WB SSC Tainted Teacher List 2025: WB SSC Tainted Teacher list নিয়ে নতুন আপডেট এসেছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে SSC কে, আগামী ৭ দিনের মধ্যে দাগি ও অযোগ্য শিক্ষকদের নামের তালিকা (Tainted Candidate List) প্রকাশ করতে হবে। WBSSC (West Bengal School Service Commission) ওয়েবসাইটে এই লিস্ট প্রকাশ করার কথা বলছেন সুপ্রিম কোর্ট।
WB SSC Case News: সুপ্রিম কোর্টের কঠোর ভৎসনা SSC কে, প্রকাশ করতে হবে SSC Tainted Teacher List
28 August 2025: সাম্প্রতিক শুনানিতে সুপ্রিম কোর্ট SSC বোর্ডকে তীব্র ভৎসনা করেছে। SSC কে প্রশ্ন সুপ্রিমকোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের -
- কেন অযোগ্যদের লুকোতে তো চাই চাইছে কমিশন?
- একজন দাগি প্রার্থী পরীক্ষায় বসলে SSC-কে ফল ভুগতে হবে!
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, বহু অযোগ্য প্রার্থী এখনও SSC প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। এর ফলে যোগ্য প্রার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই যদি একটি প্রমাণিত অযোগ্য শিক্ষক পরীক্ষায় বসে তাহলে CBI দ্বারা কঠোর ব্যবস্থার কথা জানান সুপ্রিম কোর্টের বিচারপতি। তাই, আগামী ৭ দিনের মধ্যে ssc র Website এ সমস্ত দাগি অযোগ্য শিক্ষকের লিস্ট প্রকাশ করার কথা জানান অর্থাৎ ৭ দিনের মধ্যেই WB SSC Tainted Teacher List প্রকাশ করবে এসএসসি বোর্ড।
কেন প্রয়োজন এই লিস্ট? WB SSC Tainted Teacher List
আপনারা সকলেই জানেন আগামী ৭ ও ১৪ তারিখ SSC পরীক্ষা, উক্ত পরীক্ষায় যেন একজনও অযোগ্য প্রার্থী অংশগ্রহণ করতে না পারে। কেননা এই প্রমাণিত অযোগ্যদের জন্যই ২০১৬ সালের SSC পুরো প্যানেল বাতিল হয়েছে। এখন যদি আবারও প্রমাণিত দাগি অযোগ্যরা পরীক্ষায় বসে তাহলে এবারের পরীক্ষাটিও বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে।
তাই সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে (SSC Official Website) অযোগ্য প্রার্থীদের লিস্ট প্রকাশ করতেই হবে। কিন্তু এতদিন কেন এসএসসি বোর্ড এই লিস্ট বের করলো না তা নিয়েই সুপ্রিম কোর্ট কড়া ভাষায় ভৎসনা করেন।
WB SSC Tainted Candidate List 2025? এসএসসি অযোগ্যদের তালিকা: SSC অযোগ্য শিক্ষকদের তালিকা
আদালতের নির্দেশ মতো, এই লিস্ট আগামী ৭ দিনের মধ্যে SSC অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.westbengalssc.com) প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে নিয়মিত SSC-এর অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে।
আমাদের এই ওয়েবসাইটে এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশিত হওয়ার পর দেখতে পারবেন।
WB SSC Tainted Candidate List PDF | এসএসসি অযোগ্য শিক্ষকদের তালিকা পিডিএফ ডাউনলোড
- যোগ্য প্রার্থীরা অবশেষে ন্যায্য সুযোগ পাবেন।
- দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হচ্ছে।
- অযোগ্যদের SSC পরীক্ষার ভবিষ্যৎ সম্পূর্ণভাবে বন্ধ হতে পারে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, অযোগ্য বা দাগি প্রার্থীদের নামের তালিকা খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তাই SSC পরীক্ষার্থীরা অবশ্যই আগামী কয়েক দিনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন। যোগ্য প্রার্থীদের জন্য এটি একটি বড় ইতিবাচক পদক্ষেপ হতে চলেছে।
কোন মন্তব্য নেই