প্যান কার্ড আঁধার লিংক কিভাবে করবেন ? Aadhar-PAN Link @incometax.gov.in

Aadhar-PAN Link - আঁধার কার্ড ও প্যান কার্ড লিংক ২০২৩
আঁধার - প্যান লিঙ্ক ২০২৩

আঁধার প্যান লিংক । প্যান আঁধার লিংক ২০২৩। আঁধার পান কার্ড লিংক । প্যান কার্ড আঁধার লিংক করার পদ্ধতি । PAN-Aadhar Link | Aadhar-PAN link| আঁধার-প্যান লিংক করার লাস্ট ডেট । 

Aadhar-PAN Link - আঁধার কার্ড ও প্যান কার্ড লিংক ২০২৩ 

আঁধার কার্ড - প্যান কার্ড লিংক ২০২৩ : এই লিংক সকলেরই করতে হবে নইলে আপনার প্যান কার্ড বাতিল করে দেওয়া হবে এবং আপনি যে কোনো ব্যাঙ্কিং সমস্যায় পড়বেন এছারাও KYC সমস্যায় পড়তে পারেন ।


এই আঁধার পান লিংক করার জন্য সরকার বহুদিন আগেথেকেই বলে আসছে আর ৩০ জুন ২০২৩ এই লিংক করার লাস্ট ডেট । এই মুহূর্তে প্যান কার্ডের সঙ্গে আঁধার লিংক করতে লেট্ ফী অনুযাযী ১০০০ টাকা ফাইন দিতে হবে ।


আজকে আমরা আপনাদেরকে আঁধার প্যান লিংক বা পান আঁধার লিংক করার সঠিক পদ্ধতি এবং আঁধার প্যান লিংক করতে পেমেন্ট করারর যে পদ্ধতি রয়েছে তা তুলে ধরবো । এছাড়া আপনি যদি না জেনে থাকেন যে আপনার আঁধার পান লিংক করা আগেই ছিল কি না অর্থাৎ আঁধার পান লিংক স্টেটাস কিভাবে দেখবেন তা নিয়েও জানাবো ।


আমাদের এই লেখাটি পড়ার পর আপনি নিজেই আপনার বা আপনার পরিবারের বন্ধু বান্ধবের আঁধার কার্ড ও প্যান কার্ড মোবাইল দিয়ে লিংক করতে পারবেন । 


Sarkarisubidha.in - আমরা সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে ৪ বছর ধরে তুলে ধরছি বাংলায়। আজকে আমরা আঁধার প্যান লিংক করার সম্পর্কে জন্য । চলুন তাহলে দেখে নেওয়া যাক - কিভাবে আঁধার কার্ড - প্যান কার্ড লিংক করার পদ্ধতি ?   

আঁধার কার্ড ও প্যানকার্ড লিংক

Aadhar-PAN Card Link

লাস্ট ডেট 

৩০ জুন ২০২৩

পেমেন্ট

১০০০ টাকা 

প্যান কার্ড আঁধার কার্ড লিংক ওয়েবসাইট 

incometax.gov.in


আঁধার প্যান কার্ড লিংক করার পদ্ধতি  : Link Aadhar card with PAN Card 2023 

পান কার্ড ও আঁধার লিংক করার জন্য সহজ কিছু পদ্ধতি অবলম্বন করলেই মোবাইল দিয়েই আপনি আঁধার পান লিংক করে নিতে পারবেন । নিচে সেই স্টেপগুলি একবার দেখে নিন -



স্টেপ ১) আঁধার প্যান লিঙ্ক করার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্মেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইটি incometax.gov.in টি আপনার মোবাইল ওপেন করুন বা আমাদের দেওয়া নিচের লিঙ্ক এ ক্লিক করে সরাসরি ওয়েবসাইটিতে প্রবেশ করুন। 

আঁধার পান লিংক ওয়েবসাইট :  https://www.incometax.gov.in/iec/foportal/ 


স্টেপ ২) ওয়েবসাইটি ওপেন করার পর Link Aadhar অপশনটিতে ক্লিক করুন যেমনটি নিচের ছবিতে দেখানো হয়েছে ।

Aadhar-PAN Link - আঁধার কার্ড ও প্যান কার্ড লিংক ২০২৩


স্টেপ ৩) লিংক আঁধার এ ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে যেখানে আপনার PAN CARD NUMBER এবং AADHAR CARD NUMBER টি দিতে Validate এ ক্লিক করুন। 


AADAHR-PAN LINK

*** ৩১ মার্চ ২০২৩ এই লিংক করার লাস্ট ডেট হলেও আপনাকে ১০০০ টাকা পেমেন্ট করতে হবে কারণ এই লিংক করার ডেট ৩০ জুন ২০২২ এ তখন ৫০০ টাকা লাগতো ।  এই ৩০ জুন ২০২৩ এর আগে না করলে এই টাকা আরোও বেশিও লাগতে পারে বা আপনার পান কার্ড বাতিল হয়ে যেতে পারে ।


