Primary TET 2014 News: প্রত্যেকে দিতে হবে বাড়তি ৬ নাম্বার, প্রাইমারী TET ২০১৪ প্রশ্ন ভুল মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট ।

সবাই 6 নাম্বার পাবে প্রাইমারী TET প্রশ্ন ভুল মামলার রায় এলো


দারুণ খবর 2014 সালের প্রাইমারী TET প্রশ্ন ভুল মামলার রায় (MAT 1594) এসেছে আজ সেই বছর যেসব পরীক্ষার্থী TET 2014 পরীক্ষা দিয়েছিলো তাদের সবাইকে 6 নম্বর দিতে হবে বলে রায়ে জানিয়েছে কলকাতা হাইকোর্ট I  যার ফলে আরও অনেক ছাত্র ছাত্রী TET পাশ করবে I প্রায় 12 লক্ষ পরীক্ষার্থীদের এই বাড়তি নাম্বার দিতে হবে I অনেকেই আবার নতুন করে পাশ করবে I 



প্রাইমারী TET প্রশ্ন ভুল মামলার রায়

আগে আমরা দেখেছি যারা মাত্র কেস করেছে তাদেরকেই শুধু নাম্বার দিয়েছে পর্ষদ I এর ফলে 2014 সালের প্রাইমারী TET পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর থেকেই কিছু সংখ্যক পরীক্ষার্থী মামলা করে এবং এই 6 নাম্বার পায় I কিন্তু বাকি পরীক্ষার্থীদের এই 6 নাম্বার দেওয়া হয়নি I এই নিয়ে 2016 এর পর থেকে অনেক মামলা হয় কলকাতা হাইকোর্টে l তাদের একটাই বক্তব্য প্রশ্ন ভুল করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ I তাই সবাইকে এই 6 নাম্বার দিতে হবে I এই মামলা দীর্ঘদিন শুনানির পর অবশেষে আজ 2023 সালের 13 এপ্রিল এই মামলার শুনানি শেষ হল I এবং অবশেষে খুশির খবর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেন যে সবাইকে এই 6 নাম্বার দিতে হবে I


কারা কারা এই 6 নাম্বার পাবে?

যেসব পরীক্ষার্থী আগে এই 6 টি প্রশ্নের নাম্বার পায়নি যেকোনো কারণে, হয়ত উত্তর ভুল দিয়েছে বা উত্তর করেনি তারা 6 নাম্বার পাবে I 


যেসব পরীক্ষার্থী উত্তর পত্রে আগে এই 6 টি প্রশ্নের মধ্যে 2 টি বা 3 টি উত্তর আগেই ঠিক করেছে তারা বাকি নাম্বার পাবে, যেমন কেউ 4 কেউ 3 I 


এর ফলে অনেক পরীক্ষার্থী নতুন করে প্রাইমারি TET পরীক্ষায় পাশ করবে I 



Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

WB Primary TET 2023 Admit Card Download : প্রকাশিত হল প্রাইমারি টেট এডমিট কার্ড ২০২৩ ডাউনলোড লিংক ।

Primary TET Admit Card 2023 : পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার এডমিট কার্ড প্রকাশিত হলো আজ ২ ডিসেম্বর ২০২৩। আগামী ১০ ডিসেম্বর রবিবার প্রাই...