PMAY Gramin Final List 2023 : প্রকাশিত হলো ফাইনাল প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট ২০২৩

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট ২০২৩
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট ২০২৩ 

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে । আজকে আমরা দেখবো এই লিস্ট কিভাবে দেখতে হয় । ২০২২ সালের ডিসেম্বর থেকে এই সরকারি ঘর নিয়ে বেশ ঝামেলা চলে আসছে । এখনো এই যোজনার টাকা পাচ্ছেন না উপভোক্তারা ।


২০২৩ সালের মার্চ মাস এসেই পড়ছে অথচ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের কোনো পাত্তা নেই । গ্রামে গ্রামে যাদের নাম ছিল তাদের সকলের মনে একটাই জিজ্ঞাসা কবে ডুকবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ।


এরই মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নতুন লিস্টি ২০২৩ চেক করে নিতে পারেন কোনো নতুন আপডেট এসেছে কিনা দেখেনিন।


প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট চেক ২০২৩ - Pradhan Mantri Awas Yojana Gramin List Check West Bengal 2023  


এবারে আমরা দেখবো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অর্থাৎ গ্রামের সরকারি ঘরের লিস্ট কিভাবে অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা চেক করতে পারবেন ।


  • প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট চেক করার জন্য প্রথমে আপনি গুগল এ গিয়ে সার্চ করুন pmayg.nic.in 

  • তারপর সরকারি অফিসিয়াল ওয়েবসাইট pmayg.nic.in এ ক্লিক করুন ।

  • এবারে আপনি PRADHAN MANTRI AWAAS YOJANA-GRAMIN অফিসিয়াল ওয়েবসাইট এ এসেছেন ।

  • ওয়েবসাইটির উপরে about এই পাশেই Awaassoft ট্যাব দেখতে পারবেন ওখানে ক্লিক করুন ।

  • Awaassoft এ ক্লিক করার পর দ্বিতীয় অপসন এ Report বলে একটি অপসন দেখতে পারবেন ওখানে ক্লিক করুন ।

  • ছবি :

    pradhan mantri awas yojana gramin list check 2023

  • এবারে একটি নতুন ওয়েবপেজ ওপেন হবে https://rhreporting.nic.in এবারে একদম নিচে চলে যান H নম্বর এ দেখতে পারবেন H. Social Audit Reports

  • Social Audit Reports এর নিচে Beneficiary details for verification এই অপসন এ ক্লিক করুন ।

  • এবারে রাজ্য West Bengal সিলেক্ট করে > তারপর জেলা > তারপর ব্লক > তারপর গ্রামপঞ্চায়েত > তারপর ২০২২-২৩> তারপর Pradhan mantri awas yojana gramin > তারপর নিচের দেওয়া ক্যাপচা সল্ভ করে Submit এ ক্লিক করলেই - প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নতুন লিস্ট দেখতে পারবেন ।

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...