রেশন কার্ডের রেশনের পরিমান 2024 | Ration Card Benefits | AAY কার্ড এ রেশনের পরিমান | PHH কার্ড এ রেশনের পরিমান | SPHH কার্ড এ রেশনের পরিমান| RKSY-1 কার্ড এ রেশনের পরিমান | RKSY-2 কার্ড এ রেশনের পরিমান |
খাদ্যসাথী রেশন কার্ড এর পরিমান : পশ্চিমবঙ্গ সরকার খাদ্য সাথী প্রকল্পের দ্বারা বিনামূল্যে রেশন দিয়ে থেকে, সাম্প্রতি দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে এখন রেশন বাড়ির কাছেই পাচ্ছেন রেশন কার্ডের উপভোক্তগণ।
কিন্তু অনেক জানেন না, কোন রেশন কার্ডে কতটা পরিমানে খাদ্য শস্য দেয় সরকার? কোন ক্যাটাগরির রেশন কার্ডের কী কী মাল দেওয়া হয়? আজকে আমরা এই নিয়েই আপনাদেরকে জানাবো।
মোট 5 ধরণের রেশন কার্ড হয়ে থেকে AAY Ration Card, PHH Ration Card, SPHH Ration Card, RKSY-1, RKSY-2.
কোন ক্যাটাগরির রেশন কার্ড এ কত পরিমানে দেওয়া হয় খাদ্য শস্য এই নিয়েই আজকে আমরা বিস্তারিত জানবো এই প্রতিবেদনে।
অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড এ মালের পরিমান 2024 (AAY Ration Card Benefits)
অন্ত্যোদয় অন্ন যোজনা শ্রেণীভুক্ত অর্থাৎ AAY Ration Card যাদের রয়েছে তারা পরিবার পিছু মাসিক চাল 19 কেজি, আটা 13 কেজি 300 গ্রাম অথবা গম 14 কেজি সম্পূর্ণ বিনামূল্যে পাবে এবং 1কেজি চিনি যা 13 টাকা দিয়ে নিতে পারবেন।
AAY Ration Card এ রেশনের পরিমান
পরিবার পিছু :-
চাল : 19 কেজি
আটা : 13 কেজি 300 গ্রাম
গম : 14 কেজি (আটার পরিবর্তে)
চিনি : 1কেজি (13 টাকা )
এস পি এইচ এইচ শ্রেণিভুক্ত রেশন কার্ড এ মালের পরিমান (SPHH Ration Card Benefits)
SPHH Ration Card যাদের তারা প্রতিমাসে মাথা-পিছু রেশনের পরিমান হল - চাল 3 কেজি, আটা 1কেজি 900 গ্রামের অথবা গম 2 কেজি সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য শস্য পাবেন।
SPHH Ration Card এ রেশনের পরিমান :
মাথা পিছু রেশন :
চাল : 3 কেজি
আটা : 1কেজি 900 গ্রাম
গম : 2 কেজি (আটার পরিবর্তে )
পি এইচ এইচ শ্রেণিভুক্ত রেশন কার্ড এ মালের পরিমান (PHH Ration Card Benefits)
PHH রেশন কার্ডের উপভোক্তারা মাথা পিছু সম্পূর্ণ বিনামূল্যে 3 কেজি করে চাল, 1কেজি 900 গ্রামের আটা এবং আটার পরিবর্তে 2 কেজি গম পাবেন।
PHH Ration Card এ রেশনের পরিমান
মাথা পিছু রেশন :-
চাল : 3 কেজি
আটা : 1কেজি 900 গ্রাম
গম : 2 কেজি (আটার পরিবর্তে )
আরকেএসওয়াই ১ রেশন কার্ড এ মালের পরিমান (RKSY- 1 Ration Card Benefits)
যে সমস্ত লোকের রাজ্য সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত রেশন কার্ড RKSY- 1 রয়েছে তারা বিনামূল্যে যেই পরিমানে রেশন পাবেন —
মাথাপিছু 2 কেজি চাল ও 2 কেজি 850 গ্রাম আটা অথবা 3 কেজি গম।
RKSY-1 কার্ড এ রেশনের পরিমান
মাথা পিছু রেশন :-
চাল : 2 কেজি
আটা : 2 কেজি 850 গ্রাম
গম (আটার পরিবর্তে ) : 3 কেজি
আরকেএসওয়াই ২ রেশন কার্ড এ মালের পরিমান (RKSY- 1 Ration Card Benefits)
রাজ্য সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত রেশন কার্ড RKSY- 2 যাদের আছে তারা মাথাপিছু 1কেজি চাল ও 1কেজি আটা সম্পূর্ণ বিনামূল্যে পাবে।
RKSY-2 কার্ডে রেশনের পরিমান
মাথা পিছু রেশন :-
চাল : 1 কেজি।
আটা : 1 কেজি।
পশ্চিমবঙ্গ খাদ্য ও সর্বরাহ দপ্তর (Department of Food & Supplies Government of West Bengal) মাধ্যমে আজকে আমরা জানতে পারলাম কার্ড অনুযায়ী রেশনে চাল, আটা, গম এবং চিনির পরিমানগুলি।
প্রিয়, রেশন কার্ডের উপভোক্তাগ আপনার পরিবারের রেশন কার্ড কত পরিমানে রেশন দেয় রেশন ডিলার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
Important Link
কোন মন্তব্য নেই