স্টেপ ৪) এবারে একটি উইন্ডোতে আপনাকে যে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে সেটি জানানো হবে সেখানে Continue to Pay Through E-pay Tax এ ক্লিক করতে হবে ।


pan aadhar link



স্টেপ ৫) এই স্টেপ এ আবার আপনার প্যান কার্ড নম্বরটি দিতে হবে দুইবার - PAN & Conform PAN দিয়ে নিচে Mobile Number নিয়ে নিচে Continue এ ক্লিক করতে হবে ।


স্টেপ ৬) এর পর কনফার্ম আপনার সঠিক প্যান ও আঁধারটি একবার দেখার জন্য আপনার মোবাইল OTP আসবে সেটি দিয়ে Conform করে নিতে হইবে ।


এখন শুধু পেমেন্ট বাকি পেমেন্ট করে নিলেই আপনার আঁধার প্যান লিংক এর কাজ শেষ । চলুন এবারে দেখি আঁধার প্যান লিংক করার জন্য পেমেন্ট পদ্ধতি ।


স্টেপ ৭) এবারে E-payment করার জন্য অপসন আসবে যেমনটি আমরা নিচের ছবিতে দেখিয়েছি ৩টি অপসন থাকবে যার মধ্যে প্রথমটি অর্থাৎ Incometax এই বক্সে Proceed এ ক্লিক করতে হবে ।


স্টেপ ৮) এবারে Assessment Year সিলেক্ট করতে হবে যা ২০২৩-২০২৪ করে নিবেন এবং Other Receipts (500) দিয়ে পরবর্তী পেজ এ যান । নিচের ছবিটি দেখে নিন তাহলে বুজতে সুবিধা হবে ।

aadhar link with pan card



স্টেপ ৯) এবারে আপনাকে একটি রিসিপ্ট দেখাবে যেখানে ১০০০ টাকা পেমেন্ট করার উলেখ্য থাকবে এবং নিচে Continue এ ক্লিক করুন ।


স্টেপ ১০) এবারে পেমেন্ট করার অনেকগুলি অপসন থাকবে এটিএম (ATM) কার্ড বা নেট ব্যাঙ্কিং বা অনলাইন ব্যাঙ্কিং যে কোন একটি পদ্ধতির মাধ্যমে পেমেন্ট করে দিয়ে পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে নিন ।


শেষ আপনার কাজ শেষ এবারে আর একটু কাজ বাকি রয়েছে সেটি পেমেন্ট করার ৪-৫দিন পর করতে হবে ।


স্টেপ ১১)  আবারও  একবার Website টি পুনরায় ওপেন করুন link aadhar অপসন এ যান এবং PAN এবং Aadhar Number দিয়ে নিচের Validate এ ক্লিক করবেন এবং আপনার নাম এ আঁধার নাম্বর দেখবে নিচের একট বক্স এ টিক দিয়ে Link Aadhar এ ক্লিক করলেই আপনার আঁধার প্যান লিংক হয়ে যাবে ।



আঁধার প্যান লিংক করার সঠিক পদ্ধতি সম্পর্কে আশাকরি বুজতে পেরেছেন । তাহলে আজকে আমরা দেখলাম প্যানকার্ড ও আঁধার কার্ড লিংক কিভাবে করতে হয় মোবাইল দিয়ে । যদি কোথায় কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে আপনাদের কমেন্ট করুন।


আঁধার প্যান লিঙ্ক করবেন কিভাবে ?

  • আঁধার কার্ড ও প্যান কার্ড লিংক করার জন্য https://www.incometax.gov.in/iec/foportal/ ওয়েবসাইটি ওপেন করুন

  • Link Aadhar এ ক্লিক করুন এবং PAN ও Aadhar নম্বর দিয়ে validate এ ক্লিক করুন ।

  • এর পর Continue to Pay Through E-pay Tax এ ক্লিক করুন ।

  • আবার PAN & Conform PAN এবং Mobile Number দিয়ে OTP Verifey করুন ।

  • তারপর পেমেন্ট Incometax এই বক্সে Proceed এ ক্লিক করতে হবে ।

  • Assessment Year 2023-2024 ও Other Receipts (500) সিলেক্ট করুন ।

  • এবারে পেমেন্ট করুন ১০০০ টাকা যে কোনো পদ্ধতিতে ।

  • পেমেন্ট করার পর ৪-৫ দিনের মধ্যে আবার আঁধার লিংক অপসন এ গিয়ে প্যান ও আঁধার নম্বর দিয়ে validate করে লিংক আঁধার এ ক্লিক করুন এবং আপনার আঁধার প্যান লিংক করে নিন ।



Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

PMAY ঘরের তালিকা 2024 : প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা ২০২৪ | Pradhan Mantri Awas Yojana List Check West Bengal

Pradhan Mantri Awas Yojana West Bengal আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এখনো না পেয়ে থাকেন, তাহলে একটু গুরুত্বপূর্ণ খবর হলো ২০২৩ সালের ...