিখতে হবে।
তারপর ক্লিক করবেন এবং নতুন একটি ট্যাব খুলে আসবে।
এক্ষেত্রে ব্যাংকের সমস্ত তথ্য এখানে দিয়ে আপনাকে সাবমিট করতে হবে।
এক্ষেত্রে ব্যাংকের সমস্ত তথ্য এখানে দিয়ে আপনাকে সাবমিট করতে হবে।
✒ 3rd step, যাচাই করার পদ্ধতি__ ?
এক্ষেত্রে তিনটি মাধ্যম রয়েছে যাচাই করার জন্য। যে কোন একটি প্রমাণ দিয়ে আবেদন করবেন।
আধার কার্ডের, ভোটার কার্ড, এবং ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে আপনি যেকোন একটি select করে সেভ করতে হবে।
এরপর আপনি যা সিলেট করবেন আধার বা ভোটার কার্ড বা ডিজিটাল রেশন কার্ড। এরপর আপনাকে একটি ফর্ম দিবে সেখানে আপনার নাম লিখতে হবে তারপর বাবার নাম লিঙ্গ পুরুষ/ মহিলা জন্মস্থান তারিখে সঠিক দিয়ে Submit করবেন।
এরপর চাইলে আপনি পারিবারিক আয় দিয়ে দিতে পারবেন। আবার নাও লিখতে পারেন।
আধার কার্ডের, ভোটার কার্ড, এবং ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে আপনি যেকোন একটি select করে সেভ করতে হবে।
এরপর আপনি যা সিলেট করবেন আধার বা ভোটার কার্ড বা ডিজিটাল রেশন কার্ড। এরপর আপনাকে একটি ফর্ম দিবে সেখানে আপনার নাম লিখতে হবে তারপর বাবার নাম লিঙ্গ পুরুষ/ মহিলা জন্মস্থান তারিখে সঠিক দিয়ে Submit করবেন।
এরপর চাইলে আপনি পারিবারিক আয় দিয়ে দিতে পারবেন। আবার নাও লিখতে পারেন।
✒ 4th step,আবেদনকারীর আধার কার্ডের তথ্য__
এক্ষেত্রে আপনাদেরকে প্রথমে আধার কাটের নাম্বার দিতে হবে এবং তারপর আপনার আধার কার্ডের ছবি মোবাইলের ক্যামেরার মাধ্যমে আপলোড করতে হবে এবং তার সঙ্গে আপনার একটি ছবি। দুটো ছবি ভেসে উঠবে এবং তারপরে নিচে রেশন কার্ড ডিজিটাল নম্বর দিতে হবে।
***** তারপর সমস্ত টা একবার চেক করে নিয়ে এগিয়ে যান এখানে ক্লিক করবেন।
***** তারপর সমস্ত টা একবার চেক করে নিয়ে এগিয়ে যান এখানে ক্লিক করবেন।
✒ Last Step, ঘোষণাপত্র__
এক্ষেত্রে আপনাকে একটা ঘোষণাপত্র দিতে হবে এখানে একটি পুরো ফাঁকা জায়গা থাকবে যেখানে আঙ্গুল দিয়ে আপনার সই করতে হবে বা সিগনেচার করতে হবে তারপর জমা করে দিবেন ।
কোন মন্তব্য নেই