পার্থ চট্টোপাধ্যায়ের বারুইপুরের বাগান বাড়িতে চুরি নিয়ে রহস্য

 

পার্থ চট্টোপাধ্যায়ের বাগান বাড়িতে চুরি নিয়ে রহস্য

পার্থ চট্টোপাধ্যায়ের বাগান বাড়িতে চুরি নিয়ে রহস্য:

আমরা সকলেই জানি যে প্ৰাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে SSC দুর্নীতি নিয়ে 22 জুলাই ED তাকে গ্রেফতার করেন এবং পার্থ এর পরিচত অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এবং তাকেও ED গ্রেফতার করেন।


এর পরই পার্থ'য়ের নামে ও বেনামে অনেক বাড়ির হদিস পাওয়া গিয়েছে।


পার্থ চট্টোপাধ্যায়ের বারুইপুরে একটি বাগানবাড়ির হদিস পাওয়া যায়। ওই বাড়িতেই গতকাল রাতে 4জন রাত 1টা নাগাদ ঢুকেন এবং তালা ভাঙ্গার শব্দ পায় স্থানীয়রা।



একের পর এক ফ্লাট থেকে টাকা উদ্ধার হচ্ছে অর্পিতার। এরই মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের বারুইপুর বেগমপুরে বাগানবাড়িরে চুরির রহস্য নিয়ে নানান প্রশ্ন উঠছে।


কী ঘটেছে ওই বাড়িতে রাত 1টা নাগাদ চলুন জানা যাক। 


পার্থ চট্টোপাধ্যায়ের বারুইপুর বাগানবাড়িতে চুরির রহস্য


স্থানীয়দের অভিযোগ রাত 1টা নাগাদ কিছু দুষ্কৃতি ওই বাড়িতে ঢুকে তালা ভাঙতে থাকলে ওনারা ওই শব্দ শুনতে পান।


তখন তারা বাইরে আসেন দেখতে এবং দেখতে পান বেগমপুরে বাগানবাড়ি যেটি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি বলে পরিচিত ওই বাড়িতে 4জন দুষ্কৃতী প্রবেশ করেছেন। তারা বাধা দেওয়ার চেষ্টা করাতে গেলে তাদেরকে ভয় দেখায় দুষ্কৃতীরা এবং চলে যেতে বলেন।


এর কিছুক্ষণ পর বেশ কিছু জিনিস পত্র নিয়ে গাড়ি করে চম্পট দেন ওনারা।


তবে কী পেয়েছেন ওই পার্থর বাগানবাড়িতে তা এখনো অব্দি জানা যায়নি।


তবে স্থানীয়দের অভিযোগ দুষ্কৃতীরা বেশ কিছু জিনিস নিয়ে চম্পট দেন।


এখন প্রশ্ন উঠছে - পার্থ চট্টোপাধ্যায়ের বাগান বাড়ি থেকে কত টাকা বা শোনা নিয়ে চম্পট দিলো দুষ্কৃতীরা? এই নিয়েই রহস্য বাঁধছে পার্থ চট্টোপাধ্যায়ের বেগমপুরে বাগানবাড়িকে কেন্দ্র করে। 

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...