[Tomorrow Weather] আগামীকালের আবহাওয়া 2022 : আগামীকালের আবহাওয়া কেমন থাকবে?

আগামীকালের আবহাওয়া | আগামীকাল আবহাওয়া কেমন থাকবে? West Bengal Tomorrow Weather Report | আজকের আবহাওয়া খবর | উত্তরবঙ্গের আবহাওয়া খবর আগামীকাল | দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর |


আগামীকালের আবহাওয়া 2022 পশ্চিমবঙ্গ : বর্ষা এসে গেছে তাই এখন আবহাওয়া (weather ) খবর এর দিকে একটু নজর রাখা খুবেই জুরুরি।


আগামীকাল আবহাওয়া কেমন থাকবে? এই নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন। আজকে আমরা আপনাদের কে আবহাওয়ার খবর তুলে ধরবো।


আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তরের আবহওয়ার খবর নিয়ে আজকে আমরা বিস্তারিত জানাবো আপনাদেরকে।


তাহলে চলুন দেখে নেওয়া যাক আগামী কিছুদিনের আবহাওয়ার আপডেট গুলি।


মৌসুমি বায়ু প্রভাবে আগামী কাল থেকেই দক্ষিণবঙ্গে বর্ষার পূর্ববাস রয়েছে সঙ্গে আগামী পাঁচদিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা দিয়েছে পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর।


আবহাওয়ার দিন 

আগামীকাল 

বৃষ্টির অবস্থান 

উত্তরবঙ্গ ভারী বৃষ্টি 

বৃষ্টির অবস্থান 

দক্ষিণবঙ্গ মেঘলা আকাশ 

গরম 

হালকা (31°  থেকে 28°)


আগামীকালের আবহাওয়া | আগামীকাল আবহাওয়া কেমন থাকবে | আবহাওয়া খবর | উত্তরবঙ্গের আবহাওয়া | দক্ষিণবঙ্গের আবহাওয়া |
আগামীকালের আবহাওয়া | Tomorrow weather in west bengal


আগামীকালের আবহাওয়া 2022 (17June 2022 weather report West Bengal )


সর্বোচ্চ তাপমাত্রা 

31° সেলসিয়াস 

সর্বোনিন্ম তাপমাত্রা 

28° সেলসিয়াস 

Average (গড় তাপমাত্রা থাকবে )

33° থেকে 26°

বৃষ্টির সম্ভাবনা 

হালকা থেকে ভারী


আগামীকাল আবহাওয়া : আগামীকালের আবহাওয়া কেমন থাকবে?


পশ্চিমবঙ্গের আগামীকালকের আবহাওয়া কেমন থাকবে, এই নিয়ে বিস্তারিত তথ্য জেলা অনুযায়ী আমরা আপনাদের মাঝে তুলে ধরছি।


আবহাওয়া এক এক জেলায় এক এক রকম হতে পারে, যেমন কোথাও গরম আবার কোথাও বৃষ্টি।

তাই আমরা পশ্চিমবঙ্গের জেলা অনুযায়ী আগামীকালের আবহাওয়া সম্পর্কে আপনাদেরকে তুলে ধরছি। নিচে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া হল।


  • উত্তরবঙ্গের আবহাওয়া

  • দক্ষিণবঙ্গের আবহওয়া 


উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া কেমন থাকবে :  Tomorrow Weather in North Bengal (Uttarbanga)


উত্তরবঙ্গের মোট জেলা হয়েছে আটটি কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং জেলা, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর - এই জেলাগুলিতে আগামীকালের আবহওয়া কেমন থাকবে?


আগামী চার থেকে পাঁচ দিন অর্থাৎ 17জুন থেকে 22 জুন 2022 এ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। হলুদ সতর্কতা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বন্যার সম্ভাবনা| মাথাভাঙ্গা মানসই নদীতে ও উত্তরবঙ্গের নদীর পার্শবর্তীতে বন্যার সতর্কতা |


  • উত্তরবঙ্গের কোচবিহার জেলার আগামীকালের আবহাওয়া ভারী বৃষ্টি থাকবে।

  • একই ভাবে আলিপুরদুয়ার জেলায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • দক্ষিণ দিনাজপুরের আগামীকালের আবহাওয়া ভারী বৃষ্টি।

  • দার্জিলিং, জলপাইগুড়ি তে ভারী বৃষ্টি থাকবে আগামীকাল 4-5 দিন।

  • মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলায় আগামীকাল থেকে ভারী বৃষ্টি শুরু হবে।


উত্তরবঙ্গের অন্য জেলার থেকে কোচবিহার ও আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন জেলায় এ ভারী বর্ষার সতর্কতা রয়েছে।

উত্তরবঙ্গে বন্যার সতর্কতা হয়েছে বিশেষ করে নদী উপকূল এলাকায়।


দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া কেমন থাকবে : Tomorrow Weather in Kolkata

দক্ষিণবঙ্গের আবহাওয়া বলতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, নদীয়া ও দক্ষিণ ২৪ পরগণা জেলা বোঝায়।


আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া কেমন থাকবে চলুন দেখে নেওয়া যাক।


আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আগামীকাল দক্ষিণবঙ্গের হালকা বৃষ্টি হতে পারে তবে আগামী 48 ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটবে।

