West Bengal 15th july Lockdown Notice/Guidelines (1st July to 15th july 2021) Download PDF from wb.gov.in | West Bengal Lockdown Guidelines Official Pdf Download |নতুন লোকডাউন এর নির্দেশিকা ।
New Lockdown Notice of West Bengal 15July
West Bengal 1st july to 15 july new Lockdown Guidelines
রাজ্যে আবারও লকডাউন এর পরামর্শ দিচ্ছেন রাজ্য সরকার যা 1 জুলাই থেকে 15 জুলাই অব্দি। 1 জুলাই থেকে 15 জুলাই অব্দি একই নির্দেশিকা রয়েছে? কোন কোন বিষয়গুলো খোলা হয়েছে কোন কোন বিষয়গুলো বন্ধ রাখা হয়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই আলোচনাটি।
চলুন তাহলে নতুন lockdowom Guidelines of West Bengal (1st July to 15 July 2021) টি দেখে নেওয়া যাক।
1জুলাই থেকে 15 জুলাই কী বন্ধ কী খোলা থাকবে :
রাজ্যে 15 জুলাই অব্দি কার্যত লকডাউন থাকার নির্দেশ।
50% শতাংশ যাত্রী নিয়ে বাস চলাচলের অনুমতি দিয়েছে রাজ্য সরকার।
সকাল 11 টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত সেলুন পার্লার 50 শতাংশ লোক নিয়ে খোলার নির্দেশ।
লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা 15 জুলাই পর্যন্ত পুরোপুরি বন্ধ।
সকাল 6 টা থেকে 12 টা পর্যন্ত সবজি এবং মাছের বাজার খোলা রাখা যাবে।
প্রতিদিন রাত 9 টা থেকে ভোর 5 তা কোনোরকম প্রয়োজন জরুরি ছাড়া বাড়ির বাইরে বেরোনো যাবে না।
বিয়ে বাড়ি বা যে কোন অনুষ্ঠানের ক্ষেত্রে 50 জনের বেশি নিয়ে কোন অনুষ্ঠান পরিচালনা করা যাবেনা।
স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সমস্ত কিছু বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মোটামুটি এই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত এই নিয়মের কোনরকম লংঘন করলে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্যের সরকার। Official Guidelines এখনো প্রকাশিত হয় নাই। আগের বারের নতুন নির্দেশিকার মতো official Notice প্রকাশিত হলে এখানে তা দেওয়া হবে।
যারা বিধবা ভাতা পাচ্ছে তারা কি পাবে
উত্তরমুছুননা যারা বিধবা ভাতা, বা যে কোনো ভাতা পাচ্ছে তারা পারবে না আবেদন করতে। কারণ সরকারী একটা সুবিধা পাওয়া কোনো মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না।
মুছুনস্বাস্থ্য সাথী কার্ড আমার মা এর নামে। কিন্তু ওই কার্ডে আমার স্ত্রীর নাম ও দেওয়া আছে। তাহলে কি আমি আমার স্ত্রীর জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবো ?
উত্তরমুছুনলক্ষ্মী ভান্ডার প্রকল্প এর ফর্ম কী পরিবর্তন হচ্ছে? দয়া করে জানাবেন।
উত্তরমুছুনSc আবেদন অনলাইনে বিবাহিত মহিলাদের পদবী বাপের বাড়ির টা দিতে হবে না/সশুর বাড়ির দিতে হবে
উত্তরমুছুনForm register joyeche kina online check korar process ta jodi bolen..
উত্তরমুছুন