দারুণ খবর 2014 সালের প্রাইমারী TET প্রশ্ন ভুল মামলার রায় (MAT 1594) এসেছে আজ সেই বছর যেসব পরীক্ষার্থী TET 2014 পরীক্ষা দিয়েছিলো তাদের সবাইকে 6 নম্বর দিতে হবে বলে রায়ে জানিয়েছে কলকাতা হাইকোর্ট I যার ফলে আরও অনেক ছাত্র ছাত্রী TET পাশ করবে I প্রায় 12 লক্ষ পরীক্ষার্থীদের এই বাড়তি নাম্বার দিতে হবে I অনেকেই আবার নতুন করে পাশ করবে I
প্রাইমারী TET প্রশ্ন ভুল মামলার রায়
আগে আমরা দেখেছি যারা মাত্র কেস করেছে তাদেরকেই শুধু নাম্বার দিয়েছে পর্ষদ I এর ফলে 2014 সালের প্রাইমারী TET পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর থেকেই কিছু সংখ্যক পরীক্ষার্থী মামলা করে এবং এই 6 নাম্বার পায় I কিন্তু বাকি পরীক্ষার্থীদের এই 6 নাম্বার দেওয়া হয়নি I এই নিয়ে 2016 এর পর থেকে অনেক মামলা হয় কলকাতা হাইকোর্টে l তাদের একটাই বক্তব্য প্রশ্ন ভুল করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ I তাই সবাইকে এই 6 নাম্বার দিতে হবে I এই মামলা দীর্ঘদিন শুনানির পর অবশেষে আজ 2023 সালের 13 এপ্রিল এই মামলার শুনানি শেষ হল I এবং অবশেষে খুশির খবর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেন যে সবাইকে এই 6 নাম্বার দিতে হবে I
কারা কারা এই 6 নাম্বার পাবে?
যেসব পরীক্ষার্থী আগে এই 6 টি প্রশ্নের নাম্বার পায়নি যেকোনো কারণে, হয়ত উত্তর ভুল দিয়েছে বা উত্তর করেনি তারা 6 নাম্বার পাবে I
যেসব পরীক্ষার্থী উত্তর পত্রে আগে এই 6 টি প্রশ্নের মধ্যে 2 টি বা 3 টি উত্তর আগেই ঠিক করেছে তারা বাকি নাম্বার পাবে, যেমন কেউ 4 কেউ 3 I
এর ফলে অনেক পরীক্ষার্থী নতুন করে প্রাইমারি TET পরীক্ষায় পাশ করবে I
কোন মন্তব্য নেই