লেবার কার্ড অনলাইন আবেদন, সুবিধা ও ফর্ম ডাইনলোড : Labour Card Online apply, Benefits West Bengal

লেবার কার্ড অনলাইন | লেবার কার্ড ডাউনলোড | লেবার কার্ড চেক ও লিস্ট | লেবার কার্ড লিস্ট ওয়েস্টবেঙ্গল *| লেবার কার্ড কী | লেবার কার্ড এর সুবিধা | Labour Card List | লেবার কার্ড ফর্ম 27 | লেবার কার্ড ফর্ম 31 | 

লেবার কার্ড অনলাইন আবেদন, লেবার কার্ড এর সুবিধা, লেবার কার্ড ফর্ম
লেবার কার্ড ওয়েস্টবেঙ্গল 



আপনারা কী লেবার কার্ড ( Labour Card ) এর আবেদন করতে ইচ্ছুইক ? লেবার কার্ড অনলাইন আবেদন ও লেবার কার্ড এর সুবিধা গুলি সম্পর্কে জানতে চান ?


তাহলে, এই লেখাটি তোমাদের সাহায্য করবে। আমি তোমাদের ওয়েস্টবেঙ্গল লেবার কার্ড নিয়ে বাংলায় পুরোপুরি বিস্তারিও তথ্য দিয়ে বুঝিয়ে দিবো।


আমার কর্মী বন্ধুরা এই লেবার কার্ড করেছেন ও এর সুবিধা অনেকেই পাচ্ছেন। তাই ভাবলাম এই নিয়ে তোমাদের জানানো যাক। 


আমরা সকলেই জানি labour এর অর্থ হল শ্রমিক শ্রেণীর মানুষজন। অর্থাৎ যারা অন্যের কাজ করে জীবন চালান একেই সাধারণত লেবার বলে


পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষেই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত, এদের মধ্যেই প্রায় সকলেই লেবার শ্রেণীর মধ্যেই পরে। তাই সরকার এই শ্রেণীর কর্মীদের জীবনযাপনে কিছুটা সাহার্য্য করতেই এনেছেন লেবার কার্ড (Lebour Card ) 

 

লেবার কার্ড কি : পশ্চিমবঙ্গ সরকার সাধারণ দরিদ্র দিনমুজুর শ্রমিকদের সহায়তা করার জন্য নির্মাণ শ্রমিক প্রকল্প (Nirman Kormi Scheme) চালু করেন। এই প্রকল্পটিই লেবার কার্ড নামে পরিচিত।


এই কার্ড থাকার ফলে, এই প্রকল্পের মাধ্যমে আপনারা এককালীন 25 থেকে 30 হাজার টাকা পাবেন । এছাড়াও যদি আপনাদের বাড়িতে যদি কেউ পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন তাহলে  5 হাজার থেকে শুরু করে 15 হাজার টাকা সরকারী সুবিধা পাবেন। তাছাড়াও কোনো দুর্ঘটনা ঘটলে তার চিকিৎসার জন্য বা অস্ত্রোপচারের জন্য 30 হাজার টাকা রাজ্য সরকারের তরফে সাহার্য্য পাওয়া যাবে বলে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা ঘোষণা করা হয়েছে ।


তাহলে বুজতেই পারছেন, লেবার কার্ড এর অনেক সুবিধা রয়েছে। কিন্তু এই সমস্ত সুবিধা পেতে হলে অবশ্যই এই কার্ড টি বানাতে হবে। 


আজকের এই প্রতিবেদনে আমরা জানবো :-

  • লেবার কার্ড এর সুবিধা।

  • লেবার কার্ড এর আবেদন কারা করতে পারবেন।

  • লেবার কার্ড কিভাবে বানাবো অর্থাৎ লেবার কার্ড অনলাইন আবেদন।

  • লেবার কার্ড ফর্ম 27

  • লেবার কার্ড ডাউনলোড।

  • লেবার কার্ড চেক ও লিস্ট।



প্রকল্পের নাম

নির্মাণ শ্রমিক প্রকল্প বা লেবার কার্ড

কারা কারা আবেদন করতে পারবেন

সমস্ত নির্মাণ কর্মী (পুরুষ ও মহিলা উভয়েই)

যোগ্যতা

একমাত্র নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিক রাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

