TOTO Registration West Bengal TTEN : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী এবারে করতে হবে টোটো রেজিস্ট্রেশন। বাইক বা গাড়ির মত এবারে টোটো রেজিস্ট্রেশন করতে হবে, থাকবে টোটোর নম্বর প্লেট। Toto Registration ১ বছর এবং ১ ৮ মাসের জন্য করা যাবে, রেজিস্টেশন শেষ হলে করতে হবে রেজিস্ট্রেশন আপডেট ।
আগামী ৩০সে নভেম্বরের মধ্যে সমস্ত টোটো চালকদের রেজিস্ট্রেশন করতে হবে। টোটো রেজিস্ট্রেশন করা যাবে RTO অফিসের মাধ্যমে বা অনলাইনে TTEN OFFICIAL ওয়েবসাইট দিয়ে। এখন থেকে টোটো রেজিস্ট্রেশন ছাড়া কোন টোটো রাস্তায় চলাফেরা করতে পারবে না তাই অবশ্যই আপনাদের যাদের TOTO বা E-RIKSHA রয়েছে তারা নির্ধারিত সময়ের আগেই আপনাদের টোটো রেজিস্ট্রেশন করে নেবেন এবং নম্বর প্লেট কালেকশন করে নেবেন।
টোটো রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন?
টোটো রেজিস্টেশন করতে কত টাকা লাগবে?
রেজিস্টেশন করতে টোটোর কি কি কাগজ লাগবে ?
টোটো রেজিস্টেশন সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন?
টোটো রেজিস্টেশন QR কোর্ড কিভাবে ডাউনলোড করবেন ?
সমস্ত কিছু নিয়ে সঠিক তথ্য আপনাদের জন্য তুলে ধরা হলো। এই লেখাটি পড়ার পর আপনার টোটো রেজিস্ট্রেশন নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। নিজে বিস্তারিত আলোচনা করা হলো দেখে নিন।
Toto Registration Important Documents: টোটো রেজিস্ট্রেশন করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে
আঁধার কার্ড
মোবাইল নম্বর (OTP)
আবেদনকারীর রক্তের গ্রূপ ।
ব্যাঙ্ক এর তথ্য ।
টোটোর নথি - টোটো প্রস্তুতকারকের নাম, মডেল , চ্যাসিস নম্বর, মোটর নম্বর , মোটরের পাওয়ার , টোটোর রং ইত্যাদি ।
ড্রাইভিং লাইসেন্স ( না থাকলেও হবে )
আবেদনকারীর ফটোকপি।
টোটোর ছবি ।
টোটোর বিল অথবা self-declaration form.
WBSEDCL Meter Number.
এই সমস্ত ডকুমেন্ট লাগবে টোটো রেজিস্টেশন করতে । যদি কারো ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলেও করতে পারবেন রেজিস্টেশন ।
How to Apply for TOTO registration Online: টোটো রেজিস্ট্রেশন পদ্ধতি
Toto registration Online TTEN: অনলাইনেই করা যাবে টোটোর রেজিস্ট্রেশন। ওয়েবসাইট মাধ্যমে করতে পারবেন আপনার টোটোর রেজিস্ট্রেশন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে টোটো রেজিস্ট্রেশন করবেন? প্রত্যেকটি স্টেপ ভালো করে পড়ুন সঠিক তথ্য আপনাদের জন্য তুলে ধরা হয়েছে ।
স্টেপ ১ : প্রথমেই আপনাকে টোটো রেজিস্ট্রেশন করার জন্য পশ্চিমবঙ্গের সরকারি Toto registration website tten-wb.in টি ওপেন করুন।
স্টেপ ৩ : আপনার টোটো প্রস্তুতকারক কোম্পানির নাম দেখুন -
এবারে আপনার সামনে একটি Important notice দেখাবে যার নিচে Download PDF এই পিডিএফ টি ডাউনলোড করুন এবং আপনার টোটো প্রস্তুতকারকের নাম খুঁজে নিন । কারণ এই লিস্ট এ যে সমস্ত কোম্পানির নাম আছে শুধুমাত্র সেই টোটোগুলির রেজিস্টেশন করা যাবে । যদি নাম না থাকে আপনার টোটো পস্তুতকারকের নাম তাহলে রেজিস্টেশন করা যাবে না ।
