ASHA Karmi Recruitment 2023 : মহিলাদের জন্য সুখবর আবারো রাজ্যে ১৮৬টি পদে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। মাধ্যমিক পাস থাকলেই করা যাবে আবেদন।
আপনি কী মহিলা এবং আশাকর্মী চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক। তাহলে আজকে আমরা একটি বড়ো সুখবর নিয়ে আসছি। রাজ্যের উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর সাব ডিভিশনে ৩০ টি, বসিরহাট সাব ডিভিশনে ৭২ টি, বনগাঁও সাব ডিভিশনে ২৫ টি পদে এবং বারাসত সাব ডিভিশনে ৫৯ টি পদে মোট ১৮৬ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে আশা কর্মী (ASHA Worker Recruitment 2022)
কারা এর জন্য আবেদন করতে পারবেন ও কী কী লাগবে কিভাবে আবেদন করবেন এবং আশা কর্মী ফর্ম - সমস্ত কিছু নিয়েই আজকের আমাদের আলোচনা।
আশা কর্মী নিয়োগ 2023 - রাজ্যে ১৮৬ টি পদে আশা কর্মী নিয়োগ
আশা কর্মী নিয়োগ প্রক্রিয়া জেলা ভিক্তিক হয়ে থাকে। তাই নির্দিষ্ট জেলায় জেলায় আশা কর্মী নিয়োগ প্রক্রিয়া চলতেই থাকে। আজকে North 24 Pargana জেলায় ১৮৬ টি পদে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল।
আপনি যদি ওই জেলার বাসিন্দা হন তাহলে অবশ্যই আবেদন করুন।
আশা কর্মী নিয়োগ গুরুত্বপূর্ণ তথ্য গুলি হল -
শিক্ষাগত যোগ্যতা : আশা কর্মী নিয়োগ
আবেদনকারীকে কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে।
মাধ্যমিক পাসের সার্টিফিকেট থাকলেই এর জন্য আবেদন করা যাবে।
আবেদনকারীকে ওই জেলার বাসিন্দা হতে হবে।
আশা কর্মীর জন্য আবেদন করতে পারবে শুধুমাত্র - বিবাহিতা, বিধবা ও বিবাহ বিচ্ছেদ'রাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা : Age Limit
আশা কর্মী জন্য আবেদন করতে বয়স লাগবে 30 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত মহিলারা বয়সের উপর চার পাবেন 5 বছরের।
ডকোমেন্টস কী লাগবে আবেদন করতে ( Important Documents)
আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র
শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
বয়সের প্রমান পত্র (মাধ্যমিক এডমিট কার্ড )
আবেদনকারীর জাতিগত প্রমাণপত্র (কাস্ট সার্টিফিকেট ) বাধ্যতামূলক নয়।
বিবাহিতাদের ম্যারেজ সার্টিফিকেট বা বিধবাদের স্বামীর মৃত্যুর প্রমানপত্র বা বিবাহ বিচ্ছেদর এর প্রমান পত্র।
দুটি 5ফোট রঙিন ছবি।
ভোটার কার্ড এর ক্সেরক্স।
আধার কার্ড এর ক্সেরক্স।
মোট শুন্যপদ আশা কর্মী নিয়োগ 2023
পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় মোট আশা কর্মী নিয়োগ হবে ১৮৬ টি। যার মধ্যে সাব ডিভিশন অনুযায়ী আলাদা আলাদা করে শুন্যপদ রয়েছে।
আবেদন পদ্ধতি (How to apply Asha Worker Recruitment )
আশা কর্মী জন্য আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে, এর জন্য আশা কর্মী ফর্ম pdf ডাউনলোড করতে হবে। সাব ডিভিশন অনুযায়ী আলাদা আলাদা ফর্ম রয়েছে। অর্থাৎ আপনার সাব-ডিভিশন অনুযায়ী ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
তারপর সেই ফর্মটি ওই সাব ডিভিশন এ গিয়ে জমা করবেন।
অফলাইনে আবেদন করতে হবে।
নির্দিষ্ট এলাকার ফর্ম টি সঠিক ভাবে ফিলাপ করে জমা করতে হবে।
বিডিও অফিসে বা সংশীলষ্ট সাব ডিভিশন এ গিয়ে জমা করতে হবে।
আশা কর্মী নিয়োগ 2022 ফর্ম
আশা কর্মী আবেদন ফর্ম ব্যারাকপুর সাব ডিভিশন - ASHA Form PDF
আশা কর্মী আবেদন ফর্ম বসিরহাট সাব ডিভিশন- ASHA Form PDF
আশা কর্মী আবেদন ফর্ম বনগাঁও সাব ডিভিশন – ASHA Form PDF
আশা কর্মী আবেদন ফর্ম বারাসত সাব ডিভিশন - ASHA Form PDF
কোন মন্তব্য নেই