[OTP Problem in Prachesta? ] OTP সমস্যা প্রচেষ্টা App এ, How to solve OTP Problem in Prachesta app.

How to solve OTP Problem in Prachesta application?

How to solve OTP problem in Prachesta Application  (2020)

                    প্রচেষ্টা এপে OTP  নিয়ে অনেকেরই সমস্যা রয়েছে ওটিপি আসছে না নেটওয়ার্কের প্রবলেম ইত্যাদি অনেকেরই সমস্যা দেখাচ্ছে ।  কিন্তু এই মোবাইল নাম্বার দিয়ে ওটিপি না আসলে প্রচেষ্টায় আবেদন করা সম্ভব নয়।  কিন্তু এই সমস্যাটি বর্তমানে অনেকেরই হচ্ছে।
প্রচেষ্টা app এ OTP সমস্যার সমাধান

Q. প্রচেষ্টা OTP সমস্যা ও ঠিক করার উপায়।

 প্রচেষ্টা app এ এই  OTP সমস্যার কিছু কারন রয়েছে যার জন্য এই প্রকল্পের কাজ করতে
অনেকের OTP আসছে না।
তাহলে আপনি কিভাবে প্রচেষ্টা app ব্যবহার করে এই OTP সমস্যা সমাধানের
চেষ্টা করতে পারেন তা নিয়ে আলোচনা করা যাক।



১. আপনি অবশ্যই যেখানে ভালো network পায় সেখানে গিয়ে প্রচেষ্টা app টি Open করূন ও আবেদন করুন আশাকরি আপনার সমস্যা সমাধান হবে। ঘরে বসে নাও হতে পারে। এই Lockdown এর জন্য এমনিতেই Browseing Speed অনেকটাই কমে গিয়েছে। তাই আপনি একটি নির্দিষ্ট স্থানে যেখানে network ঠিকঠাক থাকে সেখানে কাজ করুন।
OTP Problem Prachesta app


২. দ্বিতীয় উপায় প্রচেষ্টা app এ OTP আসার জন্য আপনাকে Mobile নম্বরটা
 দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না ওই সময়সীমা শেষ হচ্ছে ততক্ষণ
 পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি অপেক্ষা করার পরেও OTP না আসে,
 তাহলে চেষ্টা করূন অন্য একটি Number দেওয়ার। অন্য একটি নতুন Number দিয়ে চেষ্টা করূন
দেখবেন OTP চলে আসবে।



৩. দিনের বেলায় অনেক সময় network এর সমস্যা থাকে।
 তার ওপর এই  প্রচেষ্টা app এ এখন সবাই চেষ্টা করছে
আবেদন করার। তাই আপনি চেষ্টা করূন খুব সকালে অথবা গভীর রাতে আবেদন করার।
 তখন একদিকে যেমন network ভালো থাকবে তেমনি তখন প্রচেষ্টা app এ আবেদন করার মতো লোক থাকবে না, ফলে প্রচেষ্টা appreciate এর Browse Speed থাকবে বেশি আর আপনার কোন সমস্যা দেখা দেবে না OTP র।
এভাবেই Prachesta appreciate এ OTP সমস্যার সমাধান করতে পারেন। 

* অতি সহজেই প্রচেষ্টা অ্যাপ্লিকেশন Download করুন--- click here

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...