WB Primary TET 2023 Admit Card Download : প্রকাশিত হল প্রাইমারি টেট এডমিট কার্ড ২০২৩ ডাউনলোড লিংক ।

WB Primary TET 2023 Admit Card download

Primary TET Admit Card 2023 : পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার এডমিট কার্ড প্রকাশিত হলো আজ ২ ডিসেম্বর ২০২৩। আগামী ১০ ডিসেম্বর রবিবার প্রাইমারি টেটর পরীক্ষা, এই পরীক্ষায় বসতে ডাউনলোড করতে হবে এডমিট কার্ড আর এই এডমিট কার্ড ডাউনলোড লিংক প্রকাশিত করলো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড । 

WB Primary TET Admit Card 2023 কিভাবে ডাউনলোড করবেন এবং প্রাইমারি টেট এডমিট কার্ড ২০২৩ ডাউনলোড লিংক সমস্ত কিছু নিচে দেওয়া হলো ।

প্রাইমারি টেট এডমিট কার্ড ২০২৩ ডাউনলোড লিংক । WB Primary TET 2023 Admit Card download


Exam name

প্রাইমারি টেট ২০২৩ (Primary TET)

Board name 

ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন (WBBPE)

Exam date 

10 december 2023

Total marks 

150

WB Primary TET 2023 Admit Card

https://www.wbbpeonline.com/


প্রাইমারি টেট অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি : How to download Primary TET Admit Card West Bengal


  • টেট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনার মোবাইলে official website wbbpeonline.com টি ওপেন করুন।

  • ওয়েবসাইটি ওপেন করার পর TEACHER ELIGIBILITY TEST 2023 (TET-2023) অপসন এ ক্লিক করুন।

  • এবারে Download Admit Card এ ক্লিক করুন।

  • তারপর রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম-তারিখ দিন এবং Download এ ক্লিক করুন।

  • এবারে আপনার প্রাইমারি পরীক্ষার কোথায় পড়েছে তা দেখতে পারবেন এবং সময় সূচি ও এডমিট এর নম্বরটি দেখতে পারবেন।


প্রাইমারি টেট পরীক্ষা কেন্দ্রের কী কী ডকুমেন্ট লাগবে ?

  1. ২ কপি এডমিট কার্ড।
  2. আঁধার কার্ড অরজিনাল ।
  3. ১ কপি ফটো ।
  4. কালো বল পেন যা উত্তর লেখার জন্য।

প্রাইমারি টেট এডমিট কার্ড ২০২৩ ডাউনলোড হচ্ছে না কি করবেন ?

প্রতিবারের মতো এবারেও প্রাইমারি টেট এডমিট কার্ড ডাউনলোড করতে অনেকেরই সমস্যা হচ্ছে । ওয়েবসাইট কাজ করছে না বা সার্ভার ডাউন । এসব বিভিন্ন সমস্যার সম্মূখীন হচ্ছেন পরীক্ষার্থীরা । 


আপনিও যদি এসব সমস্যায় পড়েন তাহলে কিছুক্ষন অপেক্ষা করুন তারপর আবার চেষ্টা করুন । এই সোমবার কারণ হলো একেই সঙ্গে অসংক্ষ ছাত্রছাত্রী এই প্রাইমারি টেট এডমিট কার্ড ডাউনলোড করার জন্য ওয়েবসাইট ওপেন করছেন যার কারণে ওয়েবসাইটের সার্ভার এর সমস্যা হচ্ছে ।


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...