PM-KISAN 20th Installment Date : ২০তম পিএম কিষানের টাকা কবে দিবে 2025?

PM KISAN 20th Installment Date 2025

প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি (PM-KISAN) ২০তম কিস্তি কবে দিবে ২০২৫ : PM KISAN 20th Installment Date 2025 

‘প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি’ (PM-KISAN) স্কিমের ২০তম কিস্তি কবে দিবে ডেট ঘোষণা হয়েছে। ২০২৫ এই কিস্তিতে প্রায় ₹২০,৫০০ কোটি টাকা ৯.৭ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) পদ্ধতিতে সরাসরি পাঠানো হবে ২ আগস্ট, ২০২৫ থেকে দেওয়ার হবে এই কিস্তি। 


🔶 PM-KISAN স্কিম কী? পি এম কিষানের টাকা কবে দুকবে? ২০তম কিস্তি কবে দিবে ২০২৫

PM-KISAN একটি কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রকল্প, যা ফেব্রুয়ারি ২০১৯ সালে চালু হয়। স্কিমের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক জমির মালিক কৃষকদের বছরে ₹৬,০০০ করে আর্থিক সাহায্য দেওয়া হয় তিনটি সমান কিস্তিতে (প্রতি চার মাস অন্তর ₹২,০০০ করে দেওয়ার হয়।

✅ লক্ষ্য: কৃষকদের চাষাবাদের জন্য প্রয়োজনীয় উপকরণ কেনার খরচে সহায়তা এবং মহাজনের কাছ থেকে ঋণ নেওয়ার ঝুঁকি কমানো।

✅ উপকারভোগী: ৮৫ শতাংশ ভারতীয় কৃষক যাঁদের জমির পরিমাণ ২ হেক্টরের নিচে।
  • চালু হয়: ফেব্রুয়ারি ২০১৯
  • ধরণ: কেন্দ্রীয় সরকারি স্কিম
  • উপকারভোগী: ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা
  • বছরে ₹৬,০০০ তিন কিস্তিতে প্রদান করা হয়
  • সরাসরি কৃষকের আধার-যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়

🔶পি এম কিষান ২০তম কিস্তি কবে দিবে ২০২৫ : PM Kisan 20th Installment Date 2025

 ২০২৫ সালের কুড়ি তম পিএম কিষানের কিস্তির জন্য লক্ষাধিক কৃষক বন্ধুরা অপেক্ষা করে আছেন কবে ঢুকবে পিএম কৃষানের টাকা? কৃষকদের চাষাবাদের জন্য টাকার প্রয়োজন হয় তাই অনেক কৃষক এই পিএম কিষান এর উপর ভরসা করে থাকে যে কবে ঢুকবে পিএম কিসের টাকা? 
 ফাইনালি ঘোষণা হলো পিএম কিসের ২০তম কিস্তি কত তারিখ থেকে দেওয়া শুরু হবে।  ২ আগস্ট, ২০২৫ থেকে পিএম কিষানের টাকা দেওয়া শুরু হবে। কিন্তু দু তারিখেই সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না ধীরে ধীরে রাজ্য এবং জেলা ভিত্তিক আস্তে আস্তে টাকা ঢুকতে শুরু করবে। তাই প্রত্যেকেই নিজেদের ব্যাংকে গিয়ে চেক করতে পারবেন আগামী আগস্ট মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে। 
  • মোট টাকার পরিমান - ₹২০,৫০০ কোটি।
  • মোট উপভোক্তাকারী সংখ্যা - ৯.৭ কোটি কৃষক উপকৃত
  • কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই টাকা সরাসরি ব্যাংকে
  • ডিজিটাল India, Jan Dhan, Aadhaar ও মোবাইল মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল কার্যক্রম

🔶 কিভাবে দেখবেন পি এম কিষানের ঢুকছে? 

  •  আপনার ব্যাংক একাউন্টের সঙ্গে যদি মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলে পিএম কিষানের টাকা ঢোকার একটি মেসেজ আপনার মোবাইলে আসবে।
  •  এছাড়া আপনি সরাসরি ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক একাউন্ট চেক করে দেখতে পারেন পি এম কিষানের টাকা ঢুকলো কিনা।

PM-KISAN 20th Installment Amount : পি এম কিষানের ২০তম কিস্তিতে কত টাকা দিবে?

‘প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি’ (PM-KISAN) স্কিমে মোট ৩টি কিস্তিতে টাকা দেওয়া হয়। এক এক কিস্তিতে মোট ২০০০ হাজার টাকা করে মোট ৬০০০ হাজার টাকা সমস্ত কৃষকরা পেয়ে থাকে। এবারের কিস্তিটি হলো পি এম কিষান এর ২০তম কিস্তি যা ২০২৫ সালের অগাস্ট থেকে দেওয়া শুরু হয়েছে। 
  • পি এম কিষান ২০তম কিস্তির টাকার পরিমান ₹২০০০ হাজার টাকা।
  • তারিখ : ২রা অগাস্ট ২০২৫ থেকে শুরু 
  • পরবর্তীতে কিস্তি : ২১তম কিস্তি 
‘প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি’ (PM-KISAN)  স্কিমের সুবিধা যে সমস্ত কৃষকরা পাচ্ছেন না তারা এপলাই করুন ওই প্রয়োজনীয় নথি জমা করুন কৃষি অফিসে গিয়ে।
ওয়েবসাইট: https://pmkisan.gov.in/

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

2002 Voter List West Bengal: ভোটের লিস্ট ২০০২ দেখুন | SIR Voter List 2002 @ceowestbengal.nic.in

পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট। Voter List 2002 West Bengal. SIR Voter List 2002 PDF Download, ভোটার যাচাই সমীক্ষা কবে শুরু হবে? @ceowe...