তাই বোঝাই যাচ্ছে যা দক্ষিণবঙ্গের গরমের অস্তিরতা অনেকটাই শিথিল হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই।


দক্ষিণবঙ্গের আগামীকাল আবহাওয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31° সেলসিয়াস এবং সর্বনিন্ন তাপমাত্রা থাকবে 28° সেলসিয়াস।

আগামীকালের আবহাওয়া কলকাতার :

কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কালকে তেমন নেই। দুই দিন পর অর্থাৎ আগামী 48 ঘন্টার পর কলকাতা ও তার পার্শবর্তী এলাকায় বৃষ্টি শুরু হবে।


পশ্চিমবঙ্গ : আগামী 24 ঘন্টার আবহাওয়ার খবর 

আগামী 24 ঘন্টা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ার খবর বলতে গেলে আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর দ্বারা আমরা যে তথ্য পেয়েছি এতে উত্তরবঙ্গের সমস্ত জেলায় আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গে বর্ষা এবং আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি দেখা মিলবে।

আগামী 24 ঘন্টার আবহাওয়ার খবর

উত্তরবঙ্গে 24 ঘন্টার আবহাওয়া ভারী বৃষ্টি 

আগামী 24 ঘন্টার আবহাওয়ার খবর

দক্ষিণবঙ্গে 24 ঘন্টার আবহাওয়া হালকা গরম ও আকাশ কিছুটা মেঘচ্ছন্ন।আগামী তিন দিনের আবহাওয়ার খবর : 17 june to 19 June 2022 Weather Report West Bengal 

পশ্চিমবঙ্গে আগামী তিনদিন আবহাওয়া কেমন থাকতে পারে সেই আপডেট আজ আমরা আপনাদের কাছে তুলে ধরা হল নিচে।


  • যদি আপনি দক্ষিণবঙ্গের আগামীকাল তিনদিনের আবহাওয়ার খবর জানতে চান তাহলে বলা যেতে পারে - 17 June , 18 June এবং 19 June এই তিন দিনের মধ্যে 19 june থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। এছাড়া বাকি দিনগুলি স্বাভাবিক থাকবে।


  • অন্যদিকে উত্তরবঙ্গের আগামী তিনদিনের আবহাওয়া থাকবে প্রবল বৃষ্টির। 17 june থেকে 18 june এবং 19 june 20 june অব্দি প্রবল বৃষ্টি থাকবে সমস্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে।আগামীকালের আবহাওয়ার সতর্কতা 2022

উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কারণে বন্যার সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। তাই নদীর উপকূলবর্তী এলাকাগুলিতে বন্যার সম্ভাবনা থাকছে।

  • এই সময় নদীতে মাছ ধরতে নিষেধাজ্ঞা করা হচ্ছে। নদির জল বাড়বে তাই মাছ ধরার নিষেধ আগামী কিছুদিন।কিছু প্রশ্ন আবহাওয়া নিয়ে (FAQ)

Q.আজকে কি বৃষ্টি হবে?

উত্তর : হ্যা, আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদিনের মধ্যে সকলে ভারী বৃষ্টি, দুপুরে থেকে বিকেল অব্দি কিছুটা কম থাকবে কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমান বাড়বে।

Q.আগামীকাল কি বৃষ্টি হবে?

উত্তর : পশ্চিমবঙ্গে আগামীকালেও ভারী বৃষ্টি থাকবে বিভিন্ন জেলাগুলিতে বিশেষ করে উত্তরবঙ্গের যেখাগুলিতে ভারী বৃষ্টির থাকবে।

Q.রবিবার আবহাওয়া কেমন থাকবে?

উত্তর : রবিবারে আবহাওয়া থাকবে ভারী বৃষ্টি। দিনে কিছুটা কম থাকলেও রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।


আগামীকালের আবহাওয়া : পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা (উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি ) এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে হালকা মাত্রায় আগামী দুই তিন দিন।Tags:

আগামী ১০ দিনের আবহাওয়া

আগামীকাল আবহাওয়া 2022

আগামী 24 ঘন্টার আবহাওয়ার খবর

পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর

আগামী তিন দিনের আবহাওয়ার খবর

আলিপুর আবহাওয়ার খবর আজকের

বৃহস্পতিবার এর আবহাওয়া

লোকাল আবহাওয়া

আজকের আবহাওয়া

Home : Sarkarisuvidha.in

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

গুগল নিউস এ ফলো করতে ভুলবেন না *

গুগল নিউস এ ফলো করতে ভুলবেন না *

গুগল নিউস এ Sarkarisuvidha.in অনুমতি প্রাপ্ত , ফলো করতে উপরে ক্লিক করুন

amazon সেরা অফার চলছে ।

amazon সেরা অফার চলছে ।
যে কোনো শপিং চলছে অফার ।

স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য ১৫ আগস্ট ২০২২ | ভারতের স্বাধীনতা দিবস 2022 বক্তৃতা | Independence Day Speech in Bengali 2022

স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য ১৫ আগস্ট ২০২২ তোমরা কী স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য ২০২২ বাংলা লেখা খুঁজতেছো? ১৫ আগস্ট ২০২২ স্বাধীনতা দিবস ...