কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ৮০ হাজার কর্মী নিয়োগ, মাধ্যমিক পাসে করা যাবে আবেদন | SSC GD Constable Recruitment 2022-23

কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ৮০ হাজার কর্মী নিয়োগ


SSC GD Constable Recruitment 2022-23:

কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে প্রায় ৮০ হাজার এসএসসি কনস্টবল (SSC GD Constable) পদে অতি শীগ্রই নিয়োগ করা হবে বলে ঘোষণা করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।


ডিসেম্বর মাসেই শুরু হবে আবেদন। মাধ্যমিক পাসের যোগ্যতা হলেই করা যাবে আবেদন। বেতন মিলবে 30-40 হাজার টাকা।


পশ্চিমবঙ্গ রাজ্যের আবেদন প্রার্থীরা এই কেন্দ্রীয় পুলিশ বাহিনীর জন্য আবেদন করতে পারবে।


চাকরির প্রার্থীদের জন্য সুখবর আবারও বড়ো শুন্যপদে নিয়োগ হতে চলছে কেন্দ্রীয় পুলিশ।


SSC GD Constable Recruitment 2022-23


পোস্ট নাম : কেন্দ্রীয় পুলিশ বাহিনী নিয়োগ 2022-23

মোট শুন্যপদ : প্রায় ৮০ হাজার

পোস্ট : রাইফেল ম্যান এবং কনস্টবল 

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস 

অফিসিলাল নোটিফিকেশন : ডিসেম্বর 2022

আবেদন ফী : 100 টাকা।


৮০ হাজার কেন্দ্রীয় পুলিশ কর্মী নিয়োগ 2022 - 23

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রলায় তরফে ঘোষণা করা হয়েছে যে 2023 সালে শুরুতেই কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে প্রায় 80 হাজার কর্মী নিয়োগ করা হবে।


2022 সালের ডিসেম্বর মাসে প্রকাশিত হবে অফিসিয়াল নোটিফিকেশন।


মোট শূন্যপদ প্রায় ৮০ হাজার 

  • কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে প্রায় ৮০ হাজার সেনা নিয়োগ।

  • আসাম রাইফেলস,সীমান্ত নিরাপত্তা, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা,পুলিশ ফোর্স,(BSF, CISF, CRPF, ITBP, SSB, NIA, SSF and AR) ইত্যাদি পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা


  • যে কোনো রাজ্য থেকে মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে।

বয়স 

  •  বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে।

  • ST/SC Or OBC - হলে 5 বছরের ছাড় দেওয়া হবে অর্থাৎ 18 থেকে 28 বছর।


আবেদন ফী

  •  আবেদন করার জন্য শুধুমাত্র 100 টাকা লাগবে।


আবেদন পদ্ধতি 

  • আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে ।

  • ssc.nic.in ওয়েবসাইট দ্বারা অনলাইন পদ্ধতিতে আবেদন করা যাবে ।


Important Dates : গুরুত্বপূর্ণ তারিখ 

  • আবেদনের তারিখ : শীগ্রই প্রকাশিত হবে 

  • শেষ তারিখ :.......


Important Links 


Apply Online

Registration | login

Official notification 

Available Soon

Official website 

ssc.nic.in

Home 

Click here 


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

PMAY ঘরের তালিকা 2024 : প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা ২০২৪ | Pradhan Mantri Awas Yojana List Check West Bengal

Pradhan Mantri Awas Yojana West Bengal আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এখনো না পেয়ে থাকেন, তাহলে একটু গুরুত্বপূর্ণ খবর হলো ২০২৩ সালের ...