Agniveer Recruitment 2022 : অগ্নিপথ স্কিম এর মাধ্যমে ভারতীয় নৌ বাহিনীতে শেফ, স্টুয়ার্ড এবং হাইজেনিস্ট পদের জন্য ২০০ অগ্নিবীর নিয়োগের আবেদন চলছে । ২৫ জুলাই ২০২২ থেকে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ ১ আগস্ট ২০২২ যোগ্যতা মাধ্যমিক পাস । বেতন ৩০,০০০ থেকে ৪০,০০০ হাজার টাকা ।
তোমার কি অগ্নিবীর পদে ভারতীয় নৌ বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক তাহলে এই Indian Navy Agniveer (MR) 01/2022 Dec 2022 এ আবেদন করতে পাবেন। চলুন দেখে নেওয়া যাক এই চাকরির জন্য আবেদন করতে কি কি প্রয়োজন ।
Agniveer (MR) 01/2022 Dec 2022
Indian Navy Agniveer (MR) : ভারতীয় নৌ-বাহিনীতে ২০০টি অগ্নিবীর পদে নিয়োগ ২০২২
এই অগ্নিবীর চাকরির জন্য এবং আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে আলোচনা করা হলো ।
মোট শূন্যপদ
২০০ টি মোট শূন্যপদ রয়েছে ।
মহিলা : ৪০ টি ।
পুরুষ : ১৬০ টি ।
বেতন: ৩০-৪০ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে ।
শুধুমাত্র অবিবাহিত পুরুষ ও মহিলা আবেদন করতে পারবে ।
বয়স
আবেদনকারীকে 01 Nov 1999 থেকে 30 Apr 2005 এর মধ্যে হতে হবে ।
শারীরিক যোগ্যতা
শারীরিক ভাবে সক্ষম হতে হবে ।
উচ্চতা : পুরুষদের উচ্চতা লাগবে ১৫৭cm এবং মহিলাদের ১৫২cm ।
আবেদন ফী
এই অগ্নিবীর পদে নৌ বাহিনীতে এপ্লিকেশন করার জন্য কোনো টাকা লাগবে না ।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে ।
যে কোনো CSC সেন্টারে গিয়ে আবেদন করা যাবে ।
সেক্ষত্রে ৬০ টাকা লাগবে আবেদন করার জন্য এবং সঙ্গে GST
Important Dates : গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের তারিখ : 25-07-2022
শেষ তারিখ : 01-08-2022
Important Links
কোন মন্তব্য নেই