Karma Sathi (Parijayee Sharamik Form Bangla) 2025: পশ্চিমবঙ্গ সরকার সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্প এনেছেন যার নাম হলো কর্মসাথী প্রকল্প Karma Sathi (Parijayee Sharamik form PDF)। এই প্রকল্পের আবেদন যারা পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে বিভিন্ন রকম কাজ করেন তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্ম সাথী প্রকল্প।
পরিযায়ী শ্রমিক প্রকল্প বা কর্ম সাথী প্রকল্প দুটো একই এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রকম সুবিধা দিয়ে থাকে রাজ্য সরকার।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমস্ত পরিযায়ী শ্রমিক দের জন্য চালু করেছেন - শ্রমশ্রী প্রকল্প ৫০০০/- হাজার টাকা করে প্রতিমাসে। জানুন 👉 শ্রমশ্রী প্রকল্প 2025, আবেদন পদ্ধতি, যোগ্যতা ও ডকোমেন্টস কী কী লাগবে?
দুয়ারে সরকারে কর্ম সাথী প্রকল্পের আবেদন চলছে আজকের এই লেখাটির মধ্যে আমরা আপনাদেরকে জানাব কিভাবে এই কর্ম সাথী বা পরিযায়ী শ্রমিক প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং কর্ম সাথী প্রকল্পের ফর্ম আমরা এ লেখাটির নিচে দিয়ে রাখবো।
About karma sathi prakalpa 2025 | কর্মসাথী প্রকল্প, পরিযায়ী শ্রমিক | Parijayee Sharamik form PDF
কর্মসাথী প্রকল্প কি? Karma Sathi Scheme 2025 - পরিযায়ী শ্রমিক ফর্ম Pdf |Parijayee Sharamik Form PDF Bangla Download
‘কর্মসাথী’ পরিযায়ী শ্রমিক পোর্টালে পরিযায়ী শ্রমিকদের নথিভুক্ত করা এবং তাদের MWN(P) [অস্থায়ী সনাক্তকরণ নম্বর] তৈরি করা হবে। এই প্রকল্পের মাধ্যমে বাইরে কাজ করা সমস্ত শ্রমিকদের পরিযায়ী শ্রমিক ফর্ম এর আবেদন করতে হবে নিজে পড়ে যে শ্রমিক ফরম বাংলা ডাউনলোড দেওয়া হল।
পরিযায়ী শ্রমিক ফর্ম ২০২৫ PDF :
কর্মসাথী প্রকল্পের সুবিধা : Benefits of Karmasathi Scheme West Bengal
‘কর্মসাথী' পোর্টালে নথিভুক্ত হলে পরিযায়ী শ্রমিকের দুর্ঘটনাজনিত অক্ষমতা বা মৃত্যু হলে তার নমিনি আর্থিক সহায়তা পাবেন। এছাড়াও কর্মস্থলে কোনও বিপদ ঘটলে, মজুরি বা ছাঁটাই সংক্রান্ত অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে অভিযোগ জানাতে পারেন।
কর্মসাথী প্রকল্পের আবেদন করার পর প্রত্যেক পরিযায়ী শ্রমিকেদের কোনোরকম দুর্ঘটনা বা শারীরিক অক্ষমতা বা মৃত্যু ঘটলে উক্ত শ্রমিকের পরিবার আর্থিক সহায়তা শ্রম দপ্তর দ্বারা।
এর পাশাপাশি কর্মস্থলের কোনরকম সমস্যা বা মজুরি পাওনা এবং কর্মস্থল থেকে ছাটাই এটাতে যে কোন সমস্যার জন্য পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের কাছে অভিযোগ জানাতে পারবে।
কর্ম সাথী প্রকল্পের আবেদনের যোগ্যতা : কারা আবেদন করতে পারে?
