Agneepath Scheme 2022 : অগ্নিপথ স্কিমে 46 হাজার সেনা নিয়োগ আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়স ও বেতন দেখে নিন |

অগ্নিপথ স্কিম সেনানিয়োগ 2022 | Agneepath Scheme Job Notification | অগ্নিপথ প্রকল্পের চাকরির | অগ্নিপথ স্কিমে জন্য কী কী যোগ্যতা ও বয়েসের সীমা | 46 হাজার সেনা নিয়োগ অগ্নিপথ য়োজনার মাধ্যমে।


অগ্নিপথ যোজনা কী?

Agneepath Recruitment Scheme : ভারতীয় সেনাবাহিনীতে(indian army) 'অগ্নিপথ স্কিম' বা 'অগ্নিপথ যোজনা'র মাধ্যমে সেনাবাহিনীতে চাকরির নিয়োগ করা হবে। তাই এই সেনাবাহিনীর নিয়োগ প্রক্রিয়ার নাম রাখা হয়েছে 'অগ্নিপথ স্কিম' Agneepath Scheme.


আজকে এই আলোচনায় আমরা এই স্কিমের সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো। 'অগ্নিপথ স্কিম' সেনাবাহিনীতে আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে, বয়স কত লাগবে, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিস্তারিত নিয়েই আজকের আলোচনা।


 অগ্নিপথ প্রকল্প কী - Agneepath Prakalpa 

Agneepath Recruitment Prakalpa : আমরা যারা পশ্চিমবঙ্গের তারা এই স্কিমকে অগ্নিপথ প্রকল্প বলে থাকি। ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিপথ প্রকল্পের (Agneepath Prakalpa) মাধ্যমে চাকরির জন্য আবেদন করতে পারবেন।



চাকরির নাম 

অগ্নিপদ স্কিম / অগ্নিপথ যোজনা


পোস্ট 

ভারতীয় সেনা (Indian Army)


মোট শুন্যপদ 

46 হাজার

বেতন 

80 হাজার টাকা 

শিক্ষাগত যোগ্যতা 

মাধ্যমিক পাশ 

নোটিফিকেশন 

Short Notification 


অগ্নিপথ স্কিম / অগ্নিপথ যোজনা চাকরি |


অগ্নিপথ যোজনা - সেনাবাহিনী নিয়োগ 2022 : Agneepath Recruitment Scheme 2022


সেনাবাহিনীতে নতুন করে প্রায় 2.5 লাখ শুন্যপদ রয়েছে। এতিমধ্যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সেনাবাহিনীর 'অগ্নিপথ নিয়োগ যোজনা' 4 বছরের জন্য চুক্তিভিক্তিক মাধ্যম 46 হাজার পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, 17 থেকে 23 বয়সের ছেলে মেয়েরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে।


অগ্নিপথ স্কিমে সেনাবাহিনীতে নিয়োগ, চুক্তিভিক্তিক মাধ্যমে চাকরির হলেও প্রথম মাসেই বেতন দেওয়া হবে 30 হাজার টাকা এবং এই টাকা ধীরে ধীরে বেড়ে 40 হাজার টাকা করে পাবে অগ্নিবীরা। এছাড়া বিদায় কালে 12 লক্ষ টাকার করমুক্ত ভাতা একবারে দেওয়া হবে।


যারা Agneepath Recruitment Scheme সেনাবাহিনীতে চাকরি পাবে তাদের মধ্যে 25% কে স্থায়ীভাবে নিয়োগ করা হবে।


আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশ।


অগ্নিপথ যোজনার চাকরির সুবিধাগুলি কী কী (Benefits of Agneepath Yojana)


  1. অগ্নিপথ নিয়োগ প্রক্রিয়াতে আবেদন শুরু হবে জুন থেকে জুলাই মাসের দিকে।

  2. অগ্নিপথ স্কিম হল সেনাবাহিনীতে 4বছরের জন্য চুক্তিভিক্তিক চাকরির।

  3. মোট চাকরির 25% স্থায়ী ভাবে নিয়োগ করা হবে 4 বছর পর।

  4. মাসিক বেতন শুরুতে 30 হাজার পরে 40 হাজার টাকা।

  5. বিদায়কালে 12 লক্ষ টাকা একবারে দেওয়া হবে।

  6. যদি কোনো সেনার দুর্ঘটনার ঘটে অঙ্গহানি বা শারীরিক কোনো ক্ষতি হলে  44 লাখ টাকা দেওয়া হবে সাহার্য্য।

  7. চুক্তি ভিক্তিক চাকরির হলেও এই চাকরির করার পর আর্থিক ভাবে কোনোরকম অসুবিধা হবে না বলেই ভাবছেন সকলেই।


Important Details of Agnipath Recruitment Scheme 2022 (অগ্নিপথ চাকরির নোটিফিকেশন )


