PMAYG WEST BENGAL |
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2024 নতুন লিস্ট, গ্রাম পঞ্চায়েত ঘরের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প "প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ"(PMAYG) চালু করা হয়েছে।
বিনামূল্যে সরকারি ঘরের সুবিধার জন্য পূর্বে ইন্দ্রিয়া আবাস যোজনা ছিল।
এই যোজনা 2024 প্রযন্ত বর্ধিত করা হয়েছে। 2024 সালের মধ্যে গোটা ভারতীবর্ষের গ্রামীণ এলাকাগুলিতে এই ঘরের কাজ সম্পূর্ণ করা হবে।
এই যোজনার আওটায় ২.৯৫ কোটি পাকা বাড়ি দেওয়ার প্রকল্প রয়েছে।
পশ্চিমবঙ্গের সমস্ত জেলা ও গ্রাম গুলিতে এই যোজনার ঘর দেওয়া চলছে ২০২২ সালে লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নতুন লিস্ট ২০২৪ প্রকাশিত হয়েছে।
আজকে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সম্পর্কিত যাবতীয় সমস্ত তথ্য আপনাদের মাঝে তুলে ধরছি।
Sarkarisuvidha.in ওয়েবসাইটে আমরা পশ্চিমবঙ্গের সরকারি সমস্ত প্রকল্পের সঠিক তথ্য দিয়ে থাকি। বিগত ৪ বছর ধরে আমরা এই নিয়ে আপনাদের আপডেট দিয়ে আসছি।
আজকের এই প্রতিবেদনটি পড়ার পর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (PMAYG) সম্পর্কিত সমস্ত তথ্য জানতে পারবেন।
PMAY-G প্রধানমন্ত্রী আবাস যোজনা ২০২৪
Pradhan Mantri Awas Yojana Grammin সম্পর্কিত তথ্য ।
প্রধানমন্ত্রী আবাস যোজানা গ্রামীণ যোগ্যতা ।
এই প্রকল্পের উদ্যেশে গুলি কী কী?
প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা ।
প্রধামনন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আবেদন পদ্ধতি ২০২৪।
প্রধানমন্ত্রী আবাস যোজানা গ্রামীণ কত টাকা দেওয়া হয় ?
প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট
প্রধানমন্ত্রী আবাস যোজনা পশ্চিমবঙ্গ
আবাস যোজনা ঘরের লিস্ট
প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ম
প্রধানমন্ত্রী আবাস যোজনা কত টাকা
গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট
ইত্যাদি সম্পর্কিত সমস্ত তথ্য জানতে পারবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2024 : PMAY Gramin List West Bengal
PMAYG হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প । এই যোজনায় গ্রামে বসবাসকারী মানুষদের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যেই ২৫ ফুট পাকা বাড়ি তৈরী জন্য এই PMAYG কেন্দ্রীয় সরকার ঘোষণা করেন।
গ্রামে অনেকেই রয়েছেন যে তাদের পরিবারের বাসস্থানের জন্য ঘর নেই, দিন এনে দিন চলে ঘর করবে কী করে। এই সমস্ত গ্রামীণ পরিবারদের বিনামূল্যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ঘরের সুবিধার পেয়ে থাকেন।
About Pradhan Mantri Awas Yojana Gramin West Bengal
এবারে চলুন এই সুবিধার পাওয়ার জন্য কারা কারা যোগ্য এবং কিভাবে এই লিস্ট তৈরী হয় জানা যাক।
যোগ্যতা: প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ২০২৪
এই যোজনা জন্য PMAYG এর কিছু নির্দেশিকা রয়েছে। যারা উক্ত গাইডলাইনে যোগ্য একমাত্র তারাই এই আবাস প্রকল্পের ঘর পাবেন।
নিচে গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলি তুলে ধরা হল -
গ্রামীণ যে পরিবার গৃহহীন।
যাদের বাড়ি কোন পাকা পারি নেই অর্থাৎ টিন সেড এর বাড়ি বা মাটির বাড়ি বা পাঠকাঠির ঘর - ইত্যাদি পরিবার এই সুবিধার জন্য যোগ্য।
২৫ বছরের বেশি প্রাপ্তবয়স্ক স্বাক্ষরবিহীন।
যব কার্ড অন্তর্ভুক্ত কর্মী।
যেই পরিবারের প্রাপ্তবয়স্ক (১৬-৫৯) কোন পুরুষ নেই।
বাড়ির অক্ষম প্রাপ্তবয়স্ক পুরুষ যার উপর পরিবারের দায়িত্ব।
ভূমিহীন শ্রমিক / দিনমুজুর শ্রমিক
দারিদ্র সীমার নিচে যে পরিবার।
এছাড়া SC/ST সম্প্রদায়ভুক্ত দরিদ্র পরিবার এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য যোগ্য।
উদ্দেশ্য: প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন
এই যোজনার প্রধান এবং মুখ্য উদ্দেশ্য হলো ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামের সাধারণ মানুষ যাদের বাড়ি ঘর নেই এবং যারা কাঁচা বাড়িতে বসবাস করে ঝড় বৃষ্টি তাকে থেকে দুর্যোগে হাত থেকে বাঁচার জন্য যাদের কাছে ঘর নেই। সেই সমস্ত পরিবারদের একটি করে পাকা বাড়ি গড়ে তোলার উদ্দেশ্যেই এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার।
ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই প্রকল্পের সুবিধা অনেকেই পেয়েছেন এবং ২০২২ সালে এই প্রকল্পের কাজের সংখ্যা বাড়ানো হয়েছে চা 2024 এর মধ্যে গোটা ভারতবর্ষের সমস্ত গ্রামগুলিতে এই যোজনার মাধ্যমে বিনামূল্যে সরকারি ঘর দেওয়ার তার সম্পূর্ণ হবে।
তাই যাদের নাম ২০২৩ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নতুন লিস্টে নাম নেই তাদের পরবর্তীতে এই যোজনার নাম আসবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের সুবিধা
এই যোজনার দ্বারা প্রত্যেক পরিবারকে একটি করে পাখা বাড়ির সুবিধা।
মোট তিনটি কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা।
২৫ মিটার দীর্ঘ একটি পাকা বাড়ির গড়ে তোলা।
গৃহহীন পরিবারের পছন্দের সপরিবারে থাকার জন্য মাথার উপর ছাদের ব্যবস্থাপনা।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট থেকে কারা কারা বাদ পড়বেন?
কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প থেকে যারা যারা বাদ যাবে এই প্রকল্প থেকে সেগুলি নিচে বলা হলো।
যেই পরিবারে মোটরসাইকেল দু চাকা এক চাকা চারচাকা গাড়ি রয়েছে বা কৃষি ক্ষেত্রে ব্যবহৃত কোন যন্ত্র রয়েছে যেমন ট্রাক্টর - এই সমস্ত পরিবার এই যোজনা থেকে বাদ যাবেন।
যে সমস্ত পরিবারের এক বা একাধিক পাখা বা ছাদ দেওয়া বাড়ি রয়েছে তারা এই যোজনার সুবিধা পাবেন না।
যদি কোন পরিবারে একজন ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে থাকেন এবং যার বেতন নূন্যতম ১০ হাজার টাকার উপরে রয়েছে সেক্ষেত্রে সেই পরিবার এই যোজনা থেকে বাদ পড়বে।
সমস্ত রকম বড় ব্যবসা-জীবীরা এই যোজনা থেকে বাদ পড়বে।
যদি কোন পরিবার সরকারি ট্যাক্স দিয়ে থাকে সেই পরিবার এই যোজনা থেকে বাদ যাবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আবেদন পদ্ধতি : PMAYG Online Apply https://pmayg.nic.in
২০১৪ সালের সার্ভে অনুযায়ী ভারত সরকারের কাছে গোটা ভারতবর্ষের গ্রামীণ দরিদ্র পরিবারের নামের তালিকা রয়েছে। সেই তালিকা অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘরের নামের তালিকা প্রকাশিত হয়।
কিন্তু আপনি চাইলে আপনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনে অন্তর্ভুক্ত করতে পারেন।
কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্টে ঘরের জন্য আবেদন করবেন। নিচে বিস্তারিত বলা হলো -
প্রথমত যদি আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তালিকায় আপনার নাম খুঁজে না পান। তাহলে আপনি এই যোজনা সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন।
আবেদন করার আগে আপনার সমস্ত যোগ্যতা থাকা প্রয়োজন যা আমরা উপরে উল্লেখিত করেছি।
এরপর আপনি অনলাইনে প্রধানমন্ত্রী আবাস যোজনা অফিসের ওয়েবসিতে গিয়ে আবেদন করতে পারেন।
কিংবা আপনার নিকটবর্তী ভিডিও অফিসে গিয়ে আপনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় নথিভুক্ত সমেত আবেদন করতে পারেন।
Docoments: প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
যদি আপনি ভিডিও অফিসে গিয়ে আপনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্টে তোলার জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনে ডকুমেন্ট সঙ্গে জমা দেবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে তার নিচে বলা হল -
আধার কার্ড
ভোটার কার্ড
জব কার্ড থাকলে জব কার্ড।
ডিজিটাল রেশন কার্ড।
আপনার অঞ্চল থেকে ইনকাম সার্টিফিকেট।
আপনার বাড়িতে কোনরকম পাকা বাড়ি নেই তার সংসার পত্র গ্রাম পঞ্চায়েতের।
ইত্যাদি সমেত এবং একটি আবেদনে এই যোজনার জন্য আবেদন করতে পারেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন নতুন লিস্ট চেক করার পদ্ধতি ২০২৪
এখানে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তালিকা ২০২৪ চেক করবেন।
স্টেপ ১) প্রথমে আপনার যে কোন ব্রাউজারে গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করুন অথবা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন।
rhreporting.nic.in/netiay/Benificiary.aspx
স্টেপ ২) PMAYG তালিকা চেক করার জন্য আপনার রাজ্যের নাম > জেলার নাম > ত্বকের নাম > পঞ্চায়েতের নাম > লিস্টের সাল - সঠিকভাবে সিলেক্ট করুন।
স্টেপ ৩) এবারে নিচে দেওয়া সল্ভ করুন এবং সাবমিট করুন।
স্টেপ ৫) এখন আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নতুন লিস্ট দেখতে পাবেন। সেখান থেকে আপনার নামটি খোঁজার চেষ্টা করুন।
হেল্পলাইন নাম্বার : প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ
1800-11-6446
1800-11-8111
support-pmayg[at]gov[dot]in
helpdesk-pfms[at]gov[dot]in
website- pmayg.nic.in
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সম্পর্কিত প্রশ্ন উত্তর
১) প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকার পরিমান?
উত্তর - প্রধানমন্ত্রী আবাস যোজনায় মোট তিন কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করা হয়।
২) প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন নতুন লিস্ট ২০২৪ পশ্চিমবঙ্গ।
উত্তর - PMAYG লিস্ট দেখার জন্য অফিসের ওয়েবসাইটে গিয়ে বেনি Benificiary details ক্লিক করুন এবং আপনার রাজ্য জেলা ব্লক এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে Submit করুন।
৩) প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কত টাকা দেওয়া হয় ?
উত্তর - PMAYG এ টাকার পরিমান ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয় ।
কোন মন্তব্য নেই