HS Exam 2025: উচ্চমাধ্যমিক পরীক্ষায় নতুন নিয়ম বছরে ২বার পরীক্ষা। HS Exam শুরু ৮ই সেপ্টেম্বর ২০২৫

WB HS Exam New Rules 2025

পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫: বছরে দুইবার পরীক্ষা, ৮ই সেপ্টেম্বর থেকে প্রথম পর্বের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। যেখানে আগে উচ্চমাধ্যমিক পরীক্ষার হতো একবার এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষার হবে ২বার। রাজ্যে চালু হচ্ছে উচ্চমাধ্যমিকের নতুন পরীক্ষার নিয়ম। চলুন জানা যাক কী সেই নিয়ম।

উচ্চমাধ্যমিক পরীক্ষায় নতুন নিয়ম - বছরে ২বার পরীক্ষার - WB HS Exam New Rules 2025

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। ২০২৫ সাল থেকে উচ্চ মাধ্যমিক (HS) পরীক্ষা বছরে দুইবার অনুষ্ঠিত হবে। এটাই প্রথমবার কোনো রাজ্যে এই ধরনের পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে। প্রথম পর্বের পরীক্ষা শুরু হবে আগামী ৮ই সেপ্টেম্বর ২০২৫ এবং চলবে ২২শে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

HS Exam Date 2025- উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে?

  • উচ্চমাধ্যমিক পরীক্ষা 2025 প্রথম পর্ব: MCQ ভিত্তিক পরীক্ষা

প্রথম ধাপের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ হবে MCQ (Multiple Choice Question) পদ্ধতিতে। পরীক্ষার্থীদের উত্তর দিতে হবে OMR শিটে। এই ধাপে মূলত ছাত্রছাত্রীদের মৌলিক জ্ঞান এবং প্রস্তুতির প্রাথমিক মূল্যায়ন করা হবে। এবারের পরীক্ষায় প্রায় ৬ লক্ষ ৬০ হাজার শিক্ষার্থী অংশ নেবে।

  • উচ্চমাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় পর্ব:  কবে হবে?

প্রথম ধাপ শেষে শিক্ষার্থীদের আবার পরীক্ষা দিতে হবে আগামী মার্চ ২০২৬-এ। এই দ্বিতীয় পর্ব হবে লিখিত বা ডেসক্রিপটিভ টাইপ। বছরের মধ্যে হওয়া এই দুটি পরীক্ষা মিলিয়ে শিক্ষার্থীদের ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হবে।

নতুন নিয়মের সুবিধা

নতুন নিয়ম চালুর ফলে শিক্ষার্থীরা একাধিক সুবিধা পাবে—

  • চাপ কমবে: একবারে দীর্ঘ পরীক্ষা দেওয়ার মানসিক চাপ থেকে মুক্তি।
  • পড়াশোনায় বেশি সুযোগ: প্রথম ধাপে ভালো না হলে দ্বিতীয় ধাপে তা সংশোধনের সুযোগ থাকবে।
  • ফলাফলের গুণগত মান বৃদ্ধি: বারবার মূল্যায়নের ফলে পরীক্ষার্থীদের জ্ঞান ও প্রস্তুতির মান উন্নত হবে।
  • অভ্যাস উন্নয়ন: MCQ ও লিখিত—দুই ধরনের পরীক্ষায় দক্ষতা অর্জন করা যাবে।

ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রতিক্রিয়া

এই নতুন নিয়ম নিয়ে ইতোমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, বছরে দুইবার পরীক্ষা নেওয়া হলে পড়াশোনার চাপ কিছুটা হলেও ভাগ হয়ে যাবে এবং ভালো রেজাল্ট করার সুযোগ বাড়বে। অন্যদিকে, অভিভাবকরা মনে করছেন এটি একটি ইতিবাচক উদ্যোগ যা ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের আরো প্রস্তুত করে তুলবে।


পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ। বছরে দুইবার পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের মানসিক চাপ কমানোর পাশাপাশি তাদের শেখার ক্ষমতা ও পরীক্ষার দক্ষতা বৃদ্ধি করবে। আগামী ৮ই সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া প্রথম ধাপের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নতুন শিক্ষাব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

 একদিকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ এর মধ্যে চালু হচ্ছে উচ্চ মাধ্যমিকে বছরে দুবার পরীক্ষা , এই নিয়ে আপনাদের মতামত কি জানান।

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

WB 2002 Voter List PDF: ভোটের লিস্ট ২০০২ দেখুন | SIR Voter List 2002 @ceowestbengal.nic.in

পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট। Voter List 2002 West Bengal. SIR Voter List 2002 PDF Download, ভোটার যাচাই সমীক্ষা কবে শুরু হবে? @ceowe...