স্টেপ ২ : Apply for TTEN
এখন Apply for TTEN অপসন এ ক্লিক করার পর Login to TTEN অপসন আসবে সেখানে মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফাই করুন ।
এখন আপনার How to Apply for TTEN ফর্ম খুলে যাবে নিচে এক এক করে প্রত্যেক স্টেপগুলি কিভাবে পূরণ করবেন দেয়া হলো ।
স্টেপ ২ : Aadhar Related Information -
এখন একটি নতুন পেজ খুলবে আঁধার নম্বর লিখুন এবং টিক বক্স এ ক্লিক করে SEND OTP করুন এবং OTP দিয়ে NEXT করুন । আপনার আঁধার কার্ডের নাম , জন্মতারিখ ঠিকানা সব চলে আসবে ।
কোথাও বুজতে না পারলে ছবি দেখে নিন -
স্টেপ ২ : Personal Details লিখুন -
এখানে আপনার Blood Group, Bank Name, IFSC Code, Branch, Account Number - সমস্ত তথ্য দিয়ে NEXT করুন।
স্টেপ ২ : TOTO Details দিন -
এবারে টোটোর বিভিন্ন তথ্য দিতে হবে - District(জেলা ), Police Station(), RTO/ARTO, TOTO Maker/Manufacture(), TOTO Model, Chassis Number, Motor Number, Motor Power, TOTO Color, WBSEDCL Meter Number, এবং কে আপনার টোটো চালায় আপনি নিজেই চলে self, যদি আপনি না চালান তাহলে no দিবেন এবং চালকের মোবাইল নম্বর দিতে হবে , ড্রাইভিং লাইসেন্স (না থাকলেও হবে )।
টোটো চালকের ছবি/ফটো আপলোড করুন এবং টোটোর ছবি আপলোড করুন তারপর NEXT করুন।
স্টেপ ২ :Dealer Details লিখুন -
আপনার টোটোর ডিলারের নাম লিখুন এবং ঠিকানা লিখুন (এই তথ্যগুলি আপনার টোটোর বিল এ পাবেন )। NEXT করুন।
স্টেপ ২ : Reference Document Details -
এই স্টেপে আপনার টোটোর বিলের রিসিপ্ট কপিটি আপলোড করতে হবে Invoice নম্বর দিয়ে। যদি বিল রিসিপ্ট কপি না থাকে তাহলে Do you have an Invoice? অপসন এ NO করে একটি ফর্ম ডাউনলোড করুন এবং ফর্মটি বের করে Fill-up করে আপলোড করেন NEXT করুন ।
স্টেপ ২ : Declaration & Consent -
শেষ ধাপে আমরা চলে এসেছি এখানে ঘোষণাপত্র হিসাবে নিচে একটি টিক বাক্স এ ক্লিক করুন এবং Submit Application করার পর একটি WB0989876876 এরকম একটি এপ্লিকেশন নম্বর পাবেন লিখে রাখুন।
স্টেপ ২ : Payment Process করুন
Payment করার জন্য My Applications এ গিয়ে WB0989876876 আপনার নম্বর পাশে Payment দেখতে পারবেন সেখানে ক্লিক করুন । আপনি কত বছরের জন্য রেজিস্টেশন করতে চান সিলেক্ট করে পেমেন্ট করুন ।
Toto Registration Fee
Rs. 1740 1year
Rs. 2940 18month
আপনার টোটো রেজিস্টেশন সম্পূর্ণ হয়েছে । এখন আপনার রেজিস্টেশন সার্টিফেকেট এবং QR কোড কিভাবে ডাউনলোড করবেন দেখে নিন ।
Toto registration Certificate Download - টোটো রেজিস্টেশন সার্টিফিকেট ডাউনলোড
টোটো রেজিস্টেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য My Applications এ যান এবং আপানার Applications Number এর পাশে দেখুন APPROVED হইয়েছে কি না , যদি APPROVED হয়ে যায় তাহলে ডান দিকে দেখুন সার্টিফিকেট (Certificate) লেখা রয়েছে সেখানে ক্লিক করে ডাউনলোড করুন আপনার টোটো রেজিস্টেশন সার্টিফিকেট সার্টিফকেতে এবং QR কোডটি ডাউনলোড করার জন্য সার্টিফিকেট এর পাশে দেখুন।
কোন মন্তব্য নেই