যোজনার নাম 

অগ্নিপথ স্কিম বা অগ্নিপথ প্রকল্প 

অগ্নিপথ চাকরি

Indian Army (ভরতীয় আর্মি সেনা )

মোট শুন্যপদ (Number of Vacancies)

46,000 প্রায় 

বয়সের সীমা 

17 থেকে 23

আবেদনের মাধ্যম 

অনলাইন 

অ্যাপ্লিকেশন ডেট 

June - July 2022

ওয়েবসাইটে 

Joinindianarmy.nic.in

অগ্নিপথ রিক্রুটমেন্ট স্কিমে অনলাইন অ্যাপ্লিকেশন পদ্ধতি : Agnipath Recruitment online Application Form


অগ্নিপথ সেনাবাহিনী চাকরির জন্য আবেদন করতে পারবে 17 থেকে 23 বছরের ছেলে-মেয়েরা। আবেদন চলবে অনলাইন। এখনো এই চাকরির আবেদন শুরু হয় নাই তবে খুব শীঘ্রই আবেদন শুরু হবে।


যারা সেনাবাহিনীতে চাকরির আগ্রহী প্রাথীদের জন্য সুখবর হল 23 বছরের বয়সীরাও এই চাকরির জন্য আবেদন করতে পারবে।


প্রথমে বলা হয়েছিল 17 থেকে 21 বছরের ছেলে মেয়েরা শুধু আবেদন করতে পারবে। কিন্তু এই ঘোষণার পর বিভিন্ন রাজ্যে শুরু হয় আন্দোলন যার ফলে অগ্নিপথ সেনাবাহিনী চাকরির বয়স 21 থেকে বাড়িয়ে 23 করা হয়েছে।


অফিসিয়াল ওয়েবসাইটে Joinindianarmy.nic.in মাধ্যমে আবেদন করতে পারবে।

How to Apply Agnipath Recruitment Scheme  (অনলাইন আবেদন পদ্ধতি )

  • প্রথমে ওপেন করুন joinindianarmy.nic.in ওয়েবসাইটি যে কোনো ব্রাউসার এ।

  • তারপর Agneepath Yojana application অপসন এ ক্লিক করুন

  • এবারে Agneepath Yojana application form এ আপনার সমস্ত তথ্য সঠিক ভাবে লিখুন।

  • পুনরায় যাচাই করুন কোথাও কোনো ভুল থাকলে ঠিক করুন।

  • সবকিছু সঠিক দেখে Submit করুন।

  • একটি receipt copy বের করে নিন।


অগ্নিপথ (সেনাবাহিনী ) যোজানা যোগ্যতা :Agneepath Yojana Eligibility


  1. আবেদনকারী অবশ্যই ভারতীয় স্থায়ী বাসিন্দা হতে হবে (Indian citizen).

  2. আবেদনের জন্য বয়স লাগবে 17-23 বছর। *(23 বছরের বেশি বয়স হলে আবেদন করা যাবে না )

  3. সেনাবাহিনীর সমস্ত শারীরিক যোগ্যতা থাকতে হবে অগ্নিপথ চাকরির আবেদন করার জন্য।

  4. আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক পাশ লাগবে।


শিক্ষাগত যোগ্যতা - অগ্নিপথ যোজনা  2022


তোমরা যারা ভারতীয় সেনাবাহিনীতে 'অগ্নিপথ যোজনা ' আবেদন করবে তাদেরকে অবশ্যই মাধ্যমিক পাশ সার্টিফিকেট থাকতে হবে যে কোনো সরকারী বোর্ডের।


আমরা আগেও তোমাদের বলেছি, মাধ্যমিক পাশ ছাড়া এই চাকরির জন্য আবেদন করা যাবে না। তাই যারা মাধ্যমিক পাশ এবং বয়স 17 থেকে 23 

এর মধ্যে তারা এই অগ্নিপথ যোজনা  চাকরির জন্য আবেদন করতে পারবে।


বয়স কত লাগবে অগ্নিপথ যোজনার চাকরির জন্য : Age Limit for Agneepath job

Agneepath Yojana Job recruitment এর আবেদন করতে ছেলে ও মেয়ে সকলের বয়স লাগবে 17 থেকে 23 এর মধ্যে।


Official Website 

Click here

Notification

Click here

Homepage

Click here



অগ্নিপথ যোজনা- সেনাবাহিনী নিয়োগ : আশাকরি আমরা আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহার্য্য করেছি। কেন্দ্রীয় সরকারের এই অগ্নিপথ স্কিম সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেনাবাহিনী পদে চাকরির চেষ্টায় আছে এমন ছেলেমেয়েদের কাছে এই খবর পৌঁছে দিন share করুন।



কিছু গুুত্বপূর্ণ প্রতিবেদন :



Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...