Bhai Phota 2023 Date Time: ভাই ফোঁটা কবে ও শুভ সময় জেনে নিন ।

Bhai Phota 2023 Date Time: ভাই ফোঁটা কবে? তারিখ ও শুভ সময় জেনে নিন ।

ভাই ফোঁটা কবে? ভাই ফোঁটা ২০২৩ সময়সূচি । ভাইফোঁটা ২০২৩ । Bhai Phota 2023 । Vaifota Time 2023

Bhai Phota 2023 Date Time: কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বন। এই তেরো পার্বনের মধ্যে ভাই ফোঁটা ২০২৩ হলো বাঙালিদের এক অন্যতম উৎসব। দীপাবলির দুই দিন পরে অনুষ্ঠিত ভাইফোঁটা শুধু বাঙালীদের মধ্যে নয় সমর্গ ভারতে প্রচলিত। হিন্দুদের ভাইফোঁটা কোথাও ভাইদুজ আবার কোথাও ভাইবিজ আবার কোথাও কোথাও ভাইটিকা নামে পরিচিত। কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে সমস্ত বোনেরা তাদের ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা পড়িয়ে তাদের মঙ্গল ই দীর্ঘায়ু কামনা করে। প্রাচীন রীতি অনুসারে এই দিন বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে যমের দুয়ারে কাঁটা দিয়ে দেয় ফলে ভাইরেরা সুস্থ থাকে দীর্ঘায়ু হয়।

চলুন দেখে নেওয়া যাক এবছর পঞ্জিকা অনুযায়ী (Bangla Calendarভাইফোঁটা উৎসব কবে ও ফোঁটা দেওয়ার শুভ সময় কখন পড়েছে।

ভাই ফোঁটা কবে? Vaifota 2023

এবছর ভাইফোঁটা কবে হবে এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে। 2023 সালে ভাইফোঁটা দুদিন ধরে পালিত হবে। অর্থাৎ 14 নভেম্বর (মঙ্গলবার) ও 15 নভেম্বর (বুধবার) এই দুই দিন ধরে পালিত হবে ভাইফোঁটা উৎসব।


14 ই নভেম্বর মঙ্গলবার দিবা 2.30 মিনিট থেকে 15 ই নভেম্বর বুধবার দিবা 1. 56 মিনিট পর্যন্ত থাকবে ভাইফোঁটার সময়।

অনুষ্টানের নাম 

ভাই ফোঁটা ২০২৩

ভাই ফোঁটা কবে ২০২৩

১৪ নভেম্বর মঙ্গল বার ও ১৫ নভেম্বর ২০২৩ বুধবার ।

ভাইফোঁটা 2023 শুভ সময়সূচী

দুদিনে পড়েছে ভাইফোঁটা কিন্তু ১৫ নভেম্বর বুধবার দুপুর ১.৫৬ মিনিট ।

ভাইফোঁটা 2023  সময় 

১৫ নভেম্বর বুধবার দুপুর ১.৫৬ মিনিটে পর্যন্ত ।

সরকারি বিভিন্ন তথ্য জানতে নজর রাখুন 

sarkarisuvidha.in

ভাইফোঁটা 2023 শুভ সময়সূচী - Bhai Phota Time 2023

14 নভেম্বর মঙ্গলবার ( বাংলায় ২৭ শে কার্তিক) দুপুর ২ টা বেজে ৩০ মিনিট থেকে শুরু হচ্ছে ভাইফোঁটার সময়। পঞ্জিকা অনুসারে 14ই নভেম্বর বেলা 3টা 33 মিনিট পর্যন্ত  থাকছে শোভনযোগ। হিন্দু শাস্ত্রমতে শোভনযোগ অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। তাই 14 তারিখ ভাইফোঁটা দেওয়া শুভ।


১৫ নভেম্বর বুধবার ভাইফোঁটা দেওয়া এবারের শুভ দিন । পুঞ্জিকা মতে ১৫ নভেম্বর ভাইফোঁটা দেবার শুভ সময় হলো দুপুর ১.৫৬ মিনিট পর্যন্ত । ১৫ নভেম্বর বাংলা ২৮ কার্তিক ভাইফোঁটার দ্বিতীয়া দিবা ১।৫৬ পযন্ত থাকবে এই দ্বিতীয় থাকাকালীন ভাইফোঁটা দিতে হয় ।

ভাইফোঁটা মন্ত্র - ভাইফোঁটা কবিতা

 ভাইয়ের কপালে দিলাম ফোঁটা।

 যমের দুয়ারে পরলো কাটা।।

 যমুনা দেয় যমকে ফোঁটা।

 আমি দেই আমার ভাইকে ফোঁটা ।।

যমুনার হাতে ফোঁটা খেয়ে যম হল অমর।

আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর॥


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য ১৫ আগস্ট ২০২৫ | Independence Day Speech in Bengali 2025 | ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস বক্তৃতা 2025

স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য ১৫ আগস্ট ২০২৫ তোমরা কী স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য ২০২৫ বাংলা লেখা খুঁজতেছো? ১৫ আগস্ট ২০২৫ স্বাধীনতা দিবস ...