Rupashree Prakalpa Form pdf in bengali 2022 | Rupashree Prakalpa application form pdf Download | রূপশ্রী প্রকল্প ফর্ম। Download Rupashree Prakalpa Form 2022 |
What is Rupashree Prakalpa? রূপশ্রী প্রকল্প 2022
Government of West Bengal, পশ্চিমবঙ্গের 18 বছরের উর্ধে মেয়েদের বিয়ের জন্য (marriage purpose) তাদেরকে, "রূপশ্রী প্রকল্প" (Rupashree Prakalpa) মাধ্যমে Rs. 25,000/- টাকা দেওয়া হয়।
নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর (Department of Women and Child Development and Social Welfare) দ্বারা এই "রূপশ্রী প্রকল্প" (Rupashree Prakalpa) দেওয়া হয়।
এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য Rupashree Application form Download করে তা সঠিক ভাবে লিখে জমা করতে হবে।
Rupashree Prakalpa Form pdf 2022 download
Rupashree prakalpa form: যদি কোনও মেয়ের বিবাহ ঠিক হয় এবং অবশ্যই বয়স 18 এর বেশি হতে হবে, তাহলে রূপশ্রী প্রকল্প আবেদন করতে পারবে।
রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য সঠিক তথ্য দিয়ে ফর্ম'টি পূরণ করতে হবে। আবেদনকারীর নাম,ও ঠিকানা এবং বরের নাম ও ঠিকানা, বিয়ে তারিখ, সময়, বিবাহের স্থান এবং ব্যাঙ্ক একাউন্ট সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে। তার পর অধিকারিকরা সমস্ত তথ্য দেখার পর যদি সমস্ত কিছুই সঠিক থাকে, তাহলে বিয়ের আগেই ব্যাঙ্ক একাউন্ট এ 25,0000/- টাকা পাওয়া যাবে।
Rupashree Application Form Pdf Download - রূপশ্রী অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড
এই প্রকল্পের ফর্ম ডাউনলোড করার জন্য নিচে Rupashree prakalpa application Form Download link দেওয়া হল।
Download Rupashree Application Form Pdf
Details of west bengal Rupashree Prakalpa form 2022
How to Fillup Rupashree Prakalpa form in bengali 2022 : কিভাবে রূপশ্রী প্রকল্পের ফর্ম আবেদন করবেন?
রূপশ্রী প্রকল্পের ফর্মটি সঠিক ভাবে আবেদন করতে হবে যেন কোথাও কোনও ভুল না হয়।
কিভাবে এই প্রকল্পের ফর্ম'টি লিখবেন, কথায় কথায় কি লিখবেন তা নিচে আলোচনা করা হল।
প্রথমে আবেদনকারীর নাম( Applicants Name)
Date of Birth ( আবেদনকারীর নাম ) লিখতে হবে।
তারপর বিবাহের তারিখ।
তারপর লিখবেন Mother's Name & Father's Name / মা ও বাবার নাম।
পাত্রীর অর্থাৎ মেয়ের পাসপোর্ট রঙিন ছবি।
রূপশ্রী প্রকল্পের ফর্ম এ এখন আপনার ঠিকানা : থানা, পোস্ট অফিস, গ্রামের ঠিকানা, পিন কোর্ড, জেলা লিখতে হবে বক্স গুলির মধ্যে।
এর পর Mobile Number সঠিক ভাবে লিখবেন, যেখানে আবেদনকারীর Rupashree Prakalpa এর সমস্ত তথ্যের SMS আসবে।
Education Level ( শিক্ষার স্তর ) এই ছক এ আবেদনকারীর পড়াশোনার অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার তথ্য দিবেন।
এর পর Cast(জাতি) General / SC / ST / OBC বেঁছে নিতে হবে।
তার পর আবেদনকারীর Religion (ধর্ম ) টিতে ঠিক দিতে হবে।
এর পর একেই ভাবে পাত্রের সমস্ত পরিচয় লিখতে হবে।
সঙ্গে পাত্রের রঙিন ছবি ফর্ম এ লাগাতে হবে।
এর ঘোষণা পত্র লিখতে হবে। সেখানে বিভিন্ন তথ্য দিয়ে হবে সেখানে ভোটার কার্ড কার্ড বা আঁধার কার্ড ইত্যাদি তে ঠিক ✅️ দিতে হবে।
Note: Rupashree Prakalpo form টি পূরণ করার জন্য শুধু মাত্র Applicant's Details গুলি লিখে হবে এবং Office Use গুলি কখনও লিখবেন না।
Amar mobile kono massage ase nai
উত্তরমুছুন