প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট ২০২৩ |
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে । আজকে আমরা দেখবো এই লিস্ট কিভাবে দেখতে হয় । ২০২২ সালের ডিসেম্বর থেকে এই সরকারি ঘর নিয়ে বেশ ঝামেলা চলে আসছে । এখনো এই যোজনার টাকা পাচ্ছেন না উপভোক্তারা ।
২০২৩ সালের মার্চ মাস এসেই পড়ছে অথচ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের কোনো পাত্তা নেই । গ্রামে গ্রামে যাদের নাম ছিল তাদের সকলের মনে একটাই জিজ্ঞাসা কবে ডুকবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ।
এরই মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নতুন লিস্টি ২০২৩ চেক করে নিতে পারেন কোনো নতুন আপডেট এসেছে কিনা দেখেনিন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট চেক ২০২৩ - Pradhan Mantri Awas Yojana Gramin List Check West Bengal 2023
এবারে আমরা দেখবো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অর্থাৎ গ্রামের সরকারি ঘরের লিস্ট কিভাবে অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা চেক করতে পারবেন ।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট চেক করার জন্য প্রথমে আপনি গুগল এ গিয়ে সার্চ করুন pmayg.nic.in
তারপর সরকারি অফিসিয়াল ওয়েবসাইট pmayg.nic.in এ ক্লিক করুন ।
এবারে আপনি PRADHAN MANTRI AWAAS YOJANA-GRAMIN অফিসিয়াল ওয়েবসাইট এ এসেছেন ।
ওয়েবসাইটির উপরে about এই পাশেই Awaassoft ট্যাব দেখতে পারবেন ওখানে ক্লিক করুন ।
Awaassoft এ ক্লিক করার পর দ্বিতীয় অপসন এ Report বলে একটি অপসন দেখতে পারবেন ওখানে ক্লিক করুন ।
ছবি :
এবারে একটি নতুন ওয়েবপেজ ওপেন হবে https://rhreporting.nic.in এবারে একদম নিচে চলে যান H নম্বর এ দেখতে পারবেন H. Social Audit Reports
Social Audit Reports এর নিচে Beneficiary details for verification এই অপসন এ ক্লিক করুন ।
এবারে রাজ্য West Bengal সিলেক্ট করে > তারপর জেলা > তারপর ব্লক > তারপর গ্রামপঞ্চায়েত > তারপর ২০২২-২৩> তারপর Pradhan mantri awas yojana gramin > তারপর নিচের দেওয়া ক্যাপচা সল্ভ করে Submit এ ক্লিক করলেই - প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নতুন লিস্ট দেখতে পারবেন ।
কোন মন্তব্য নেই