১৮ থেকে ৬০ বছর বয়সি কর্মী যার বাড়ি পশ্চিমবঙ্গে কিন্তু রাজ্যের বাইরে/ দেশের বাইরে কাজ করেন তারা সকলেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
কী কী নথি প্রয়োজন আবেদন করার জন্য: important documents
১) আবেদনকারীর একটি পাসপোর্ট মাপের ছবি।
২) আবেদনকারীর আধার কার্ডের কপি।
৩) পশ্চিমবঙ্গে অবস্থিত যে কোনও ব্যাঙ্কে খোলা অ্যাকাউন্টের পাশবইয়ের কপি যেখানে অ্যাকাউন্ট নম্বর, আই.এফ.এস.কোড, এম.আই.সি.আর. কোড লেখা আছে।
৪) যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র এবং Annexure-A তে দেওয়া স্বঘোষণাপত্র।
৫) বৈধ পাসপোর্টের কপি যদি আবেদনকারী ভিনদেশে কাজে নিযুক্ত থাকেন বা কাজে নিযুক্ত হবেন।
[ আবেদনকারী কর্মসূত্রে ভিনরাজ্যে বা ভিনদেশে থাকলে তার আত্মীয় উপোরোক্ত নথি নিয়ে আবেদন করতে পারেন।]
কর্মসাথী প্রকল্প আবেদন পদ্ধতি ২০২৫: Karma Sathi Apply Processes 2025
Karma Sathi Apply Processes 2025: কর্ম সাথী প্রকল্প বা পরিযায়ী শ্রমিক প্রকল্পের আবেদন করতে হবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে।
দুয়ারে সরকারকে আনবে কর্ম সাথী বা পরিযায়ী শ্রমিক প্রকল্পের আবেদন করার জন্য কর্মসাথী ফর্ম এর প্রয়োজন রয়েছে।
আপনাদের সুবিধার্থে জন্য নিচে আমরা কর্ম সাথী প্রকল্প ফর্ম বা পরিযায়ী শ্রমিক ফর্ম ডাউনলোড করে নিন।
কর্ম সাথী বা পরিযায়ী শ্রমিক প্রকল্পের আবেদন করার জন্য প্রথমে ফর্মটি বের করে নিন।
তারপর আবেদনকারীর পার্সোনাল ডিটেলস আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, বাবা/মায়ের নাম, লিঙ্গ, এবং জন্ম তারিখ লিখুন ফ্রম এ যেখানে বক্স করে দেওয়া রয়েছে।
তারপর আবেদনকারীর আধার নম্বরটি লিখুন।
এবারে আবেদনকারীর পুরো ঠিকানা লিখতে হবে।
তারপর আবেদনকারী যেখানে কাজ করেন সেখানকার সমস্ত তথ্য লেখুন।
যেখানে কাজ করে সেখানকার পাসপোর্ট বা কোন রকম নদী থাকলে তার নম্বরটি লিখতে হবে।
আবেদনকারী কোন কাজের সঙ্গে যুক্ত তার চিহ্নিত করতে হবে যেমন - কৃষিকাজ, রাজমিস্ত্রি, স্বাস্থ্যকর্মী,জুয়েলারি, ম্যানুফাকচারিং, ইট পাথর বা পলিশের কাজ,যানবাহন ইত্যাদি যে পেশার সঙ্গে যুক্ত তার নাম লিখতে হবে।
কত সাল থেকে রাজ্যের বাইরে ওই স্থানে কাজ করে তার তারিখ দিতে হবে।
এবং সর্বশেষে এজেন্টের নাম মোবাইল নম্বর ঠিকানা দিতে হবে ফরম ফিলাপের সময়।
তারপর আবেদনকারীর ব্যাংকের সমস্ত তথ্য।
আবেদনকারীর নমিনি তথ্য নাম এবং সম্পর্ক।
আবেদনকারীর ফ্যামিলিতে কজন রয়েছে তার নাম বয়স সহ সমস্ত তথ্য লিখতে হবে।
এবং সর্বশেষে আবেদনকারী স্বাক্ষর।
সমস্ত কিছু লেখার পর আবেদনকারীর প্রয়োজনে ডকুমেন্টস সহ দুয়ারে সরকার ক্যাম্পে ফর্মটি জমা করবেন।
কর্মসাথী প্রকল্প ফর্ম পিডিএফ : পরিযায়ী শ্রমিক ফর্ম - Karmasathi Form PDF download
কর্মসাথী প্রকল্পের ফর্ম নিচে দেওয়া হলো পরিযায়ী শ্রমিক ফর্ম ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো। Karmasathi form in bengali ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে।
কোন মন্তব্য নেই