রাজ্য 

পশ্চিমবঙ্গ 


লেবার কার্ড এর সুবিধা : Benefits of Labour Card 2022 

এই কার্ড এর অনেক সুবিধা রয়েছে। নিচে এই কার্ডের সুবিধাগুলি বলা হল - 


  1. দুর্ঘটনাজনিত চিকিৎসা বাবদ 1000 থেকে 5000টাকা পৰ্যন্ত অনুদান।

  2. দুর্ঘটনাজনিত অক্ষমতায় 25000 টাকার অনুদান।

  3. অস্ত্রপ্রচার এর জন্য 30000 টাকা।

  4. কঠিন ব্যাধির হলে আবেদনকারী বা তার পরিবারের নির্ভরশীল সদস্যের চিকিৎসার জন্য প্রতিবছর 10হাজার টাকার অনুদান।

  5. যক্ষায় আক্রান্ত কোনো নির্মাণ কর্মীকে 3000 টাকা দেওয়া হবে।

  6. কোনো কর্মীর মৃত্যু হলে তার পরিবার কে 3000টাকা,কিংবা কর্মীর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু হলে তার পরিবার কে 1,00000 টাকা দেওয়া হয়।

  7. 60 বছর বয়সের পর নির্মানকর্মী কে প্রতিমাসে 500 থেকে শুরু করে 870 টাকা পৰ্যন্ত পেনশন দেওয়া হয় এবং পেনশন ভোগী কর্মীর মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রী কে 50% পেনশন দেওয়া হয়।

  8. 5 শতাংশ সুদের হারে গৃহনির্মাণের জন্য 50000 টাকার লোনের ব্যবস্থা।

  9. নির্মানকর্মীর সন্তানদের শিক্ষার জন্য 2000 থেকে 15000 টাকার অনুদান।

  10. মহিলা নির্মানকর্মী দের গর্ভাবস্থায় বছরে 6000 টাকা এবং দুর্ঘটনাজনিত গর্ভপাতে বছরে 4000 টাকার অনুদান দেওয়া হয়।

  11. চশমা কেনার জন্য 500 টাকা এবং নির্মানকর্মীদের প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার সময় এককালীন 1000 টাকা করে দেওয়া হয়।

  12. নির্মানকর্মীর অন্তষ্টি ক্রিয়ার জন্য এককালীন 3000 টাকা দেওয়া হয়।

  13. কর্মীর মেয়ের বিবাহের জন্য বছরে 10000 টাকার অনুদান।

  14. সাইকেল কেনার জন্য 5000 টাকা দেওয়া হয়।

  15. নির্মানকর্মীর মৃত্যু হলে বা এই প্রকল্পে থাকতে না চাইলে সেক্ষেত্রে  জমানো টাকার 8%টাকা ফেরত পাবেন।


লেবার কার্ড এর জন্য কারা আবেদন করতে পারবেন?  Labour Card kormi List 2022

সামাজিক সুরক্ষা প্রকল্প নির্মাণ কর্মীকরা বা কোন কোন কাজের সঙ্গে যুক্ত ব্যাক্তিরা আবেদন করতে পারবেন?

আপনি যদি এই কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে দেখে নিন আপনার কর্মীপেষাটি নিচের থেকে কোনটি 👇



যে সমস্ত কর্মীরা ভবন, সড়কপথ, রেল, ট্রামলাইন, বিমানবন্দ, সেচনিকাশি, বন্যা নিয়ন্ত্রণ, বিজলি ও জল সরবরাহ ব্যাবস্থা, টেলিফোন ও টেলিফোনের টাওয়ার লাগানো, জলাশয়, জলাধার, সুড়ঙ্গ বানানো, পাইপ লাইন, তেল ও গ্যাস সংস্থাপন ইত্যাদি কাজ নির্মাণ ও মেরামতি,রক্ষনাবেক্ষন, এমনকি ভাঙার কাজ করেছেন, তারাই এই প্রকল্পের  অন্তভুক্ত হবেন।


আপনি কোন কর্মী অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। 


লেবার কার্ড এর আবেদনের যোগ্যতা : Eligibility 

  • আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে।

  • 1 বছরের  মধ্যে নির্মানকর্মী কে 90দিন কাজ করতে হবে।

  • উপরিউক্ত যে কোনএকটি নির্মাণ কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। তবেই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

লেবার কার্ড অনলাইন আবেদন পদ্ধতি : (নির্মানকর্মী প্রকল্পে কিভাবে আবেদন করবেন)


কলকাতা ছাড়া বাকি জেলায় লেবার কার্ড অনলাইন আবেদন করতে পারবেন। কলকাতার বাসিন্দাদের জন্য পশ্চিমবঙ্গের নির্মাণকর্মী কল্যাণ পর্ষদের 27 নম্বর এবং 31 নম্বর ফর্ম এ আবেদন করতে হবে।


এছাড়া বাকি সমস্ত জেলায় অনলাইনে আবেদন করতে হবে।


চলুন এখন জানা যাক লেবার কার্ড কিভাবে বানাবেন? 

