WB Primary TET 2023 Result: প্রাইমারি টেট রেজাল্ট 2023 প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট আজ সন্ধ্যে ছটায় প্রকাশিত করেছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড। যারা যারা ২০২৩ সালে WB Primary TET এক্সাম দিয়েছিলেন তারা তাদের রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবেন। ২০২৩ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৭৩ হাজার ১৪৭ জন যার মধ্যে পাস করেছে মোট ৬৭৫৪ জন।
২০২০ সালের পরীক্ষা তুলনামূলকভাবে কঠিন হওয়ায় এবারে কিন্তু পাশের হার খুবই কম। ২০২৩ সালের প্রাইমারি টেট রেজাল্ট অনুযায়ী হাইয়েস্ট প্রথম স্থান অধিকার করেছেন INA SHING যার প্রাপ্ত নম্বর ১২৫। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট পরীক্ষা হয় ১৫০ নম্বরে যার মধ্যে প্রথম স্থান যিনি অধিকার করেছেন তিনি একজন মেয়ে যার প্রাপ্ত নম্বর ১২৫ এবং প্রথম ১০শে রয়েছেন ৬৪ জন পরীক্ষার্থী।
আপনাদের সুবিধার্থে নিচে আমরা সমস্ত পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিচ্ছে আপনারা দেখে নিতে পারবেন।
How to download Primary TET 2023 Result? কিভাবে প্রাইমারি টেট ২০২৩ রেজাল্ট দেখবেন
WB Primary TET: ২৪ শে সেপ্টেম্বর সন্ধ্যে ছটা থেকে প্রাইমারিতে ২০২৩ এর রেজাল্ট দেখতে পারবেন সকলে কিভাবে আপনাদের রেজাল্ট দেখবেন স্টেপগুলি নিচে বলে দেয়া হলো -
- প্রথমেই আপনার যে কোন ব্রাউজারে ওপেন করুন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbbprimaryeducation.org
- অফিসিয়াল ওয়েবসিতে ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর একদম নিচের দিকে চলে যান দেখে দেখতে পাবেন WB Primary TET 2023 - এখানে ক্লিক করুন।
- এর পর একটি নতুন পেজ ওপেন হবে Check Result অপশন ক্লিক করুন।
- এখন আপনার Registration No এবং BOB টি সঠিক ভাবে দিয়ে Check Result এ ক্লিক করুন।
- এবারেই চলে আসবে আপনার Primary TET 2023 Result.
আপনার মোট কত নম্বর পেয়েছেন সমস্ত কিছুই তথ্য পেয়ে যাবেন প্রাইমারি টেটে পাস করার জন্য ক্যাটাগরি ওয়াইফ যে কাট অফ হয়েছে সেই কাট অফ অফ ক্লিয়ার করলে আপনি পাস করে যাবেন।
প্রাইমারি চাকরির মোট শূন্য পদ প্রকাশ করল প্রাইমারি বোর্ড
আজকে এর দিকে প্রকাশিত হয়েছে প্রাইমারি টেট ২০২৩ এর রেজাল্ট এর সঙ্গে প্রাইমারি চাকরির ভ্যাকান্সি অর্থাৎ মোট শুন্যপদ প্রকাশিত হয়েছে। প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের জন্য ক্লাস I থেকে V শিক্ষক নিয়োগের জন্য মোট শুন্যপদ সংখ্যা হলো ১৩৪২১ জন। এই শূন্য পদে ২০২২ সালের প্রাইমারি টেট উত্তীর্ণ শিক্ষার্থী এবং ২০২৩ সালের প্রাইমারি টেট উত্তীর্ণ শিক্ষার্থীদের সকলেই ইন্টারভিউ সুযোগ পাবেন।
WB Primary TET 2023 Result - Click Here



কোন মন্তব্য নেই