(আবেদন প্রদ্ধতি) Duare Tran Application Form Fill Up Process

Duare Tran Application Form Fill Up Process |দুয়ারে ত্রাণ (ফর্ম ফিলাপ) আবেদন প্রদ্ধতি | How to Apply for Duare Tran Form | Duare Tran Prakalpo Form Download, Fillup process |

Duare Tran Scheme। দুয়ারে ত্রাণ প্রকল্প। west Bengal Momota Benarjee

In Short: Duare Tran, West Bengal :- ইয়াস ঝড় এ ক্ষতিগ্রস্তদের জন্য West Bengali CM Momota Benarjee ঘোষনা করেন "Duare Tran Scheme"। এই প্রকল্পের কাজ শুরু হয়েছে 3 জুন থেকে যা চলবে 18 জুন অবধি।


Yaas Cyclone এ ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক পরিবার, তাদেরকে সাহায্য করতেই এই প্রকল্প।


CROP LOSS (ফসলের ক্ষতি), DAMAGE TO DWELLING UNIT(বাঁশ বাগানের ক্ষতি), LOSS OF LIVESTOCK (পশুসম্পত্তির ক্ষতি), ASSISTANCE TO FISHERMAN(মাছের সাহার্য্য), ASSISTANCE TO ARTISAN (শিল্পের, কারিগর সাহার্য্য),DAMAGE TO PAAN-BORO (পান বাগান ক্ষতি )


ইত্যাদি ক্ষতিগ্রস্তদের Bank Account এ সরাসরি টাকা পৌঁছে দিবে রাজ্য সরকার। যাতে কোনো রকম ত্রাণ নিয়ে দুর্নীতি না হয়।


যারা এই প্রকল্পের সুবিধা পেতে ইচ্ছুক তারা ফর্ম ডাউনলোড করে সেখানে সমস্ত টিকঠাক বিবরণ দিয়ে জমা করতে হবে Duare Tran Camp এ।


Duare Tran Application Form Fill Up Process: দুয়ারে ত্রাণ ফর্ম আবেদন প্রদ্ধতি


এই প্রকল্পের আবেদন Offline এ জমা করতে হবে দুয়ারে ত্রাণ ক্যাম্পে। আবেদনের জন্য একটি ফর্ম ডাউনলোড করতে হবে,


Duare Tran Application Form Download

PDF


ফর্ম টি ডাউনলোড করার পর কি কি লিখতে হবে তা দেখে নেও _


Basic Information 

  1. আবেদনকারীর নাম লিখুন।

  2. পুরুষ, মহিলা বা অন্যান্য - লিখুন।

  3. সহকারী আবেদনকারীর নাম (যদি থাকে )

  4. সহকারী আবেদনকারীর সঙ্গে আবেদনকারীর সম্পর্ক (যদি থাকে )

  5. মোবাইল নম্বর আবেদনকারীর লিখুন।

  6. ….

  7. Category লিখুন - SC/ST/গেঞ্জি

  8. পুরোঠিকানা (গ্রাম, অঞ্চলে, ব্লক, জেলা, পিন নম্বর ইত্যাদি )

  9. আধার নম্বর আবেদনকারীর লিখুন।

  • খাদ্যসাথী নম্বর

  • কৃষকবন্ধু নম্বর

  • যারা মাছচাষী তাদের কার্ড নম্বর।

  • জব কার্ড নম্বার

Duare Tran Application process


প্রথমধাপে এই সমস্ত কিছু লিখতে হবে "Duare Tran Application Form Fill" করার জন্য। যদি কোনো কিছু তথ্য আপনার না থাকে তাহলে ফাঁকা রাখুন সেই স্থানটি।


এবার আসুন দ্বিতীয় ধাব দেখে নেই।


Bank Account Details 


  1. Bank Name : ব্যাঙ্ক এর নাম টি লিখুন।

  2. Branch Name: সেই ব্যাঙ্ক এর শাখা (ব্রাঞ্চ) র নাম লিখুন

  3. Account No :একাউন্ট নম্বর লিখুন।


Details of Relief Assistance Being Applied for :


আবেদন পদ্ধতি Duare Tran Prokolpo, application form fill up


  1. জমির পরিমান :

  •  1 একর এর কম

  • 1 একর এর বেশি

আপনার কতটুকু তাতে ঠিক চিহ্ন দিন।

  1. ক্ষতির পরিমান -

  • Partially(আংশিক )

  • Fully(সম্পূর্ণ )

আপনার আংশিক হলে তার পাশে ঠিক দিন আর পুরোপুরি ক্ষতি হলে তার পাশে দিন ঠিক।

  1. ইয়াস ঝড়ে আপনার কি কি ক্ষতি হয়েছে ও সংখ্যায় কত লিখুন….


i. Cow:

ii. Buffalo:

iii. Goat:

iv. Sheep:

v. Calf:

vi. Pig:

vii. Bullock:

viii. Duck/ 

Poultry


  1. পান বর এ আপনার কি ক্ষতি হয়েছে? লিখুন 


Important Documents যেগুলি সঙ্গে দিবেন


1. Aadhar Card of the applicant - Photocopy

2. Khadya Sathi Card Photocopy

3. Address Proof (Voter ID/PAN/any other valid Address proof)

4. Bank Account Statement/Passbook Photocopy

5. Krishak Bandhu Card Photocopy

6. Fisherman Card Photocopy

7. Artisan’s Card Photocopy

8. NREGA Job Card Photocopy


Highlights of Duare Tran Prakalpo: Important Date & Details 


State

West Bengal

Scheme Name

Duare Tran Prakalpo

দুয়ারে ত্রাণ প্রকল্প 

Announced By

CM Mamata Banerjee

Benefit

Money (DBT, Direct Bank Account )

Beneficiary

Yaas Cyclone Affected People 

Duare Tran Started on

03th June 2021

Last Date For Apply

18 June 2021

Date of Verification Process

19 - 30 June


Disbursement of benefits directly to the Bank Account of the 

beneficiaries.

(DBT) দুয়ারে ত্রাণের টাকা দেওয়া তারিখ

1st July to 7th July

Official Website

https://excise.wb.gov.in/

Official Notification 

Click Here 

Helpline Number 

033 2250 1193 


Duare Tran Scheme All Information

Click Here

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...