 

লেবার কার্ড এপ্লাই : How to Apply Labour Card online 2022 


  • সর্বপ্রথম আপনাকে edistrict.wb.gov.in ওয়েবসাইটে লগ ইন করতে হবে।

লেবার কার্ড আবেদন
লেবার কার্ড আবেদন 

  • আপনি এই ওয়েবসাইটে নতুন হলে আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে।

  • রেজিস্টেশন হওয়ার পর আপনার username এবং password নিয়ে ওয়েবসাইটে লগ ইন করবেন

  • লগ ইন করার পর আপনার সামনে edistric এর ওয়েবসাইটটি খুলে যাবে,তারপর আপনাকে apply for labour card অপশন এ আসতে হবে।

  • তারপর আপনাকে প্রয়োজনীয় document আপলোড করে আপনার ফর্মটি পূরণ করতে হবে।

লেবার কার্ড অনলাইন আবেদন
লেবার কার্ড অনলাইন আবেদন 



লেবার কার্ড ফর্ম : Labour Card Form PDF Download 


Labour Card Form

Download Link 

লেবার কার্ড ফর্ম 27

From Download 

লেবার কার্ড ফর্ম 31

Form Download 


 

Documents : লেবার কার্ড বানানোর জন্য প্রয়োজনীয় নথি পত্র :- 

  1. পাসপোর্ট সাইজের ছবি (4 copy)

  2. বয়সের প্রমান পত্র ভোটের কার্ড/রেশন কার্ড/ড্রাইভিং লাইসেন্স 

  3. ব্যাংকের পাস বই।

  4. স্থানীয় প্রশাসনের কাছ থেকে আপনার কাজের প্রমান পত্র।

  5. রেজেস্টিশন ফ্রী-20 টাকা।


লেবার কার্ড ডাউনলোড : Labour Card Download

আপনার লেবার কার্ড ডাউনলোড করার পদ্ধতি :-


  • প্রথমে, edistrict.wb.gov.in ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে এই কার্ডের জন্য।( কিভাবে আবেদন করবেন উপরে বলা রয়েছে )

  •  আপনার আবেদন করা সম্পূর্ণ হওয়ার পর এই কার্ড ডাউনলোড করতে পারবেন।

  • edistrict.wb.gov.in ওয়েবসাইট মাধ্যমে আপনার লেবার কার্ড ডাউনলোড করতে পারবেন।

  • কার্ড ডাউনলোড করার পর সেটি ভালো করে যত্ন করে রেখে দিবেন। কারন, এই কার্ডের সুবিধার জন্য কার্ড টির প্রয়োজন হবে।


লেবার কার্ড সম্পর্কে শেষ কথা :

পশ্চিমবঙ্গের সমস্ত শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি আইডি কার্ড এর ব্যবস্থা করেছেন যার নাম "লেবার কার্ড "


  • এই কার্ড থাকলে অসংখ্য সুবিধার সুযোগ পাবেন।

  • এই কার্ডের জন্য অনলাইন এ আবেদন করা যায়। শুধু কলকাতার শ্রমিকরা ফর্ম দ্বারা আবেদন করতে পারবেন।

  • বয়স হতে হবে 18-60 বছরের মধ্যে।

  • লেবার কার্ড এর আবেদন করার জন্য - 1) রেজিস্ট্রেশন করে হবে। 2) তারপর username ও password দ্বারা login করেই আবেদন করতে হবে

  • আবেদন করার পর এই কার্ড ডাউনলোড করতে পারবেন।


আশাকরি আপনারা ওয়েস্টবেঙ্গল লেবার কার্ড সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান।




প্রশ্ন 1: লেবার কার্ড ও e Shram কার্ড কি একেই?

উত্তর: লেবার কার্ড ও e-Shram কার্ড এক নয়। লেবার কার্ড রাজ্য সরকার(West Bengal ) এর প্রকল্প এবং e-Shram কার্ড কেন্দ্রীয় সরকার (Government of india) এর প্রকল্প।


প্রশ্ন 2: লেবার কার্ড কিভাবে বানাবো?

উত্তর = লেবার কার্ড অনলাইনে edistrict.wb.gov.in ওয়েবসাইট মাধ্যমে বানাতে পারবেন।


প্রশ্ন 3: লেবার কার্ড ফর্ম 27

উত্তর = শুধুমাত্র কলকাতার শ্রমিকদের লেবার কার্ড ফর্ম 27 এর প্রয়োজন হয়। এই ফর্ম 27 উপরে ডাউনলোড লিংক দেওয়া রয়েছে।


প্রশ্ন : আপনি কোন কাজের সঙ্গে যুক্ত? কমেন্ট করুন।

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...