আধার কার্ড বায়োমেট্রিক লক/আনলক কিভাবে করবেন ? How to lock /Unlock Aadhaar Card Biometric ?

আধার কার্ড বায়োমেট্রিক লক কিভাবে করবেন? How to lock Aadhaar Card Biometric ?

Aadhaar Card Biometric Lock: আপনার আঁধার কার্ডের বায়োমেট্রিক কি লক করা আছে? যদি না করা থাকে আপনিও হয়ে যেতে পারেন প্রতারণার শিকার । নিজের অজান্তেই ব্যাংক থেকে উধাও হয়ে যেতে পারে আপনার টাকা। সাইবার প্রতারকরা বায়োমেট্রিক ছাপ চুরি করে ব্যাংক থেকে গ্রাহকের অজান্তেই তুলে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। বিগত কয়েকদিনে পশ্চিমবঙ্গে এমন অনেক অভিযোগ দেখা গিয়েছে । তা নিয়ে রীতিমতো চিন্তায় আছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সাইবার বিশেষজ্ঞরা।


আধার কার্ডের জালিয়াদের হাত থেকে রক্ষা পেতে আজই লক করে ফেলুন আপনার আধার কার্ডের বায়োমেট্রিক ছাপ। আজকের ডিজিটাল ভারতে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে অনেক কাজ সহজেই করা যায়। জমি রেজিস্ট্রেশন থেকে শুরু করে ব্যাংকের টাকা তোলা এমন অনেক কাজেই ব্যবহৃত হয় ফিঙ্গারপ্রিন্ট। সাইবার বিশেষজ্ঞদের মতে হ্যাকাররা সাধারণত এইসব জায়গায় ব্যবহৃত ফিঙ্গারপ্রিন্ট হ্যাক করে তুলে নিচ্ছে ব্যাংক থেকে গ্রাহকের টাকা। তাই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আজই লক করে ফেলুন আপনার আধারকার্ডের বায়োমেট্রিক ছাপ। কিভাবে আপনার আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য লক করবেন তা দেখে নিন :


বায়োমেট্রিক লক করার পদ্ধতি: Aadhaar Card Biometric Lock Process 2024

  •  আধার কার্ড বায়োমেট্রিক লক করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ টি Open করুন ।

  •  এরপর ওয়েবসাইটি ওপেন হওয়ার পর LOGIN এ ক্লিক করুন।

  •  আপনার আধার নাম্বার ও ক্যাপচা কোর্ড এবং রেজিস্ট্রেশন মোবাইল নম্বর আসা OTP দিয়ে login করুন।

  •  এরপর আপনার আধার নাম্বার ও ক্যাপচা কোর্ড টি দিয়ে OTP অপশনে ক্লিক করুন।

  •  আপনার রেজিষ্টার মোবাইল নম্বরে ছয় সংখ্যার একটি  OTP আসলে সেটি দিয়ে লগইন করুন।

  •  লগইন করার পর হোমপেজে আসা lock / unlock biometric অপশনটিতে ক্লিক করুন।

  •  এরপর Screen এ বায়োমেট্রিক লক করলে যেসব সুবিধা পাওয়া যায় সেসব দেখে নিয়ে Next অপশনে ক্লিক করতে হবে।

  • তারপর "I Understand that after locking my biometric, I will not be able to perform biometric authentication until I unlock my Biometrics" টিতে টিক দিন এবং Next অপসন এ ক্লিক করুন ।

  • আপনার বায়োমেট্রিক লকটি সফল হবে।


তবে মনে রাখবেন আপনার আধার কার্ডের বায়োমেট্রিক লক একবার হয়ে গেলে সেটি আনলক করা না প্রযন্ত আপনি আঙুলের ছাপ (FingerPrint)/চোখের ছবি(Iris) /মুখের ছবি(Face) দিয়ে কোন কাজ করতে পারবেন না। Biometric lock যেহেতু আধার কার্ডের নিরাপত্তা বজায় রাখে সেহেতু Authentication  ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন না।একবার বায়োমেট্রিক তথ্য লক হয়ে গেলে প্রতারকরাও আপনার আঙুলের ছাপ ব্যবহার করে নিজের অজান্তে টাকা তুলতে পারবে না। এবং আপনি আধার কার্ডের জালিয়াতের হাত থেকে রক্ষা পাবেন।

