Agniveer Recruitment : ভারতীয় নৌ বাহিনীতে ২০০ শূন্যপদে অগ্নিবীর নিয়োগ ।

ভারতীয় নৌ-বাহিনীতে ২০০ অগ্নিবীর নিয়োগ

Agniveer Recruitment 2022 : অগ্নিপথ স্কিম এর মাধ্যমে ভারতীয় নৌ বাহিনীতে শেফ, স্টুয়ার্ড এবং হাইজেনিস্ট পদের জন্য ২০০ অগ্নিবীর নিয়োগের আবেদন চলছে । ২৫ জুলাই ২০২২ থেকে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ ১ আগস্ট ২০২২ যোগ্যতা মাধ্যমিক পাস । বেতন ৩০,০০০ থেকে ৪০,০০০ হাজার টাকা ।


তোমার কি অগ্নিবীর পদে ভারতীয় নৌ বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক তাহলে এই Indian Navy Agniveer (MR) 01/2022 Dec 2022 এ আবেদন করতে পাবেন। চলুন দেখে নেওয়া যাক এই চাকরির জন্য আবেদন করতে কি কি প্রয়োজন ।


Agniveer (MR) 01/2022 Dec 2022

পোস্ট নাম 

Indian Navy Agniveer (MR)

মোট শূন্যপদ

২০০টি

আবেদন 

অবিবাহিত পুরুষ ও মহিলা 

কাজ 

শেফ, স্টুয়ার্ড এবং হাইজেনিস্ট


Indian Navy Agniveer (MR) : ভারতীয় নৌ-বাহিনীতে ২০০টি অগ্নিবীর পদে নিয়োগ ২০২২

এই অগ্নিবীর চাকরির জন্য এবং আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে আলোচনা করা হলো । 


মোট শূন্যপদ 

  • ২০০ টি মোট শূন্যপদ রয়েছে ।

  • মহিলা : ৪০ টি ।

  • পুরুষ : ১৬০ টি ।

বেতন: ৩০-৪০ হাজার টাকা 

শিক্ষাগত যোগ্যতা


  • আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে ।

  • শুধুমাত্র অবিবাহিত পুরুষ ও মহিলা আবেদন করতে পারবে ।


বয়স 

  •  আবেদনকারীকে 01 Nov 1999 থেকে 30 Apr 2005 এর মধ্যে হতে হবে ।


শারীরিক যোগ্যতা 

  • শারীরিক ভাবে সক্ষম হতে হবে ।

  • উচ্চতা : পুরুষদের উচ্চতা লাগবে ১৫৭cm এবং মহিলাদের ১৫২cm ।



আবেদন ফী

  • এই অগ্নিবীর পদে নৌ বাহিনীতে এপ্লিকেশন করার জন্য কোনো টাকা লাগবে না ।


আবেদন পদ্ধতি 

  • আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে ।

  • যে কোনো CSC সেন্টারে গিয়ে আবেদন করা যাবে ।

  • সেক্ষত্রে ৬০ টাকা লাগবে আবেদন করার জন্য এবং সঙ্গে GST


Important Dates : গুরুত্বপূর্ণ তারিখ 

  • আবেদনের তারিখ : 25-07-2022

  • শেষ তারিখ : 01-08-2022


Important Links 


Apply Online

Registration | login

Official notification 

Click here 

Official website 

joinindiannavy.gov.in

Home 

Click here 


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...