Agniveer Recruitment : ভারতীয় নৌ বাহিনীতে ২০০ শূন্যপদে অগ্নিবীর নিয়োগ ।

ভারতীয় নৌ-বাহিনীতে ২০০ অগ্নিবীর নিয়োগ

Agniveer Recruitment 2022 : অগ্নিপথ স্কিম এর মাধ্যমে ভারতীয় নৌ বাহিনীতে শেফ, স্টুয়ার্ড এবং হাইজেনিস্ট পদের জন্য ২০০ অগ্নিবীর নিয়োগের আবেদন চলছে । ২৫ জুলাই ২০২২ থেকে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ ১ আগস্ট ২০২২ যোগ্যতা মাধ্যমিক পাস । বেতন ৩০,০০০ থেকে ৪০,০০০ হাজার টাকা ।


তোমার কি অগ্নিবীর পদে ভারতীয় নৌ বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক তাহলে এই Indian Navy Agniveer (MR) 01/2022 Dec 2022 এ আবেদন করতে পাবেন। চলুন দেখে নেওয়া যাক এই চাকরির জন্য আবেদন করতে কি কি প্রয়োজন ।


Agniveer (MR) 01/2022 Dec 2022

পোস্ট নাম 

Indian Navy Agniveer (MR)

মোট শূন্যপদ

২০০টি

আবেদন 

অবিবাহিত পুরুষ ও মহিলা 

কাজ 

শেফ, স্টুয়ার্ড এবং হাইজেনিস্ট


Indian Navy Agniveer (MR) : ভারতীয় নৌ-বাহিনীতে ২০০টি অগ্নিবীর পদে নিয়োগ ২০২২

এই অগ্নিবীর চাকরির জন্য এবং আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে আলোচনা করা হলো । 


মোট শূন্যপদ 

  • ২০০ টি মোট শূন্যপদ রয়েছে ।

  • মহিলা : ৪০ টি ।

  • পুরুষ : ১৬০ টি ।

বেতন: ৩০-৪০ হাজার টাকা 

শিক্ষাগত যোগ্যতা


  • আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে ।

  • শুধুমাত্র অবিবাহিত পুরুষ ও মহিলা আবেদন করতে পারবে ।


বয়স 

  •  আবেদনকারীকে 01 Nov 1999 থেকে 30 Apr 2005 এর মধ্যে হতে হবে ।


শারীরিক যোগ্যতা 

  • শারীরিক ভাবে সক্ষম হতে হবে ।

  • উচ্চতা : পুরুষদের উচ্চতা লাগবে ১৫৭cm এবং মহিলাদের ১৫২cm ।



আবেদন ফী

  • এই অগ্নিবীর পদে নৌ বাহিনীতে এপ্লিকেশন করার জন্য কোনো টাকা লাগবে না ।


আবেদন পদ্ধতি 

  • আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে ।

  • যে কোনো CSC সেন্টারে গিয়ে আবেদন করা যাবে ।

  • সেক্ষত্রে ৬০ টাকা লাগবে আবেদন করার জন্য এবং সঙ্গে GST


Important Dates : গুরুত্বপূর্ণ তারিখ 

  • আবেদনের তারিখ : 25-07-2022

  • শেষ তারিখ : 01-08-2022


Important Links 


Apply Online

Registration | login

Official notification 

Click here 

Official website 

joinindiannavy.gov.in

Home 

Click here 


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

Khela Hobe Prakalpa: খেলা হবে প্রকল্প - আবেদন পদ্ধতি, যোগ্যতা , ফর্ম ও টাকার পরিমান ?

Khela Hobe Prakalpa: খেলা হবে প্রকল্প, West Bengal Government announced a new project for the job card holder, this scheme name is “ Khela H...