এবার দেখে নিন কিভাবে বায়োমেট্রিক তথ্য আনলক করবেন।


আধার বায়োমেট্রিক আনলক করার পদ্ধতি : Aadhaar Card Biometric UnLock


  • আধার বায়োমেট্রিক আনলক করার জন্য সবার প্রথমে UIDAI এর এই https://uidai.gov.in/ ওয়েবসাইটটিতে আসতে হবে।

  • এরপর আপনার সামনে My Aadhar On Portal For All Online Service এই লেখাটি আসলে এটিতে ক্লিক করতে হবে 

  • এরপর LOGIN এ ক্লিক করতে হবে।

  • এরপর আপনার আধার নাম্বার ও ক্যাপচা কোর্ড টি দিয়ে OTP অপশনে ক্লিক করতে হবে ।

  • আপনার রেজিস্টার ফোনে ছয় সংখ্যার একটি  OTP আসলে সেটি দিয়ে লগইন করতে হবে।

  • লগইন করার পর হোমপেজে আসা lock and unlock biometric অপশনটিতে ক্লিক করতে হবে।

  •  বায়োমেট্রিক আনলক করার জন্য আপনি unlock biometric temporarily ও unlock biometric permanently অপশন দেখতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী যে কোন একটি অপশন সিলেক্ট করলেই বায়োমেট্রিক আনলক হয়ে যাবে।


মোবাইলে অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য লক করার পদ্ধতি : Aadhaar Card Biometric Lock on Mobile App


আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে mAadhaar অ্যাপ থেকে বায়োমেট্রিক লক কিভাবে করবেন তা দেখে নিন।


  • সর্বপ্রথম আপনার ফোনের Play Store থেকে mAadhaar অ্যাপটি ডাউনলোড করে নিন।

  • এরপর আপনার ভাষা select করুন।

  • এরপর আপনার আধার কার্ডের নম্বর দিয়ে Regester করে নিন।

  •  আধার নম্বর দেওয়ার পর আপনি একটি OTP পাবেন তা দিয়ে লগইন করুন।

  • এরপর হোমপেজ My Aadhaar অপশনটি ক্লিক করুন।

  • এরপর হোমপেজে আসা lock biometric অপশনটিতে ক্লিক করে আপনার বায়োমেট্রিক তথ্য লক করে নিন।


আপনার বায়োমেট্রিক তথ্য লক হয়ে গেলে অন্য কেউ আর আপনার আঙ্গুলের ছাপ চুরি করে টাকা তুলতে পারবে না। কেউ যদি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে টাকা তুলতে চায় তাহলে আপনার কাছে একটি OTP আসবে।


mAadhaar অ্যাপের মাধ্যমে কিভাবে বায়োমেট্রিক আনলক করবেন :


  • Play Store থেকে mAadhaar অ্যাপটি ডাউনলোড করে নিন।

  • এরপর আপনার আধার কার্ডের নম্বর দিয়ে রেজিস্টার করে নিন।

  • হোম পেজে মাই আধার অপশনটিতে এসে আনলক বায়োমেট্রিক অপশনটিতে ক্লিক করে আপনার আধার কার্ডের বায়োমেটিক তথ্য আনলক করে নিন।


কেন্দ্র সরকারের নির্দেশ মতে সাইবার প্রতারকের হাত থেকে রক্ষা পেতে আজই লক করে নিন আপনার বায়োমেট্রিক তথ্য।


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

PMAY ঘরের তালিকা 2024 : প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা ২০২৪ | Pradhan Mantri Awas Yojana List Check West Bengal

Pradhan Mantri Awas Yojana West Bengal আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এখনো না পেয়ে থাকেন, তাহলে একটু গুরুত্বপূর্ণ খবর হলো ২০২৩ সালের ...